ভূপতি ভূষণ চৌধুরী: রাজনীতিবিদ

ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী) (জন্ম: ১৬ ডিসেম্বর ১৯৩০ - মৃত্যু: ৩০ জুন, ১৯৮০) বাংলাদেশের রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।

ভূপতি ভূষণ চৌধুরী
ভূপতি ভূষণ চৌধুরী: জন্ম ও পারিবারিক পরিচিতি, শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন
জন্ম(১৯৩০-১২-১৬)১৬ ডিসেম্বর ১৯৩০
মৃত্যুজুন ৩০, ১৯৮০(1980-06-30) (বয়স ৪৯)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্বভূপতি ভূষণ চৌধুরী: জন্ম ও পারিবারিক পরিচিতি, শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন বাংলাদেশ
পরিচিতির কারণরাজনীতিবিদ
পুরস্কারস্বাধীনতা পুরস্কার, (২০১৮)

জন্ম ও পারিবারিক পরিচিতি

ভূপতি ভূষণ চৌধুরীর জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে। তার বাবার নাম ধীরেন্দ্র লাল চৌধুরী এবং মায়ের নাম যশোদা বালা চৌধুরী। শহরের পৈতৃক বাড়িতে তার কেটেছে বাল্য ও শৈশবের দিনগুলি।

শিক্ষাজীবন

মিউনিসিপ্যাল স্কুল থেকে ইংরেজিতে লেটার নিয়ে প্রথম বিভাগে পাস করে কলকাতা যান পড়াশোনা করতে। বঙ্গবাসী কলেজে অধ্যয়নরত অবস্থায় রাজনীতিতে হাতেখড়ি, যোগ দেন ব্রিটিশবিরোধী আন্দোলনে। আই এ পাস করেন প্রথম বিভাগে।

রাজনৈতিক জীবন

১৯৪৭ সালে দেশভাগের কিছুদিন পরে ভূপতি ভূষণ চৌধুরী মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন এবং মুসলিম লীগ বিরোধী অসাম্প্রদায়িক রাজনীতিতে যোগ দেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে তিনি এ সংগঠনের সাথে জড়িত হয়ে পড়েন এবং চট্টগ্রামের এম এ আজিজজহুর আহমদ চৌধুরীর সাথে চট্টগ্রামে সংগঠন গড়ে তোলার কাজে যুক্ত হন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সেই সূত্রে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসেন। এ সময়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার পরিচয় এবং ক্রমান্বয়ে বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠজন ও আস্থাভাজন হয়ে উঠেন তিনি। তাকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যকারি কমিটিতে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। ৬২’র আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন, বিশেষ করে ছয় দফা আন্দোলনে তার ভূমিকার জন্যে তিনি চট্টগ্রামের রাজনীতিতে অন্যতম মুখ্য ব্যক্তিত্বে পরিণত হন। ১৯৬৬ সালের ২০ মে রাতে পাকিস্তান প্রতিরক্ষা আইনে ভূপতি ভূষণ চৌধুরীকে গ্রেফতার করা হয় এবং তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত করে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। কারাগারে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। ৬৯’র গণঅভ্যুত্থানে তিনি মুক্তি পান কিন্তু কয়েক মাসের মধ্যে ইয়াহিয়ার সামরিক জান্তা তাকে আবার গ্রেফতার করে। ১৯৭০’র শেষ দিকে জেল থেকে ছাড়া পেয়ে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার এক সপ্তাহ পর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ তাকে আবারো ঢাকা থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করা হয় এবং সামরিক আইনের আওতায় সাজা দেওয়া হয়। ১৯৭৫ আগস্ট থেকে ১৯৮০ সাল পর্যন্ত পাঁচ বছর তিনি জেলে বন্দি জীবন-যাপন করেন। বন্দি থাকা অবস্থায় তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান তাকে নানা প্রলোভন দেখিয়ে তার দলে যোগদানের প্রস্তাব দেন। কিন্তু সমস্ত প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন।

পুরস্কার ও সম্মননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ভূপতি ভূষণ চৌধুরী জন্ম ও পারিবারিক পরিচিতিভূপতি ভূষণ চৌধুরী শিক্ষাজীবনভূপতি ভূষণ চৌধুরী রাজনৈতিক জীবনভূপতি ভূষণ চৌধুরী পুরস্কার ও সম্মননাভূপতি ভূষণ চৌধুরী তথ্যসূত্রভূপতি ভূষণ চৌধুরী বহিঃসংযোগভূপতি ভূষণ চৌধুরীআগরতলা ষড়যন্ত্র মামলাস্বাধীনতা পদক

🔥 Trending searches on Wiki বাংলা:

আহ্‌মদীয়াকুয়েতত্রিপুরাগর্ভধারণপ্রতিবেদনপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০তেজস্ক্রিয়তারুশ উইকিপিডিয়াহরপ্পাগোলাপবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাসিরাজউদ্দৌলাম্যালেরিয়াসংস্কৃতিমহামৃত্যুঞ্জয় মন্ত্রঅশোক (সম্রাট)জীবনখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরশিখধর্মফিলিস্তিনবিশ্বের ইতিহাসআলহামদুলিল্লাহবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাযোহরের নামাজমক্কাউমাইয়া খিলাফতসালমান শাহপানি দূষণ২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপগুপ্ত সাম্রাজ্যবাংলাদেশ নৌবাহিনীসূর্যললিকনবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩দীপু মনিঅশ্বগন্ধাখালিস্তানদেশ অনুযায়ী ইসলামস্বামী বিবেকানন্দকলি যুগফুলছোটগল্পঅর্থনীতিসেন্ট মার্টিন দ্বীপপাঠান (চলচ্চিত্র)নিউটনের গতিসূত্রসমূহদক্ষিণ কোরিয়াঔষধসুবহানাল্লাহঅপারেশন সার্চলাইটইসলামে যৌনতামাক্সিম গোর্কিলিটন দাসচর্যাপদহরিপদ কাপালীবাল্যবিবাহউইকিপ্রজাতিঅসমাপ্ত আত্মজীবনীপুরুষাঙ্গের চুল অপসারণএ. পি. জে. আবদুল কালামবিপন্ন প্রজাতিলিঙ্গ উত্থান ত্রুটিঅনুসর্গকৃষ্ণইসলামের ইতিহাসসুকান্ত ভট্টাচার্যমূলদ সংখ্যাবাংলাদেশ জামায়াতে ইসলামীগজহিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণবর্ডার গার্ড বাংলাদেশকাঁঠালতাহাজ্জুদবাংলাদেশ ব্যাংকমৌর্য সাম্রাজ্যগেরিনা ফ্রি ফায়ারইরানবাংলা উইকিপিডিয়াব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি🡆 More