নেপাল গ্রাম উন্নয়ন সমিতি

গ্রাম উন্নয়ন সমিতি বা গ্রাম বিকাশ সমিতি (নেপালি: गाउँ विकास समिति, প্রতিবর্ণী. গাওঁ বিকাশ সমিতি) নেপালের স্থানীয় বিকাশ মন্ত্রণালয়ের সর্বনিম্ন প্রশাসনিক স্তর। প্রতিটি জেলায় একাধিক গ্রাম উন্নয়ন সমিতি ছিল, যা ছিল পৌরসভার অনুরূপ কিন্তু জনসাধারণ-সরকারী যোগাযোগ ও প্রশাসন পৌরসভা থেকে কিছুটা বৃহত্তর ছিল। নেপালে ৩,১৫৭টি গ্রাম উন্নয়ন সমিতি ছিল। প্রতিটি গ্রাম উন্নয়ন সমিতি জেলার জনসংখ্যার উপর নির্ভর করে একাধিক (গড়ে নয়টি) ওয়ার্ডে (নেপালি: वडा) বিভক্ত ছিল।

নেপাল গ্রাম উন্নয়ন সমিতি

উদ্দেশ্য

গ্রাম উন্নয়ন সমিতি গঠনের উদ্দেশ্য ছিল:

  • স্থানীয় পর্যায়ে কাঠামোগত ভাবে গ্রামের মানুষদের সংগঠিত করা হয় ।
  • উন্নয়নের নিয়ন্ত্রণ ও দায়িত্ব পালনের জন্য সম্প্রদায় এবং সরকারি খাতের মধ্যে একটি অংশীদারত্ব তৈরি করা হয় ।
  • রাষ্ট্রীয় তহবিলের যথাযথ ব্যবহার ও বিতরণ নিশ্চিত করা হয় ।
  • সরকারী কর্মকর্তা, বা কোনো এনজিও এবং এজেন্সি গুলির মধ্যে অধিকতর যোগাযোগ স্থাপন নিশ্চিত করা হয় ।

বিলুপ্তি

১০ মার্চ ২০১৭ সালে গ্রাম উন্নয়ন সমিতি ব্যবস্থা বিলুপ্তি করা হয় ও এর পরিবর্তে গাওঁ পালিকা চালু করা হয়। এর আগে ১৯৯০ সালে পঞ্চায়েত ব্যবস্থা বাতিল করা হয়েছিল ও তার বদলে গ্রাম উন্নয়ন সমিতি চালু করা হয়েছিল।

তথ্যসূত্র

Tags:

নেপালি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

লক্ষ্মীপুর জেলাচট্টগ্রাম জেলাপ্রথম বিশ্বযুদ্ধঈদুল আযহাদৈনিক যুগান্তরবাইতুল হিকমাহবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহজোট-নিরপেক্ষ আন্দোলনরবীন্দ্রসঙ্গীতদারাজপুলিশহীরক রাজার দেশেঅশ্বত্থফুলচিয়া বীজপাবনা জেলারানা প্লাজা ধসবাংলাদেশের বিভাগসমূহআইজাক নিউটনজাতীয় স্মৃতিসৌধযাকাতশ্রীলঙ্কাউপসর্গ (ব্যাকরণ)ভারতের রাষ্ট্রপতিদি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশমুর্শিদাবাদ জেলাযতিচিহ্নবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাআহসান মঞ্জিলশিল্প বিপ্লবশাবনূরআশালতা সেনগুপ্ত (প্রমিলা)দেব (অভিনেতা)জনি সিন্সইব্রাহিম (নবী)কামরুল হাসানএ. পি. জে. আবদুল কালামশিবা শানুসালমান বিন আবদুল আজিজসুকান্ত ভট্টাচার্যদিল্লী সালতানাতকম্পিউটারজলবায়ুচর্যাপদআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাসাতই মার্চের ভাষণমঙ্গল গ্রহদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাখুলনারামপ্রসাদ সেনথ্যালাসেমিয়াকিশোর কুমারবাংলাদেশের প্রধান বিচারপতিদের তালিকাজান্নাতুল ফেরদৌস পিয়াজহির রায়হানসমাজবিজ্ঞানমুদ্রাজয়নুল আবেদিনলালবাগের কেল্লাধর্মবাংলা ভাষাপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪কাঁঠালঢাকা জেলালোকনাথ ব্রহ্মচারীসুদীপ মুখোপাধ্যায়জি২০বিদ্রোহী (কবিতা)লিওনেল মেসিইসলামের ইতিহাসআমার দেখা নয়াচীনপ্রাকৃতিক সম্পদআরব লিগআবদুল মোনেমভারতের প্রধানমন্ত্রীদের তালিকাপর্নোগ্রাফিপ্যারাচৌম্বক পদার্থপুরুষে পুরুষে যৌনতা🡆 More