প্রথম শূরপাল

প্রথম শূরপাল পাল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট ছিলেন। গরুড়স্তম্ভলিপিতে প্রথম শূরপালের উল্লেখ পাওয়া যায়।

প্রথম শূরপাল
প্রথম শূরপাল
পাল সাম্রাজ্য ও আশেপাশের অঞ্চল
পাল সাম্রাজ্য
রাজত্বআনু. নবম শতাব্দীর মাঝামাঝি
পূর্বসূরিমহেন্দ্রপাল
উত্তরসূরিপ্রথম বিগ্রহপাল
রাজবংশপাল
পিতাদেবপাল
মাতামাহাতা দেবী

দেবপালের উত্তরাধিকারী বিতর্ক

ঐতিহাসিকেরা দেবপালের পরবর্তী পাল সম্রাট হিসেবে প্রথম শূরপাল বা প্রথম বিগ্রহপালের উল্লেখ করতেন।:১৩৪ কিন্তু ১৯৮৭ খ্রিষ্টাব্দের ১৩ই মার্চ জগজ্জীবনপুর নামক স্থানে প্রাপ্ত মহেন্দ্রপালের একটি তাম্রশাসন থেকে জানা যায়, দেবপালের পুত্র ও উত্তরাধিকারী হিসেবে মহেন্দ্রপাল পরবর্তী সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তাম্রশাসনটিতে মহেন্দ্রপালের কনিষ্ঠ ভ্রাতা হিসেবে প্রথম শূরপালের নাম রয়েছে, যিনি মহেন্দ্রপালের পরবর্তী সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

প্রথম শূরপাল ও প্রথম বিগ্রহপাল বিতর্ক

পূর্বে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অক্ষয়কুমার মৈত্রেয় প্রমুখ ঐতিহাসিকেরা মনে করতেন যে, প্রথম শূরপাল এবং প্রথম বিগ্রহপাল একই ব্যক্তি।:১৩৪, ১৩৫ কিন্তু ১৯৭০ খ্রিষ্টাব্দে মির্জাপুর জেলায় আবিষ্কৃত তাম্রশাসন থেকে জানা যায় যে, তারা দুজনে খুল্লতাত ভ্রাতা ছিলেন। তারা একই সময় দুইটি পৃথক স্থানে রাজত্ব করতেন না বিভিন্ন সময়ে রাজত্ব করতেন সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে।:৩২–৩৭ তবে যেহেতু প্রথম শূরপালের কোন বংশধরের কথা জানা যায় না এবং পাল সাম্রাজ্যের পরবর্তী সম্রাটেরা সকলেই প্রথম বিগ্রহপালের উত্তরাধিকারী ছিলেন, সেহেতু মনে করা হয়, উত্তরাধিকারী না থাকায় শান্তিপূর্ণভাবেই হোক, বা বলপূর্বকই হোক, প্রথম শূরপালকে সরিয়ে প্রথম বিগ্রহপাল সিংহাসনে আরোহণ করেন।

রাজত্বকাল

রমেশচন্দ্র মজুমদার ৮৫০ থেকে ৮৫৩ খ্রিষ্টাব্দে, আবদুল মোমিন চৌধুরী ৮৬১ থেকে ৮৬৬ খ্রিষ্টাব্দে, বিন্দেশ্বরী প্রসাদ সিনহা ৮৬০ থেকে ৮৬৫ খ্রিষ্টাব্দে এবং দীনেশচন্দ্র সরকার ৮৫০ থেকে ৮৫৮ খ্রিষ্টাব্দে প্রথম শূরপালের রাজত্বের সময়কালকে নির্ণয় করেছেন। এর মধ্যে প্রথম তিনজন মনে করেন প্রথম শূরপাল ও প্রথম বিগ্রহপাল একই সময়ে পৃথক স্থানে রাজত্ব করতেন।

পাদটীকা

তথ্যসূত্র

পূর্বসূরী
মহেন্দ্রপাল
পাল সম্রাট
প্রথম শূরপাল
উত্তরসূরী
প্রথম বিগ্রহপাল

Tags:

প্রথম শূরপাল দেবপালের উত্তরাধিকারী বিতর্কপ্রথম শূরপাল ও প্রথম বিগ্রহপাল বিতর্কপ্রথম শূরপাল রাজত্বকালপ্রথম শূরপাল পাদটীকাপ্রথম শূরপাল তথ্যসূত্রপ্রথম শূরপালপাল সাম্রাজ্য

🔥 Trending searches on Wiki বাংলা:

ঋতুবাঙালি হিন্দুদের পদবিসমূহযোনি পিচ্ছিলকারক২০২৩মানব শিশ্নের আকারক্লিওপেট্রাসাতই মার্চের ভাষণপিনাকী ভট্টাচার্যঐশ্বর্যা রাইবুড়িমারী এক্সপ্রেসকরসহীহ বুখারীরামসাঁওতালতাওরাতবাংলাদেশের নদীবন্দরের তালিকাকার্বন ডাই অক্সাইডওমানশাহ জাহানউদ্ভিদকোষকারাগারের রোজনামচা২০১৮–১৯ লা লিগাদোয়া কুনুতজলাতংকসতীদাহকাফিরযৌনাসনকার্তিক (দেবতা)মুহাম্মদ ইউনূসশুক্রাণুদারুল উলুম দেওবন্দচিয়া বীজওয়ার্ল্ড ওয়াইড ওয়েবআদমসোভিয়েত ইউনিয়নডুগংঅ্যান্টিবায়োটিক তালিকালিওনেল মেসিখুলনাহামজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাকারকচিকিৎসকতাহাজ্জুদবাংলাদেশের ইউনিয়নের তালিকাপানিবাটাস্বাধীন বাংলা বেতার কেন্দ্রঈমানযিনাহেপাটাইটিস বিখালিদ বিন ওয়ালিদভাইরাসকালেমাব্রাজিলউপসর্গ (ব্যাকরণ)স্বত্ববিলোপ নীতিমহামৃত্যুঞ্জয় মন্ত্রআলিকোপা আমেরিকাগুগল ম্যাপসজীবনকোণবাল্যবিবাহপেশাইন্ডিয়ান প্রিমিয়ার লিগসূরা ইখলাসসরকারআংকর বাটসোনারুকইয়াহ শারইয়াহচট্টগ্রামসেনেগালশ্রীলঙ্কা২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগইসলামের পঞ্চস্তম্ভঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরআলবার্ট আইনস্টাইনচিরস্থায়ী বন্দোবস্ত🡆 More