এরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস

এরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস (স্পেনীয়: Alexis Vega; জন্ম: ২৫ নভেম্বর ১৯৯৭; এরনেস্তো ভেগা নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকোর পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লিগা এমএক্সের ক্লাব গুয়াদালাহারা এবং মেক্সিকো জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

এরনেস্তো ভেগা
এরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস
২০২২ ফিফা বিশ্বকাপে মেক্সিকোর হয়ে এরনেস্তো ভেগা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস
জন্ম (1997-11-25) ২৫ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান মেক্সিকো সিটি, মেক্সিকো
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
গুয়াদালাহারা
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
তোলুকা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৮ তোলুকা ৫৮ (১২)
২০১৯– গুয়াদালাহারা ৭২ (১৩)
জাতীয় দল
২০২০–২০২১ মেক্সিকো অনূর্ধ্ব-২৩ ১৪ (৪)
২০১৯– মেক্সিকো (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১৯, ৬ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১৯, ৬ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০২০ সালে, ভেগা মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মেক্সিকোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এরপূর্বে ২০১৯ সালে তিনি মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মেক্সিকোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি মেক্সিকোর হয়ে ২০১৯ কনকাকাফ গোল্ড কাপে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি হেরার্দো মার্তিনোর অধীনে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জয়লাভ করেছেন।

ব্যক্তিগতভাবে, ভেগা বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০২০ কনকাকাফ পুরুষদের অলিম্পিক প্রতিযোগিতা বাছাইপর্বের গোল্ডেন বল পুরস্কার এবং সেরা একাদশে অন্তর্ভুক্তি অন্যতম। দলগতভাবে, ভেগা এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি মেক্সিকোর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

এরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস ১৯৯৭ সালের ২৫শে নভেম্বর তারিখে মেক্সিকোর মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

ভেগা জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

এরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস প্রারম্ভিক জীবনএরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস আন্তর্জাতিক ফুটবলএরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস তথ্যসূত্রএরনেস্তো আলেক্সিস ভেগা রোহাস বহিঃসংযোগএরনেস্তো আলেক্সিস ভেগা রোহাসআক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল)কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড়ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়ফুটবল খেলোয়াড়মেক্সিকো জাতীয় ফুটবল দললিগা এমএক্সস্পেনীয় ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

অক্সিজেনঋতুধাননিউটনের গতিসূত্রসমূহনারায়ণগঞ্জ জেলাদক্ষিণ কোরিয়াআইজাক নিউটনআহ্‌মদীয়াঢাকা বিশ্ববিদ্যালয়ভাষাসুন্দরবনপরীমনিমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনবাঙালি হিন্দু বিবাহরাবণক্ষুদিরাম বসুশীতলাতায়াম্মুমআনন্দবাজার পত্রিকাসাঁওতালসহীহ বুখারীবাংলাদেশের বিভাগসমূহ২০২২ ফিফা বিশ্বকাপজবাহস্তমৈথুনের ইতিহাসআংকর বাটমঙ্গল গ্রহদ্রৌপদী মুর্মুইফতারমরক্কোনারায়ণগঞ্জবাংলাদেশ সেনাবাহিনীর পদবিগোত্র (হিন্দুধর্ম)আব্দুল কাদের জিলানীমিয়া খলিফামরক্কো জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডতাজমহলকুরআনবাংলাদেশের জেলাশিবাজীদোয়াসিফিলিসসাইপ্রাসকাজী নজরুল ইসলামগর্ভধারণভগবদ্গীতাইসরায়েল২৯ মার্চসূরা আর-রাহমানডিরেক্টরি অব ওপেন অ্যাক্সেস জার্নাল্‌সশুক্রাণুছয় দফা আন্দোলনটেনিস বলমাহরামত্রিভুজগেরিনা ফ্রি ফায়ারতক্ষকআব্দুল হামিদজাতীয় সংসদম্যানুয়েল ফেরারাপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষক্যান্সারজাহাঙ্গীরভাইরাসবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়আবহাওয়াউমর ইবনুল খাত্তাবফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাস্ক্যাবিসসূরা ইখলাসফরিদপুর জেলামিজানুর রহমান আজহারীষাট গম্বুজ মসজিদঅযুইস্তেখারার নামাজ🡆 More