বলরেখা

বলরেখা কোনো বলক্ষেত্রের কাল্পনিক রেখা, যার সাহায্যে ক্ষেত্রের দিক ও প্রাবল্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। বলরেখায় তীর চিহ্ন দিয়ে ক্ষেত্রের অভিমুখ দেখানো হয় এবং বলরেখাগুলির ঘনত্ব ক্ষেত্রের স্থানীয় প্রাবল্য সূচিত করে। দুটি বলরেখা কখোনো একে অপরকে অতিক্রম করেনা কারণ একটী বিন্দুতে ক্ষেত্রের একটি মাত্র দিক থাকতে পারে।

বলরেখা
বলরেখা বিষয়ক চিত্র

চৌম্বক বলরেখা

কোনো চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে মুক্তাবস্থায় স্থাপন করলে মেরুটি যে পথে পরিভ্রমণ করে তাকে চৌম্বক বলরেখা বলে। চৌম্বক বলরেখার সাহায্যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ও অভিমুখ সম্পর্কে জানা যায়। চৌম্বক বলরেখাগুলির কোন শুরু বা শেষ নেই এরা বদ্ধ বর্তনী (closed loop), চুম্বকের বাইরে এরা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে এবং চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়।

বৈদ্যুতিক বলরেখা

বৈদ্যুতিক বলরেখা দারা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবল্য ও অভিমুখ সম্পর্কে জানা যায়। এরকম কোনো বৈদ্যুতিক বা তড়িৎক্ষেত্রে কোনো একক পজিটিভ বা ধনাত্নক চার্জ কে স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে বৈদ্যুতিক বলরেখা বলে। বৈদ্যুতিক ক্ষেত্রের বেলায় বলরেখা কে বলের টিউব ও বলে। চৌম্বক বা বৈদ্যুতিক ক্ষেত্রে বলরেখার সঙ্গে অঙ্কিত স্পর্শক চৌম্বক এর দিক নির্দেশ করে, এবং বলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত এক বর্গসেন্টিমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা চৌম্বক বা বৈদ্যুতিক ক্ষেত্রে প্রাবল্যের মান নির্দেশ করে। বৈদ্যুতিক বলরেখা ধনাত্নক চার্জ থেকে বের হয়ে ঋনাত্নক চার্জে শেষ হয়। পরিবাহীর ভিতরে কোনো বৈদ্যুতিক বলরেখা থাকে না।

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

শেখ হাসিনাময়মনসিংহ বিভাগসুকান্ত ভট্টাচার্যবাংলা সাহিত্যজয়নগর লোকসভা কেন্দ্রধর্মআমাশয়ফজলুর রহমান খানভারতের প্রধানমন্ত্রীদের তালিকাসজনেচ্যাটজিপিটিইতালিখ্রিস্টধর্মভারত বিভাজনসংস্কৃত ভাষাক্লিওপেট্রাটিম ডেভিডখুলনাতিলক বর্মামীর মশাররফ হোসেনদুরুদর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নযোনিআবদুল হামিদ খান ভাসানীবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাশশাঙ্কউমাইয়া খিলাফতবদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের তালিকাএইচআইভি/এইডসডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রযৌনসঙ্গমপশ্চিমবঙ্গব্রাজিলকালেমাযুদ্ধকালীন যৌন সহিংসতামালয়েশিয়াপলাশঈসাআবুল কাশেম ফজলুল হকশ্রীলঙ্কাসর্বনামফরাসি বিপ্লবযক্ষ্মাস্বরধ্বনিদাজ্জালভগবদ্গীতাহাবীবুল্লাহ্‌ বাহার কলেজআব্দুল লতিফ চৌধুরী ফুলতলীমথুরাপুর লোকসভা কেন্দ্রটাইফয়েড জ্বরবাংলাদেশচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গায়ত্রী মন্ত্রগীতাঞ্জলিপিঁয়াজমির্জা ফখরুল ইসলাম আলমগীরবাংলাদেশের জেলাসমূহের তালিকাবিপাশা বসুমোশাররফ করিমশাকিব খানসূরা আর-রাহমানবাংলাদেশের অর্থনীতিপল্লী সঞ্চয় ব্যাংকপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাউদ্ভিদকোষসুলতান সুলাইমানমুখমৈথুনলুয়ান্ডাব্র্যাকজার্মানিটুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেকর্ড তালিকাঋতুরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকুরআনের ইতিহাসদুবাইমুজিবনগর সরকারমিয়ানমারবিশেষ্যচাকমা🡆 More