খাজা আহসানুল্লাহ

নবাব খাজা আহসানুল্লাহ (১৮৪৬-১৯০১) খান বাহাদুর কেসিআইই ব্রিটিশ ভারতের ঢাকার নবাব ছিলেন। তিনি একজন বিখ্যাত উর্দূ সাহিত্যিক ও ছিলেন। ১৮৭১ সালে খান বাহাদুর, ১৮৭৫ সালে নওয়াব, ১৮৯১ সালে সিআইই, ১৮৯২ সালে নওয়াব বাহাদুর ও ১৮৯৭ খ্রিষ্টাব্দে কেসিআইই উপাধি লাভ করেন। তিনি ১৮৯০ খ্রিষ্টাব্দে প্রথমবার এবং ১৮৯৯ খ্রিষ্টাব্দে দ্বিতীয়বার ব্রিটিশ বড়লাটের আইনসভার সদস্য মনোনীত হয়েছিলেন। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি মুসলিম রাজনৈতিক ধারার সমর্থক ও পৃষ্ঠপোষক ছিলেন।

নবাব খাজা আহসানুল্লাহ
খাজা আহসানুল্লাহ
নবাব খাজা আহসানুল্লাহ খান বাহাদুর KCIE
রাজত্ব১৮৯৬-১৯০১
পূর্বসূরিনবাব খাজা আব্দুল গণি
উত্তরসূরিনবাব খাজা সলিমুল্লাহ
জন্ম(১৮৪৬-০৮-২২)২২ আগস্ট ১৮৪৬
ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১৬ ডিসেম্বর ১৯০১(1901-12-16) (বয়স ৫৫)
ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
সমাধি
বেগম বাজার, ঢাকা
বংশধরখাজা সলিমুল্লাহ, খাজা আতিকুল্লাহ, মেহেরবানু খানম, বিলকিস বানু
প্রাসাদঢাকা নবাব পরিবার
পিতানবাব খাজা আব্দুল গণি
মাতাইসমতুন্নেসা

বাল্যকাল

তিনি ১৮৪৬ খ্রিষ্টাব্দের ২২শে ডিসেম্বর নবাব খাজা আব্দুল গণির ঔরসে মাতা ইসমতুন্নেসার গর্ভে জন্মলাভ করেন। শৈশবে তিনি মাতৃভাষা বাংলা ছাড়াও আরবি, উর্দূফার্সি ভাষা শিক্ষালাভ করেন। তিনি বাল্যকালেই কোরআনহাফেজ হন। ২২বছর বয়সে তিনি তার পারিবারিক সম্পত্তির দায়িত্বভার গ্রহণ করেন।

দানবীর নবাব

নওয়াব খাজা আহসানুল্লাহ একজন দানবীর ছিলেন। হিসাব করা হয়েছে যে, তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অন্তত: ৫০ লক্ষাধিক টাকা দান করেছিলেন। যেমন, ঢাকার হোসেনী দালান পুনর্নির্মাণে এক লক্ষ টাকা, ঢাকার প্লেগ মহামারী নিবারণে এক লক্ষ টাকা (১৮৯৮খ্রি:), কুমিল্লা শহর উন্নয়নে (১৮৯৮) ৮০ হাজার টাকা, বড়লাটের দুর্ভিক্ষ তহবিলে ৫০ হাজার টাকা, মিটফোর্ড হাসপাতালে বিভিন্ন সময়ে দান প্রায় এক লক্ষ টাকা, ঢাকায় লেডি ডাফরিন মহিলা হাসপাতাল নির্মাণে (১৮৮৮ খ্রি:) ৫০ হাজার টাকা ইত্যাদি। প্রতি বছর ৩০-৪০ জন দরিদ্র মুসলমানকে হজে যাওয়ার প্রয়োজনীয় ব্যয় তিনি বহন করতেন। এছাড়া মক্কায় নহরে জুবায়দা নামে খাল সংস্কারে তিনি ৬০ হাজার টাকা দান করেছিলেন । তিনি ঢাকার সার্ভে স্কুলটিকে ইঞ্জিনিয়ারিং স্কুলে (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে এক লক্ষ ১২ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জীবদ্দশায় তা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর তার পুত্র নওয়াব সলিমুল্লাহ ১৯০২ খ্রিষ্টাব্দে এই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন।

সামাজিক অবদান

১৯০১ খ্রিষ্টাব্দের ৭ ডিসেম্বর তারিখে ঢাকা শহরে প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। কেবল তাই নয় এই পরিকল্পনার বাস্তবায়নের স্বার্থে তিনি সাড়ে চার লক্ষ টাকা দান করেছিলেন। তিনি ১৮৯৯ সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতা দিয়েছেন। কলকাতার সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন ও এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন। ঢাকায় তিনি মোহামেডান লিটারারি সোসাইটির শাখা প্রতিষ্ঠা করেন। তারই নির্দেশনায় ঢাকা থেকে ১৮৮৪ খ্রিষ্টাব্দে আহসানুল কাসাস নামে একটি উর্দু পত্রিকা প্রকাশিত হতো।

