তৃতীয় বিগ্রহপাল

তৃতীয় বিগ্রহপাল(১০৫৫ - ১০৭০ খ্রিস্টাব্দ) ছিলেন বাংলার পাল সাম্রাজ্যের নয়পালের উত্তরসূরি এবং দ্বাদশতম পাল রাজা হিসেবে তিনি ১৫ বছর রাজত্ব করেন। তাঁর পরবর্তী পাল রাজা ছিলেন দ্বিতীয় মহীপাল।

তৃতীয় বিগ্রহপাল
পাল সাম্রাজ্য
রাজত্ব১০৫৫–১০৭০
পূর্বসূরিন্যায়পাল
উত্তরসূরিদ্বিতীয় মাহিপাল
দাম্পত্য সঙ্গীইয়ুভানস
রাষ্ট্রকূটের রাজকন্যা
বংশধরপ্রহাসিতারাজা
দ্বিতীয় মহিপাল
দ্বিতীয় শুরাপাল
রামপাল
পিতানয়পালা
ধর্মবৌদ্ধধর্ম

তৃতীয় বিগ্রহপালের রাজত্বকালে কালচুরি রাজা কর্ণ আবারও বাংলা আক্রমণ করলেও পরাজিত হন। এই যুদ্ধ একটি শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয় এবং তৃতীয় বিগ্রহপাল কর্ণের কন্যা যৌবনশ্রীকে বিবাহ করেন। তৃতীয় বিগ্রহপাল পরে আক্রমণকারী চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের কাছে পরাজিত হন। বিক্রমাদিত্য ষষ্ঠের আক্রমণে দক্ষিণ ভারত থেকে বাংলায় বেশ কিছু সৈন্যকে দেখা যায়, যা পরবর্তীকালে বাংলায় সেন রাজবংশের উত্থান ঘটায়। বিগ্রহপাল তৃতীয় উড়িষ্যার সোমবংশী রাজা মহাশিবগুপ্ত ইয়াতির নেতৃত্বে আরেকটি আক্রমণের সম্মুখীন হন। পরবর্তীকালে, একের পর এক আক্রমণ পালদের ক্ষমতাকে ভীষণভাবে খর্ব করে। বর্মণরা তার রাজত্বকালে পূর্ব বাংলা দখল করে। উদীয়মান সেন রাজবংশ রাঢ় অঞ্চলকে পালদের কাছ থেকে ছিনিয়ে নেয়, এই অঞ্চলে তাদের ক্ষমতার পতন শুরু করে।

তিনি ১০৭০ সালে দ্বিতীয় মহীপাল থেকে শুরু করে তার তিন পুত্রের দ্বারা দ্রুত উত্তরাধিকারী হন। বনগাঁ তাম্রশাসন দ্বারা প্রহসীতারাজ নামে আরেকটি পুত্রের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছিল। যদিও এই রাজপুত্র সিংহাসনে আরোহণ করেননি, তিনি তার পিতার শাসনামলে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

দ্বিতীয় মহীপালনয়পাল (পাল সম্রাট)পাল সাম্রাজ্যবঙ্গ

🔥 Trending searches on Wiki বাংলা:

বসন্তবন্ধুত্বশিল্প বিপ্লবকোকা-কোলাবিপাশা বসুমুহাম্মদ ইউনূসস্বরধ্বনিকলমবিতর নামাজমৌলিক পদার্থআনন্দবাজার পত্রিকাতরমুজসুফিয়া কামালসূরা কাহফযকৃৎদৈনিক প্রথম আলোমালয়েশিয়াকুরআনের ইতিহাসপ্রাণ-আরএফএল গ্রুপআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসউমাইয়া খিলাফতপৃথিবীর বায়ুমণ্ডলপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা২০১৮–১৯ লা লিগাকোস্টা রিকা জাতীয় ফুটবল দলবাংলাদেশ নৌবাহিনীসোনাইসলাম ও হস্তমৈথুনঅভিষেক শর্মা (পাঞ্জাবের ক্রিকেটার)ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবপ্রধান পাতাজনি সিন্সভারতের নির্বাচন কমিশননাটকশামসুর রাহমানমেটা প্ল্যাটফর্মসমিশরবিশ্ব ব্যাংককোটিসিকিমরঙের তালিকাযাকাতের নিসাববাংলাদেশ সেনাবাহিনীর পদবিপ্রেমএম এ ওয়াজেদ মিয়াচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডদাজ্জালশবে কদরমুহাম্মাদের সন্তানগণ২০২৩ ক্রিকেট বিশ্বকাপজান্নাতমার্চসংস্কৃতিখুলনাকৃষ্ণচন্দ্র রায়রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামস্পিন (পদার্থবিজ্ঞান)বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়এইচআইভি/এইডসগুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২আকিজ গ্রুপহরে কৃষ্ণ (মন্ত্র)বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪নামদিনাজপুর জেলাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধস্টকহোমব্যাংকজেলেসিফিলিসহুমায়ূন আহমেদময়মনসিংহ বিভাগসৈয়দ মুজতবা আলীবিশ্ব দিবস তালিকামাদার টেরিজাবদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের তালিকাস্মার্ট বাংলাদেশ🡆 More