নলিনীকান্ত ভট্টশালী

নলিনীকান্ত ভট্টশালী (জানুয়ারি ২৪, ১৮৮৮ - ফেব্রুয়ারি ৬, ১৯৪৭) একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক এবং পণ্ডিত, যিনি ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা, যা পরবর্তীতে বাংলাদেশ জাতীয় জাদুঘর হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১৯২৫ সালে ঢাকা জাদুঘরের পরিচালক থাকাকালীন সময়ে নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে বিবি মরিয়ম কামান ঢাকার চকবাজার থেকে সরিয়ে সদরঘাটে স্থাপন করা হয়।

নলিনীকান্ত ভট্টশালী
নলিনীকান্ত ভট্টশালী

শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন

নলিনীকান্ত ভট্টশালী ১৮৮৮ সালের ২৪ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার নয়নানন্দ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯১৪ সালে তৎকালীন ঢাকা জাদুঘরের কিউরেটর হিসেবে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৩৩ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগে ১৯২০ সালে ঢাকা জাদুঘর স্থানান্তরিত হয় ঢাকার নিমতলীর বারোদুয়ারিতে।

অবদান

নলিনীকান্ত ভট্টশালী সমগ্র পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গ ঘুরে প্রচুর প্রত্ন-নিদর্শন সংগ্রহ করেন। তিনি মুদ্রাতত্ত্ব, প্রত্নলিপিবিদ্যা এবং মৌর্যগুপ্তবংশের ইতিহাস বিষয়ে গবেষণা করে ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ভারতের ইতিহাস, বিশেষত বাংলার ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে তিনি অনেক বই লিখেছেন।

পুরস্কার

১৯২২ সালে তিনি কয়েনস অ্যান্ড ক্রনোলজি অভ আর্লি ইন্ডিপেন্ডেন্ট সুলতানস অভ বেঙ্গল বইটির জন্য গ্রিফিথ পুরস্কার পান। বইটিতে তিনি রাজা গণেশ সম্বন্ধে অনেক নতুন তথ্য তুলে ধরেন।

মৃত্যু

১৯৪৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা জাদুঘরে কর্মরত অবস্থায় তাঁর প্রয়াণ হয়।

তথ্যসূত্র

Tags:

নলিনীকান্ত ভট্টশালী শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবননলিনীকান্ত ভট্টশালী অবদাননলিনীকান্ত ভট্টশালী পুরস্কারনলিনীকান্ত ভট্টশালী মৃত্যুনলিনীকান্ত ভট্টশালী তথ্যসূত্রনলিনীকান্ত ভট্টশালীজানুয়ারি ২৪ফেব্রুয়ারি ৬বাংলাদেশ জাতীয় জাদুঘরবাঙালিবিবি মরিয়ম কামানসদরঘাট, ঢাকা

🔥 Trending searches on Wiki বাংলা:

জাযাকাল্লাহযুক্তফ্রন্টডাচ-বাংলা ব্যাংক লিমিটেড২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগগ্রামীণ ব্যাংকসুফিবাদউপসর্গ (ব্যাকরণ)অনাভেদী যৌনক্রিয়াপশ্চিমবঙ্গের জেলাবাংলাদেশের রাষ্ট্রপতিক্যান্টনীয় উপভাষাইসরায়েলমুজিবনগর সরকারমাইটোসিসস্বরধ্বনিগর্ভধারণসূরা আর-রাহমানথাইরয়েড হরমোনপায়ুসঙ্গমপুঁজিবাদক্রিকেটসমাজতন্ত্রদোয়াসূরা আরাফস্বাধীনতাবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকামমতা বন্দ্যোপাধ্যায়ইস্তেখারার নামাজশ্রীকৃষ্ণকীর্তনদ্বিঘাত সমীকরণরাগবি ইউনিয়নকক্সবাজারপদার্থের অবস্থাগনোরিয়াভারতের সংবিধানবাংলাদেশ সরকারপ্রতিবেদনশিয়া ইসলামবাংলাদেশ ছাত্রলীগসুইজারল্যান্ডভ্লাদিমির পুতিনমুহাম্মাদের মৃত্যুমোহাম্মদ সাহাবুদ্দিনবিজ্ঞানলোহাহিন্দুধর্মের ইতিহাসবীর শ্রেষ্ঠসামন্ততন্ত্রঘূর্ণিঝড়ফোরাতহার্নিয়ামরক্কো জাতীয় ফুটবল দলসিন্ধু সভ্যতারোমান সাম্রাজ্যজীববৈচিত্র্যমাম্প্‌সকলি যুগইন্দোনেশিয়াদ্বিপদ নামকরণবাস্তব সত্যফিফা বিশ্ব র‌্যাঙ্কিংমহেরা জমিদার বাড়িখুররম জাহ্‌ মুরাদসেজদার আয়াতপিপীলিকা (অনুসন্ধান ইঞ্জিন)পল্লী সঞ্চয় ব্যাংককাবাআফরান নিশোবাঙালি জাতিলালনর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নগ্রিনহাউজ গ্যাসপরিমাপ যন্ত্রের তালিকাআতাশাহ জাহানমিয়োসিসসালেহ আহমদ তাকরীম🡆 More