সাহিত্য-সংস্কৃতি

খাজা আহসানুল্লাহ একাধারে গীতিকার, নাট্যকার ও কণ্ঠশিল্পী ছিলেন। তিনি বেশ কিছু ঠুমরী ঢংয়ের গীত রচনা করেন। তার রচিত উর্দু নাটকগুলো নওয়াববাড়িতে মঞ্চস্থ হতো। তিনি উর্দু ও ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। তিনি "শাহীন" (যার অর্থ রাজপাখী) এই কাব্যনাম ধারণ করেছিলেন। কুল্লিয়াতে শাহীন নামে তার উর্দু-ফার্সি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তার নির্দেশনায় ঢাকা থেকে ১৮৮৪ সালের আহসানুল কাসাস নামে উর্দু পত্রিকা প্রকাশিত হয়। তিনি নিয়মিত রোজনামচা লিখতেন। তার লেখা তারিখে খান্দানে কাশ্মীরিয়াহ (কাশ্মীরি বংশের ইতিহাস) নামক (অপ্রকাশিত) একটি গ্রন্থের পাণ্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে। শৌখিন ফটোগ্রাফার হিসেবে কলকাতার ফটোগ্রাফি সোসাইটির সদস্য হয়েছিলেন।

মৃত্যু

তিনি ১৯০১ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বেগমবাজারে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার নামে পুরান ঢাকার একটি রাস্তা, বিখ্যাত আহসান মঞ্জিল এবং বুয়েটে একটি ছাত্রবাস (হল) রয়েছে।

তথ্যসূত্র

  • Buckland, C.E. (১৯০২), Bengal Under the Lieutenant-Governors; Being a Narrative of the Principal Events and Public Measures During Their Periods of Office, From 1854 to 1898., Kedarnath Bose .
খাজা আহসানুল্লাহ
পূর্বসূরী
নবাব স্যার খাজা আবদুল গনি মিয়া
ঢাকার নবাব
১৮৯৬–১৯০১
উত্তরসূরী
নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর

বহিঃসংযোগ

Tags:

খাজা আহসানুল্লাহ বাল্যকালখাজা আহসানুল্লাহ দানবীর নবাবখাজা আহসানুল্লাহ সামাজিক অবদানখাজা আহসানুল্লাহ সাহিত্য-সংস্কৃতিখাজা আহসানুল্লাহ মৃত্যুখাজা আহসানুল্লাহ তথ্যসূত্রখাজা আহসানুল্লাহ বহিঃসংযোগখাজা আহসানুল্লাহউর্দূঢাকানবাবব্রিটিশ ভারত

🔥 Trending searches on Wiki বাংলা:

বিবাহদশাবতারক্ষুদিরাম বসুউসমানীয় সাম্রাজ্যআফ্রিকাসূরা আল-ইমরানবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়মানুষসূরা ইখলাসনারী ক্ষমতায়নবিতর নামাজময়ূরবুরহান ওয়ানিকার্বন ডাই অক্সাইডদক্ষিণ চব্বিশ পরগনা জেলাইন্দোনেশিয়াসূরা কাফিরুনম্যানুয়েল ফেরারামাইকেল মধুসূদন দত্তচাঁদপুর জেলাজননীতিবাংলাদেশের নদীর তালিকাকালেমাপায়ুসঙ্গমবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাহিন্দুধর্মবঙ্গভঙ্গ (১৯০৫)মারবার্গ ফাইলসিলেটআসমানী কিতাব৮৭১যুক্তফ্রন্টআমজাতীয় সংসদবঙ্গবন্ধু-১বাংলাদেশী টাকাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়শাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাইন্ডিয়ান প্রিমিয়ার লিগতাল (সঙ্গীত)পরিমাপ যন্ত্রের তালিকামক্কাভারতের রাষ্ট্রপতিদের তালিকাডেভিড অ্যালেন২০২৬ ফিফা বিশ্বকাপআন্তর্জাতিক মাতৃভাষা দিবসগ্রিনহাউজ গ্যাসরামায়ণজাতীয় স্মৃতিসৌধমহাসাগরকম্পিউটার কিবোর্ডহেপাটাইটিস বিমেসোপটেমিয়াক্যান্টনীয় উপভাষাবাংলা স্বরবর্ণসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাযৌনসঙ্গমভারতের ইতিহাসসংস্কৃত ভাষাতারাআমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানজেলা প্রশাসকভারতের জাতীয় পতাকাসিরাজগঞ্জ জেলারক্তশূন্যতানিরাপদ যৌনতারামহনুমান চালিশাভারতীয় জাতীয় কংগ্রেসসংযুক্ত আরব আমিরাতনৈশকালীন নির্গমনসূরা নাসরখেজুরমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাচীনজওহরলাল নেহেরুসূর্য🡆 More