নগেন শইকীয়া: ভারতীয় লেখক

নগেন শইকীয়া (ইংরেজি: Nagen Saikia; অসমীয়া: নগেন শইকীয়া) অসমের একজন গল্পকার, ঔপন্যাসিক, শিক্ষাবিদ। মিত-ভাষ নামক এক নতুন রচনাশৈলীর মাধ্যমে তিনি অসমীয়া সাহিত্যকে নতুনত্ব প্রদান করেছেন। ১৯৯৭ সনে অসম সাহিত্য সভার বিলাসীপারা অধিবেশন ও ১৯৯৮ সনে হাওরাঘাট অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।।

ডঃ নগেন শইকীয়া
নগেন শইকীয়া: জন্ম, শিক্ষা, বৈবাহিক জীবন
জন্ম১১ ফেব্রুয়ারি, ১৯৩৯
হাতীয়েখোয়া, গোলাঘাট
পেশাঅধ্যাপক, কবি, গল্পকার, ঔপন্যাসিক, সমালোচক
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
শিক্ষাএম.এ, পি.এইচ.ডি
ধরনঅসমীয়া সাহিত্য
উল্লেখযোগ্য রচনাবলিমিত-ভাষ (১৯৯৫)
উল্লেখযোগ্য পুরস্কারঅসম সাহিত্য সভার সভাপতি (১৯৯৭-৯৮),
সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ (১৯৯৭)
দাম্পত্যসঙ্গীলাবণ্য শইকীয়া

জন্ম

১৯৩৯ সনে ১৭ ফেব্রুয়ারি তারিখে অসমের গোলাঘাট জেলার নিকটবর্তী হাতিয়েখোয়া নামক স্থানে নগেন শইকীয়া জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উরারাম শইকীয়া ও মাতার নাম হেমপ্রভা।

শিক্ষা

বরকাঠনি এল.পি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি কাকোডোঙা এম.ই স্কুল ও ঢেকিয়াল হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৯ সনে যোরহাট জগন্নাথ বরুয়া মহাবিদ্যালয় থেকে আই.এ ডিগ্রী লাভ করেন। ১৯৫১ সনে গোলাঘাটের দেবরাজ রয় মহাবিদ্যালয় থেকে বি.এ ও ১৯৫১ সনে এম.এ ডিগ্রী লাভ করেন। ১৯৮১ সনে অসমীয়া সাহিত্য বিষয়ে ডক্টরেট ডিগ্রী করেন।

বৈবাহিক জীবন

১৯৬৫ সনে ১১মে তারিখে লাবণ্য শইকীয়ার সহিত তিনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হন।

কর্মজীবন

হাতীখোয়া ও ঢেকিয়াল হাইস্কুলে শিক্ষকতা করে তিনি প্রথম কর্মজীবনে প্রবেশ করেন। কিছুদিন তিনি অসম বাতরি নামক অসমীয়া খবরের কাগজে সহকারী সম্পাদক রুপে কার্যনির্বাহ করেন। তিনি ডিফু কলেজ, নিউ যোরহাট কলেজ ও দেবীচরন মহাবিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন। ১৯৭২ সনে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগে অধ্যাপক রুপে যোগদান করেন ও ২০০২ সনে উক্ত বিভাগের প্রধ্যাপক (সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়া পদে) অবসর গ্রহণ করেন। ২০০৩ সনে তিনি কয়েকমাসের জন্য নতুন দৈনিক নামক অসমীয়া খবরের কাগজে সম্পাদকরুপে কার্যনির্বাহ করেন। ২০০৪-২০০৬ সন পর্যন্ত আমার অসম নামক দৈনিক অসমীয়া খবরের কাগজের সম্পাদক রুপে কার্যনির্বাহ করেন। ১৯৮৬ সন থেকে ১৯৯২ সন পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।

তথ্যসূত্র

Tags:

নগেন শইকীয়া জন্মনগেন শইকীয়া শিক্ষানগেন শইকীয়া বৈবাহিক জীবননগেন শইকীয়া কর্মজীবননগেন শইকীয়া তথ্যসূত্রনগেন শইকীয়াঅসমঅসম সাহিত্য সভাঅসমীয়া ভাষাইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

সূর্যসোনালী ব্যাংক লিমিটেডঠাকুর অনুকূলচন্দ্ররোমানিয়াশয়তানমুহাম্মাদওমানবাংলাদেশের জনমিতিঅকাল বীর্যপাতনামাজআহ্‌মদীয়াসতীদাহশিবসিফিলিসকোষ নিউক্লিয়াসসিংহবাংলাদেশের প্রধানমন্ত্রীঅ্যালবামপহেলা বৈশাখআবদুর রব সেরনিয়াবাতভারতের রাষ্ট্রপতিজরায়ুভারী ধাতুলাইকিচীনমূলদ সংখ্যাআকাশদক্ষিণ এশিয়াবঙ্গভঙ্গ আন্দোলনজয়নুল আবেদিনডিএনএবেদশশাঙ্কবীর শ্রেষ্ঠরাহুল গান্ধীশিয়া ইসলামমঙ্গল গ্রহহস্তমৈথুনপুরুষাঙ্গের চুল অপসারণবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩আগরতলা ষড়যন্ত্র মামলাসমাসইন্দিরা গান্ধীপর্যায় সারণীসেহরিফেরেশতানামাজের নিয়মাবলীশিক্ষা২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপহামমহাভারতের চরিত্র তালিকাবেলারুশসূরা ফাতিহামুহাম্মদ ইউনূসনালন্দাকুরাকাওভারতের ইতিহাসহাইড্রোজেনসূরা কাওসারব্রাজিলসমাজতন্ত্রইসলামে বিবাহতাল (সঙ্গীত)ন্যাটোপ্রথম উসমানগাঁজা (মাদক)সুবহানাল্লাহপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাযিনামহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাসুইজারল্যান্ডজাপানকালীমিয়া খলিফাপরিমাপ যন্ত্রের তালিকানেপালস্বরধ্বনি🡆 More