মাওরি জাতি

মাওরি জাতি হলো নিউজিল্যান্ড ভূখণ্ডের আদিবাসী একটি পলিনেশীয় জাতি। মাওরিদের পূর্বপুরুষেরা পূর্ব পলিনেশিয়ায় বসতি স্থাপনকারীদের থেকে উদ্ভূত হয়েছিল, যারা প্রায় ১৩২০ থেকে ১৩৫০ সালের মধ্যে বিভিন্ন যাত্রায় নিউজিল্যান্ডে আসেন। বিচ্ছিন্নভাবে কয়েক শতাব্দী যাবত এই বসতি স্থাপনকারীরা একটি স্বতন্ত্র সংস্কৃতি গড়ে তুলেছিল, যার ভাষা, পৌরাণিক , কারুশিল্প অন্যান্য পূর্ব পলিনেশীয় সংস্কৃতিধারা থেকে স্বাধীনভাবে বিকশিত হয়েছিল। কিছু প্রারম্ভিক মাওরি চাথাম দ্বীপপুঞ্জে চলে যায়, যেখানে তাদের বংশধররা নিউজিল্যান্ডের অন্যান্য পলিনেশীয় আদিবাসী জাতি গোষ্ঠীতে পরিণত হয়।

মাওরি
মাওরি জাতি
হাকায় মাওরি নৃত্য ( ২০১২)
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
মাওরি জাতি নিউজিল্যান্ড৭৭৫,৮৩৬ (২০১৮ গণনা)
মাওরি জাতি অস্ট্রেলিয়া১৪২,১০৭ ( ২০১৬)
মাওরি জাতি যুক্তরাজ্য৮০০০ (২০০০)
মাওরি জাতি মার্কিন যুক্তরাষ্ট্র৩৫০০ (২০০০)
মাওরি জাতি কানাডা২,৫০০ (২০১৬)
অন্যান্য দেশ৮,০০০
ভাষা
মাওরি ভাষা, ইংরেজি
ধর্ম
প্রধানত খ্রিস্টান বা অধর্মীয়, ইসলাম (সংখ্যালঘু)
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
অন্যান্য পলিনেশীয় জাতিগোষ্ঠী; ভারতীয় মাওরি, অস্ট্রেলীয় মাওরি, মার্কিন মাওরি

মাওরি এবং ইউরোপীয়দের মধ্যে প্রাথমিক যোগাযোগ ১৮ শতকে শুরু হয়েছিল, যা লাভজনক বাণিজ্য থেকে প্রাণঘাতী সহিংসতা পর্যন্ত বিস্তৃত ছিল। মাওরিরা তখন সক্রিয়ভাবে নতুনদের কাছ থেকে অনেক প্রযুক্তি গ্রহণ করে। ১৮৪০ সালে ওয়েতাঙ্গির চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুটি সংস্কৃতি একটি প্রজন্মের জন্য সহাবস্থান করতে শুরু করে। মাওরিদের থেকে বিতর্কিত জমি ক্রয় নিয়ে উভয়ের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনা ১৮৬০ এর দশকে সংঘর্ষের দিকে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের জমি বাজেয়াপ্ত হয়। ১৮৭৭ সালে চুক্তিটিকে আইনী বাতিল ঘোষণা করার পর মাওরিরা পশ্চিমা সংস্কৃতির অনেক দিককে আত্তীকরণ করতে বাধ্য হয়েছিল। সামাজিক উত্থান ও প্রবর্তিত রোগের মহামারী মাওরি জনসংখ্যার উপর একটি বিধ্বংসী ধাক্কা দেয়। এতে তাদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পায়। কিন্তু বিশ শতকের শরুতে তারা সে সংখ্যা পুনরুদ্ধার করতে শুরু করে। ২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের মোট মাওরি জনসংখ্যা ৮৯২,২০০, মোট জনসংখ্যার ১৭.২% হিসাব করা হয়।

ইউরোপীয়দের পরে মাওরিরা নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। এছাড়াও অস্ট্রেলিয়ায় ১৮০,০০০ এর বেশি মাওরি বাস করে। মাওরিরা নিউজিল্যান্ডের সংস্কৃতি, মিডিয়া, রাজনীতি ও খেলাধুলাসহ সমাজের সকল ক্ষেত্রে সক্রিয়।

তথ্যসূত্র

Tags:

আদিবাসী জনগণচ্যাথাম দ্বীপপুঞ্জনিউজিল্যান্ডপলিনেশিয়াপৌরাণিক কাহিনিভাষাসংস্কৃতি১৩২০১৩৫০

🔥 Trending searches on Wiki বাংলা:

ইউরোপহরিকেলসাদিকা পারভিন পপিযৌনাসনজন্ডিসরাইলি রুশোসাংগ্রাইশিশ্ন বর্ধনদক্ষিণবঙ্গসহীহ বুখারীজারুলদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিপ্রথম উসমানঢাকা বিশ্ববিদ্যালয়শরীয়তপুর জেলাবাংলাদেশ পুলিশমানব দেহগেরিনা ফ্রি ফায়ারসজনেনয়নতারা (উদ্ভিদ)গোবিন্দ চন্দ্র দেব২০২৪ কোপা আমেরিকাআফগানিস্তানটাইফয়েড জ্বরশর্করাইউরোপীয় ইউনিয়ন২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)তামান্না ভাটিয়াবাংলাদেশ নৌবাহিনীর প্রধানভৌগোলিক নির্দেশকসৌদি আরবডেঙ্গু জ্বরসিয়াচেন দ্বন্দ্ববাংলাদেশী টাকাগারোউদারনীতিবাদআল্লাহর ৯৯টি নামগাজীপুর জেলাযাকাতফিল সল্টরবীন্দ্রসঙ্গীতআরবি ভাষামুহাম্মাদও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদসাইবার অপরাধপরিভাষাক্রিকেটমালদ্বীপঢাকা বিভাগশ্রাবন্তী চট্টোপাধ্যায়মিমি চক্রবর্তীজোট-নিরপেক্ষ আন্দোলনচাঁদমেঘালয়ভারতের সাধারণ নির্বাচন, ১৯৪৫দীপু মনিওয়ালটন গ্রুপবাংলাদেশের সংবিধানমহামৃত্যুঞ্জয় মন্ত্রআল্লাহট্রপোমণ্ডলবাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি ২০১৫কারককক্সবাজারশ্রীনিবাস রামানুজননিরাপদ যৌনতাবাংলাদেশের সংবাদপত্রের তালিকাহিন্দুধর্মমৌসুমি বায়ুইসরায়েল–হামাস যুদ্ধচৈতন্য মহাপ্রভুঅ্যাটর্নি জেনারেলপ্রাণ-আরএফএল গ্রুপকুরআনভারতের জাতীয় পতাকাশামসুর রাহমানের গ্রন্থাবলিরাইবোজোম🡆 More