গগন হরকরা

গগন হরকরা বা গগন চন্দ্র দাস বাংলা লোকসঙ্গীতশিল্পী, সঙ্গীত রচয়িতা ও বিশিষ্ট বাউল গীতিকার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা-এর সুর রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করেছিলেন গগন হরকরার রচিত একটি গানের সুর হতে। জন্ম অধুনা বাংলাদেশের শিলাইদহের নিকটস্থ আড়পাড়া গ্রামে। পেশা ছিল শিলাইদহ ডাকঘরে চিঠি বিলি করা। রবীন্দ্রনাথের সঙ্গে তার বিশেষ অন্তরঙ্গতা ছিল এবং প্রায়ই দুজনে রসালাপ ও সঙ্গীত চর্চা করতেন। রবীন্দ্রনাথ তার গুণমুগ্ধ ছিলেন। রবীন্দ্রনাথের যে তোমায় ছাড়ে ছাড়ুক ও আমার সোনার বাংলা গান দুটি, গগন হরকরার যথাক্রমে ও মন অসাড় মায়ায় ভুলে রবে ও আমি কোথায় পাব তারে গান দুটির সুর ভেঙে রচিত হয়।

গগন হরকরা
জন্মআনুমানিক ১৮৪৫
কসবা গোবরখালী, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া (বর্তমান বাংলাদেশ বাংলাদেশ)
মৃত্যুআনুমানিক ১৯১০ (আনুমানিক ৬৫ বছর)
পেশাকবিয়াল, গীতিকার, ডাক হরকরা, কৃষক,
উল্লেখযোগ্য কর্ম
"আমি কোথায় পাবো তারে", "ও মন অসাড় মায়ায় ভুলে রবে"

জীবন

গগন হরকরা আনুমানিক ১৮৪৫ খ্রিঃ শিলাইদহের কসবা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা-মাতা সম্বন্ধে তেমন কোন তথ্য জানা সম্ভব হয়নি তবে তার একটি ছেলের নাম কিরণ চন্দ্র ছিল বলে জানা যায়।

পেশা

গগন প্রথমে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন পাশাপাশি তৎকালীন শিলাইদহের ডাক ঘরের ডাক হরকরা’র চাকরি করতেন।

সৃষ্টিকর্ম

ও মন অসাড় মায়ায় ভুলে রবে, আমি কোথায় পাব তারে

লালন ও রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ

গগন কার কাছ থেকে গানের দীক্ষা নিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি, তবে গগন লালনের গানের খুব ভক্ত ছিলেন। লালনও গগনের গান এবং গগনের সান্নিধ্য খুব পছন্দ করতেন। গগনের গানের খুব ভক্ত ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গগনের কাছে গগন ও লালনের গান শুনতেন। গগনের গান আমি কোথায় পাব তারের সুরে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এর জাতীয় সংগীত লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি গগন হরকরার জীবন থেকে প্রভাবিত হয়ে লিখেছিলেন নাটকের গগেন্দ্রনাথ ঠাকুর চরিত্রটি তা প্রমাণ করে।

তথ্যসূত্র

    গ্রন্থ
  • ঠাকুর, রবীন্দ্রনাথ (সম্পাদক)। প্রবাসী (হারামনি)। বৈশাখ ১৩২২।
  • দেবী, সরলা (সম্পাদক)। ভারতী (হারামনি)। ভাদ্র ১৩০২।

বহিঃসংযোগ

Tags:

গগন হরকরা জীবনগগন হরকরা পেশাগগন হরকরা সৃষ্টিকর্মগগন হরকরা লালন ও রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎগগন হরকরা তথ্যসূত্রগগন হরকরা বহিঃসংযোগগগন হরকরাআমার সোনার বাংলাআমি কোথায় পাব তারেজাতীয় সঙ্গীতবাংলাদেশবাউল গানযে তোমায় ছাড়ে ছাড়ুকরবীন্দ্রনাথ ঠাকুর

🔥 Trending searches on Wiki বাংলা:

হরমোনআনারসআকিজ গ্রুপবিরসা দাশগুপ্তকোষ বিভাজনবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাইউএস-বাংলা এয়ারলাইন্সপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমব্রাজিলবাঁশপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪জয় চৌধুরীউত্তম কুমারপাল সাম্রাজ্যপ্রাণ-আরএফএল গ্রুপতুরস্কদুধঋতুচট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রচাঁদপুর জেলাব্যক্তিনিষ্ঠতাতাপমাত্রাশুক্রাণুবাংলাদেশ ব্যাংকআফগানিস্তানমুহাম্মাদলিঙ্গ উত্থান ত্রুটিওয়ার্ল্ড ওয়াইড ওয়েববাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বৈষ্ণব পদাবলিপশ্চিমবঙ্গের জেলামিঠুন চক্রবর্তীতুলসীবৃত্তচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ইসলামে যৌনতাযৌনসঙ্গমখাদ্যরামকৃষ্ণ পরমহংসমিজানুর রহমান আজহারীযোনি পিচ্ছিলকারকপহেলা বৈশাখআয়াতুল কুরসিচাঁদদেশ অনুযায়ী ইসলামইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)মাহরামবাগদাদআগরতলা ষড়যন্ত্র মামলানকশীকাঁথা এক্সপ্রেসকুয়েতবাংলাদেশের প্রধান বিচারপতিতেভাগা আন্দোলনআন্তর্জাতিক মুদ্রা তহবিলমৃত্যু পরবর্তী জীবন২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগমহিবুল হাসান চৌধুরী নওফেলবাংলাদেশের জেলাসমূহের তালিকাঢাকা জেলাদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)নাটকইসরায়েল–হামাস যুদ্ধগঙ্গা নদীহানিফ সংকেতঐশ্বর্যা রাইবাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনাইউক্রেনআল মনসুরমুদ্রাজেরুসালেমব্যাকটেরিয়াভারতীয় জনতা পার্টিলোকসভাঢাকা বিভাগহস্তমৈথুনের ইতিহাসসতীদাহ🡆 More