কোচবিহার স্টেট রেলওয়ে

কোচবিহার স্টেট রেলওয়ে ছিল অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার একটি ২ ফুট ৬ ইঞ্চি (৭৬২ মিলিমিটার) ন্যারোগেজ রেল। ১৮৯৪ সালে পূর্ব হিমালয় পাদদেশে এই রেল চালু হয়েছিল। ১৯১০ সালে এটি ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) মিটারগেজে রূপান্তরিত হয়।

কোচবিহার স্টেট রেলওয়ে
শিল্পরেলপথ
প্রতিষ্ঠাকাল১৮৯৪
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
কোচবিহার রাজ্য
পরিষেবাসমূহরেল পরিবহণ

ইতিহাস

১৮৯৩-৯৮ সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহার স্টেট রেলওয়ে চালু করেন।

ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ১৮৯১-৯২ সালে স্থির হয়েছিল যে কোচবিহার শহরের বিপরীত দিকে তোর্সা নদীর দক্ষিণ তীর থেকে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের গীতলদহ পর্যন্ত একটি ২ ফুট ৬ ইঞ্চি (৭৬২ মিলিমিটার) দীর্ঘ ন্যারোগেজ রেলপথ নির্মিত হবে যা ধুবড়ি (অধুনা অসম রাজ্যে) স্টেশনকে লালমনিরহাট (অধুনা বাংলাদেশ রাষ্ট্রে) স্টেশনের সঙ্গে যুক্ত করবে। এই লাইন নির্মিত হওয়ার সময় এর স্টেশনগুলি ছিল: তোর্সা, দেওয়ানহাট, চওড়াহাট, গীতলদহ ও গীতলদহ ঘাট। ১৮৯৩ সালের ১৫ সেপ্টেম্বর এই লাইন মালপত্র পরিবহন এবং ১৮৯৪ সালের ১ মার্চ এটি যাত্রী পরিবহনের জন্য খুলে দেওয়া হয়।

তোর্সা নদীর উপর একটি সেতু নির্মিত হলে এই রেলপথের সঙ্গে কোচবিহার শহরটি যুক্ত হয়। পরে এই লাইনটি ভারত-ভুটান সীমান্তের নিকটবর্তী আলিপুরদুয়ার, বক্সাজয়ন্তীর সঙ্গে যুক্ত হয়। ১৯০১ সালে মোট ৫৩.৫ মাইল দীর্ঘ রেলপথটি চালু হয়। ১৯১০ সালে এটিকে ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি) দীর্ঘ মিটারগেজ লাইনে রূপান্তরিত করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এই রেলপথটি পরিচালনা করত। ১৯৩২ সালের হিসেব অনুসারে, এই রেলপথে সকালে ও সন্ধ্যায় মোট দুটি ট্রেন চলত। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে এই রেলপথটিকে ভারতীয় রেলের উত্তরপূর্ব রেল ক্ষেত্রের (অধুনা উত্তরপূর্ব সীমান্ত রেল) অধিভুক্ত করে নেওয়া হয়।

পাদটীকা

টেমপ্লেট:Railway lines in Eastern India

Tags:

আলিপুরদুয়ার জেলাকোচবিহার জেলাপশ্চিমবঙ্গভারত

🔥 Trending searches on Wiki বাংলা:

ইমাম বুখারীবাংলা লিপিষাট গম্বুজ মসজিদবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাগঙ্গা নদীসূরা বাকারাভারতের সংবিধান১ (সংখ্যা)মাযহাবআবু বকরআফ্রিকাযকৃৎবিটিএসব্র্যাকমির্জা ফখরুল ইসলাম আলমগীরনাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯উসমানীয় উজিরে আজমদের তালিকাফ্রান্সিস স্কট কী সেতু (বাল্টিমোর)বসন্ত উৎসবশবনম বুবলিশরৎচন্দ্র চট্টোপাধ্যায়খালিদ বিন ওয়ালিদমাদার টেরিজাবিশ্ব থিয়েটার দিবসজীবনানন্দ দাশতাশাহহুদবাংলাদেশের রাষ্ট্রপতিভারত বিভাজনস্টকহোমফিলিস্তিননওগাঁ জেলাবাংলাদেশের প্রধানমন্ত্রীদুবাইশাহ জাহানসূরা ক্বদরবন্ধুত্বফুলসিলেট বিভাগময়মনসিংহফরাসি বিপ্লবের কারণবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাজিয়াউর রহমানমুহাম্মাদটাঙ্গাইল জেলাবুধ গ্রহফিতরাভগবদ্গীতাচাকমাট্রাভিস হেডপ্রাকৃতিক পরিবেশব্রহ্মপুত্র নদবলতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়বাংলাদেশ নৌবাহিনীখাদিজা বিনতে খুওয়াইলিদপ্রিয়তমারাধাকুরআনের ইতিহাসক্যান্সারহিন্দি ভাষালুয়ান্ডাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবাংলাদেশের শিক্ষামন্ত্রীএইচআইভিভারতীয় জাতীয় কংগ্রেসতথ্যহরপ্পালোকসভাফজরের নামাজযৌনসঙ্গমহায়দ্রাবাদ রাজ্যভারতখালেদা জিয়াজয়নুল আবেদিনমীর মশাররফ হোসেনবিমল করবিদায় হজ্জের ভাষণতাহাজ্জুদ🡆 More