ভ্রান্ত ভারসাম্য

ভ্রান্ত ভারসাম্য (ইংরেজিঃ False balance) হচ্ছে একপ্রকার গণমাধ্যম পক্ষপাত; যেখানে সাংবাদিকরা কোনো একটি বিষয়কে নিরপেক্ষভাবে প্রকাশ করতে গিয়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ প্রকাশ করার চেয়ে বিরোধীপক্ষের মত উপস্থাপনকে বেশি জোর দেন। এতে করে এক পক্ষের অন্য পক্ষের চেয়ে অত্যধিক রকমের তথ্যপ্রমাণ থাকলেও দুই পক্ষই এক কাতারে নেমে আসে। যা সাধারণ মানুষের সঠিক তথ্য জানার স্পৃহা এবং অধিকারকে বাধাগ্রস্থ করে।

সায়েন্সের প্রতিবেদন অনুসারে ভ্রান্ত ভারসাম্য এর উদাহরণ হলো পরিবেশের এ অবস্থা মানুষের তৈরী না জলবায়ু পরিবর্তনমুলক বিতর্ক, অটিজমের সাথে থাইমেরোসলের অভিযোগ এবং বিবর্তনবাদ বনাম বুদ্ধিদীপ্ত নকশা

ভ্রান্ত ভারসাম্যকে ভুল তথ্য ছড়ানো নামেও অভিহিত করা হয়। ভ্রান্ত ভারসাম্য এর একটি উদাহরণ হলঃ বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে বিতর্ক; যদিও বৈজ্ঞানিক মহল এক বাক্যে এটা স্বীকার করেছেন যে; বৈশ্বিক উষ্ণায়ন শিল্প বিপ্লবের প্রভাবের ফলে বৃদ্ধি পেয়েছে তবুও খুবই স্বল্প সংখ্যক বিজ্ঞানী আছেন, যারা এই ব্যাখ্যাকে অস্বীকার করেন। যদি উভয় পক্ষের বিজ্ঞানীদের সমান সুযোগ দেওয়া হয় এবং সাধারণ মানুষের কাছে সংখ্যা উল্লেখ না করে, দুই পক্ষের বিজ্ঞানীর তথ্য উপস্থাপন করা হয়; তাহলে সাধারণ মানুষের কাছে একটা ভুল তথ্য যাবে। তারা ধরেই নিবে বৈজ্ঞানিক মহলের ভিতরে এই বিষয়ে গুরুতর দ্বন্দ্ব বিরাজমান। যখন মোটের উপর বৈজ্ঞানিক মহলে সম্পুর্ণভাবে ধরে নিয়েছে মানুষ কর্তৃক বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে।

ভ্রান্ত ভারসাম্য উত্তেজনাকরসন্ধিৎসার মত প্রবৃত্তিমুলক কাজের সাথে সংহতিপুর্ণ হতে পারে। যখন প্রযোজক এবং সম্পাদক যাবেন যদি চলমান বিতর্ককে ঘিরে সত্য এবং মিথ্যা তথ্যকে জগাখিচুড়ি বানিয়ে একটা গল্প তৈরী করা হয়; তাহলে গল্পটি বাণিজ্যিকভাবে বেশি সফল হবে। প্রযোজক এবং সম্পাদক দৃষ্টিকোণকে স্বচ্ছভাবে পরীক্ষণ করতে গিয়ে দ্বিধাগ্রস্থ হতে পারেন। তাদের সীমাবদ্ধ জ্ঞানের ক্ষেত্রের জন্য দুই পক্ষকে নিরপেক্ষভাবে উপস্থাপন করে থাকেন। যদিও এক পক্ষের তথ্য ভুল থাকে; তা তারা ধরতে পারেন না।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

ইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

স্মার্ট বাংলাদেশআকাশআশাপূর্ণা দেবীসূরা আরাফজিৎ (অভিনেতা)মরক্কোমুসাপানিনোরা ফাতেহিহিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণমুঘল সাম্রাজ্যব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিইতালিবাংলাদেশের উপজেলার তালিকাশ্রাবন্তী চট্টোপাধ্যায়মহামৃত্যুঞ্জয় মন্ত্র২০২৬ ফিফা বিশ্বকাপএম এ ওয়াজেদ মিয়াথানকুনিহনুমান চালিশারাধাডাচ-বাংলা ব্যাংক লিমিটেডস্ক্যাবিসনরসিংদী জেলাগাণিতিক প্রতীকের তালিকাসমাসজাতীয় সংসদম্যালেরিয়াপ্রযুক্তিইউরোপজবাবিশ্বের ইতিহাসমহাবিস্ফোরণ তত্ত্বসিরাজগঞ্জ জেলাডিম্বাশয়গোলাপইমাম বুখারীস্বাধীনতাজুবায়ের জাহান খানইন্সটাগ্রামওমানহিন্দুধর্মরাম নবমীইস্তেখারার নামাজবিতর নামাজনেপোলিয়ন বোনাপার্টগ্রিনহাউজ গ্যাসশিখধর্ম২৮ মার্চস্টার জলসামহাসাগরঠাকুর অনুকূলচন্দ্রপ্রথম উসমানপদার্থের অবস্থাহরিপদ কাপালীবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকালালনঅর্শরোগদেশ অনুযায়ী ইসলামপরমাণুবাল্যবিবাহমেসোপটেমিয়াইক্বামাহ্‌জীবনানন্দ দাশহ্যাশট্যাগজসীম উদ্‌দীনআইজাক নিউটনলাঙ্গলবন্দ স্নানমূত্রনালীর সংক্রমণউহুদের যুদ্ধদক্ষিণ আফ্রিকাদ্রৌপদী মুর্মুউর্ফি জাবেদঢাকা জেলাঅকালবোধনপ্লাস্টিক দূষণরাগবি ইউনিয়ন🡆 More