নাটোর রাজবাড়ী

নাটোর রাজবাড়ি, বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন।

নাটোর রাজবাড়ী
নাটোর রাজবাড়ী
নাটোর রাজবাড়ী
নাটোর রাজবাড়ী
অবস্থান
অবস্থানবাংলাদেশ নাটোর, বাংলাদেশ
স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ(১৭০৬-১৭১০) ১৮ শতক
অভ্যন্তরীণ৫০.৪২ একর

ইতিহাস

নাটোর রাজবাড়ী 
নাটোর রাজবাড়ী

অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পরগণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রাম জীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রাম জীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে, মতান্তরে ১৭১০ সালে। ১৭৩৪ সালে তিনি মারা যান। ১৭৩০ সালে রাণী ভবানীর সাথে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রাণী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রাণী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল।

রাজবাড়ীর নির্মাণ

বিশাল জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন, রাম জীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝাড়ার বিল ছিল পুঠিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটি রায়তী স্বত্বে পত্তনীর আবেদন করেন। নতুন রাজাকে রাজা দর্পনারায়ণ জমিটি ব্রহ্মোত্তোর দান করেন। রামজীবন বিলে দীঘি, পুকুর ও চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। ১৭০৬-১৭১০ সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন বড়নগরে(মুর্শিদাবাদে) থাকতেন।

রাজবাড়ির বর্ণনা

রাজবাড়ির মোট আয়তন ১২০ একর। ছোট-বড় ৮টি ভবন আছে। ২টি গভীর পুকুর ও ৫টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে দুই স্তরের বেড়চৌকি। পুরো এলাকা ২টি অংশে বিভক্ত – ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হল শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালিবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির।

যুবপার্ক

১৯৮৬ সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুবপার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

চিত্রশালা

নাটোর রাজবাড়ী 
নাটোর রাজবাড়ী

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

নাটোর রাজবাড়ী ইতিহাসনাটোর রাজবাড়ী রাজবাড়ীর নির্মাণনাটোর রাজবাড়ী রাজবাড়ির বর্ণনানাটোর রাজবাড়ী যুবপার্কনাটোর রাজবাড়ী চিত্রশালানাটোর রাজবাড়ী আরও দেখুননাটোর রাজবাড়ী তথ্যসূত্রনাটোর রাজবাড়ীনাটোর সদর উপজেলাবাংলাদেশ

🔥 Trending searches on Wiki বাংলা:

সাইপ্রাসবঙ্গভঙ্গ (১৯০৫)অশোক (সম্রাট)বাংলা টিভি চ্যানেলের তালিকামহাবিশ্বতাশাহহুদলাহোর প্রস্তাবদৈনিক প্রথম আলোদ্বিপদ নামকরণপরিমাপ যন্ত্রের তালিকাহিন্দুধর্মের ইতিহাসবাংলাদেশের বিমানবন্দরের তালিকালোহিত রক্তকণিকাআইনজীবীমার্কিন যুক্তরাষ্ট্রইশার নামাজমমতা বন্দ্যোপাধ্যায়এইচআইভি/এইডসউপসর্গ (ব্যাকরণ)সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক বিচারালয়আগরতলা ষড়যন্ত্র মামলাবাজিজীবনানন্দ দাশনরেন্দ্র মোদীঅণুজীবকৃষ্ণগহ্বরআবদুল হামিদ খান ভাসানীদেলাওয়ার হোসাইন সাঈদীভারতের জাতীয় পতাকাবিবাহশ্রীকৃষ্ণকীর্তনশাকিব খানসেন্ট মার্টিন দ্বীপজবাগীতাঞ্জলিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহপ্রধান পাতাজলাতংকশেখ হাসিনাব্রাজিল জাতীয় ফুটবল দলমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)রেনেসাঁবাংলাদেশ সেনাবাহিনীবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাফরিদপুর জেলাদর্শনইসলাম ও হস্তমৈথুনআব্দুল কাদের জিলানীচড়ক পূজাবাঙালি হিন্দুদের পদবিসমূহসংক্রামক রোগচ সু-হিয়াংকানাডাফুটবলবাংলাদেশের বিভাগসমূহতারেক রহমানজরায়ুরবীন্দ্রনাথ ঠাকুরযুক্তরাজ্যদোলোর ই গ্লোরিয়াইস্তিগফাররমজানআইসোটোপযক্ষ্মাফোরাতবাংলাদেশ ছাত্রলীগদ্রৌপদী মুর্মুজন্ডিসমাদার টেরিজাশাহ জাহানগুপ্ত সাম্রাজ্যইব্রাহিম (নবী)ডিরেক্টরি অব ওপেন অ্যাক্সেস জার্নাল্‌সময়মনসিংহইলমুদ্দিনকুলম্বের সূত্রগ্রহকুরাসাও জাতীয় ফুটবল দল🡆 More