পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত

বুদ্ধদেব দাস গুপ্ত (১ ফেব্রুয়ারি ১৯৩৩ - ১৫ জানুয়ারি ২০১৮) একজন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী যিনি সরোদ অভিনয় করেছিলেন। তিনি ভারতের কলকাতায় থাকতেন। তিনি নিমস রেকর্ডস ' দ্য রাগা গাইড ' এর অন্যতম শিল্পী ছিলেন।

পণ্ডিত
বুদ্ধদেব দাশগুপ্ত
১৯৮৭ সালে কলকাতায় চন্দ্রনাথ শাস্ত্রী -এর সাথে একই মঞ্চে কনসার্টে দাশ গুপ্ত
১৯৮৭ সালে কলকাতায় চন্দ্রনাথ শাস্ত্রী -এর সাথে একই মঞ্চে কনসার্টে দাশ গুপ্ত
প্রাথমিক তথ্য
জন্ম(১৯৩৩-০২-০১)১ ফেব্রুয়ারি ১৯৩৩
ভাগলপুর, বিহার, ভারত
মৃত্যু১৫ জানুয়ারি ২০১৮(2018-01-15) (বয়স ৮৪)
কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত
ধরনহিন্দুস্তানি ক্লাসিক মিউজিক
পেশাসঙ্গিতজ্ঞ
বাদ্যযন্ত্রসরোদ
লেবেলনিম্বাস রেকর্ডস
ওয়েবসাইটwww.buddhadevdasgupta.com

প্রথম জীবন এবং প্রশিক্ষণ

বুদ্ধদেব দাস গুপ্ত জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি ভারতের ভাগলপুরে তাঁর মাতৃগৃহে বাবা-মা প্রফুল্ল মোহন দাশগুপ্ত এবং ভবানী দাশগুপ্তের জন্ম। তাঁর বাবা পেশায় জেলা ম্যাজিস্ট্রেট এবং সংগীতের আগ্রহী প্রেমী যদিও তিনি কখনও গান শিখেননি।

১৯৮৮ সালে অনুষ্ঠিত ম্যাট্রিক পরীক্ষায় দাস গুপ্ত দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তারপরে তিনি শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স ইউনিভার্সিটিতে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পড়েন এবং সেখানেও দ্বিতীয় স্থানে এসেছিলেন। জীবনের অনেক পরে, ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে।

খুব অল্প বয়সেই বুদ্ধদেব সরোড বাদক রাধিকা মোহন মৈত্রের কাছ থেকে সরোদ পাঠ গ্রহণ শুরু করেছিলেন। অল ইন্ডিয়া রেডিওতে তাঁর প্রথম প্রোগ্রামটি ছিল অতিথি শিল্পী হিসাবে। তিনি শেষ পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওতে ১৭টিরও বেশি জাতীয় প্রোগ্রাম পরিবেশন করেছিলেন।

সংবর্ধনা

২০১১ সালে, দাস গুপ্তকে ভারত সরকার পদ্মশ্রী অফার করেছিল, তবে "দিনটি অনেক দেরি হয়ে গেছে" বলে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। ২০১২ সালের জানুয়ারিতে তাঁকে পদ্মভূষণ ভূষিত করা হয়েছিল। ১৯৯৩ সালে তিনি সংগীত নাটক আকাদেমি এবং ২০১১ সালে সংগীত নাটক আকাদেমি ঠাকুর রত্ন পেয়েছিলেন।

আত্মজীবনী

তাঁর আত্মজীবনী বামনের চন্দ্রস্পর্শিলাস (যার অর্থ: " বামনের চাঁদ স্পর্শ করার ইচ্ছা"), পর্যায়ক্রমে একটি বাংলা ম্যাগাজিন " দিশা " তে প্রকাশিত হয়েছিল এবং এটি ২০০৪ (অংশ-প্রথম) এবং ২০১০ সালে বই আকারে প্রকাশিত হয়েছিল। অংশ -২)। তিনি ভবানিসঙ্কর দাশগুপ্ত, অনির্বাণ দাশগুপ্ত, অবনীন্দ্র মৈত্র, জয়দীপ ঘোষ, অতনু রক্ষিত প্রমুখ।

মৃত্যু

দাস গুপ্ত দক্ষিণ কলকাতায় তাঁর বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টের ১৫ জানুয়ারি 2018 এ মারা যান। তাঁর বয়স ছিল ৮৪। তিনি গত কয়েক বছর ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাঁর মৃত্যু শাস্ত্রীয় সংগীতের ক্ষেত্রে একটি শূন্যতা তৈরি করেছে। "শাস্ত্রীয় সংগীতের জগতের জন্য একটি বড় ক্ষতি। শান্তিতে বিশ্রাম দিন। তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, "তিনি টুইট বার্তায় বলেছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত প্রথম জীবন এবং প্রশিক্ষণপণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত সংবর্ধনাপণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত আত্মজীবনীপণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত মৃত্যুপণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত তথ্যসূত্রপণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত বহিঃসংযোগপণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তকলকাতাসরোদ

🔥 Trending searches on Wiki বাংলা:

লিঙ্গ উত্থান ত্রুটিবাস্তুতন্ত্রআশারায়ে মুবাশশারাকুষ্টিয়া জেলামার্কিন যুক্তরাষ্ট্রকাঠগোলাপএম. জাহিদ হাসানপ্রাকৃতিক সম্পদহানিফ সংকেতবাংলাদেশজয়া আহসানগর্ভধারণশেখকারাগারের রোজনামচারাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজটাইফয়েড জ্বরদেশ অনুযায়ী ইসলামসাকিব আল হাসানরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামরামকৃষ্ণ পরমহংসক্রিয়েটিনিনমাহরামশিব নারায়ণ দাসছয় দফা আন্দোলনআবদুল মোনেমসুকুমার রায়নাহরাওয়ানের যুদ্ধগায়ত্রী মন্ত্রসতীদাহপানিপথের যুদ্ধদৈনিক প্রথম আলোদীপু মনিভাষাঅক্ষয় তৃতীয়াবাবরমুর্শিদাবাদ জেলাহাদিসআস-সাফাহনেপালযক্ষ্মাকাবাজনি সিন্সহিন্দুধর্মের ইতিহাসব্যক্তিনিষ্ঠতাপ্রথম বিশ্বযুদ্ধমামুনুল হকঢাকা বিশ্ববিদ্যালয়জগদীশ চন্দ্র বসুরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)মুসাফিরের নামাজবিভিন্ন দেশের মুদ্রাতাহসান রহমান খানতামান্না ভাটিয়াইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিরাজা মানসিংহশিবলী সাদিকসিরাজউদ্দৌলাসাধু ভাষারয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুদুধসুভাষচন্দ্র বসুসুফিয়া কামালকাজী নজরুল ইসলাম২০২৪ ইসরায়েলে ইরানি হামলাহস্তমৈথুনের ইতিহাসবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাবীর্যইন্ডিয়ান প্রিমিয়ার লিগপাহাড়পুর বৌদ্ধ বিহারকলকাতাকাঁঠালমহাস্থানগড়মুস্তাফিজুর রহমান২০২৩ ক্রিকেট বিশ্বকাপ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগমৌলিক সংখ্যাএইচআইভিসৌদি রিয়াল🡆 More