আবদুল মমিন চৌধুরী

আবদুল মমিন চৌধুরী (২২ জানুয়ারি ১৯৪০ - ৯ ফেব্রুয়ারি ২০২৪) একজন বাংলাদেশী ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড.
আবদুল মমিন চৌধুরী
আবদুল মমিন চৌধুরী
উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০০১ – ২০০৩
পূর্বসূরীদুর্গাদাস ভট্টাচার্য
উত্তরসূরীআফতাব আহমাদ
উপাচার্য
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০০৩ – ২০০৫
সভাপতি
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
কাজের মেয়াদ
২০০০ – ২০০৩
পূর্বসূরীএম হারুন-উর-রশিদ
উত্তরসূরীএমাজউদ্দিন আহমদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪০-০১-২২)২২ জানুয়ারি ১৯৪০
মৃত্যু৯ ফেব্রুয়ারি ২০২৪(2024-02-09) (বয়স ৮৪)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
লন্ডন বিশ্ববিদ্যালয়
পেশাইতিহাসবিদ, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যলয় প্রশাসক

প্রাথমিক জীবন এবং শিক্ষা

মমিন চৌধুরী ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল ওয়াদুদ চৌধুরী এবং মাতা শিরিন বেগম। তিনি ১৯৫৪ সালে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯৫৬ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৫৯ সালে বি.এ. (অনার্স) এবং ১৯৬০ সালে এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে ১৯৬৫ সালে পিএইচ.ডি. ডিগ্রি অর্জনের পাশাপাশি ১৯৭৫-৭৬ সালে কমনওয়েলথ ফেলোশিপ নিয়ে পোস্ট-ডকটোরাল গবেষণাও সম্পন্ন করেন। ২০১৩-১৪ সালে অধ্যাপক চৌধুরী সিনিয়র ফুলব্রাইট ফেলো হিসেবে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভিজিটিং স্কলার হিসেবে গবেষণা করেন।

কর্মজীবন

আবদুল মমিন চৌধুরী ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে টিচিং ফেলো হিসেবে যোগদান করেন ও পরবর্তী বছর প্রভাষক পদে উন্নীত হন। একই বিভাগে তিনি ১৯৬৫ সালে সহকারী অধ্যাপক, ১৯৭০ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৭৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০০৫ সালে তিনি ইতিহাস বিভাগ থেকে অবসর লাভ করেন। অবসর গ্রহণের পর তিনি একই বিভাগে ২০০৬-২০১১ সাল পর্যন্ত সংখ্যাতিরিক্ত অধ্যাপক ও ২০১১-২০১৩ সাল পর্যন্ত অনারারি অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি স্বনামধন্য বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১-২০০৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন। ২০১৪ সালে তিনি এশিয়াটিক সোসাইটির ফেলো মনোনীত হন।

চৌধুরী ২০০১-২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ২০০৩-২০০৫ পর্যন্ত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

গবেষণাকর্ম

আবদুল মমিন চৌধুরী উল্লেখযোগ্য সংখ্যক গবেষণামূলক গ্রন্থের রচয়িতা। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৪০টিরও অধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার বহুল প্রশংসিত বইগুলির মধ্যে অন্যতম, ইংরেজি ভাষায় প্রকাশিত ডাইনেস্টিক হিস্ট্রি অব বেঙ্গল (৭০৫-১২০০ খ্রিষ্টাব্দ), এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান, ঢাকা, ১৯৬৭।

মৃত্যু

আবদুল মমিন চৌধুরী ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

Tags:

আবদুল মমিন চৌধুরী প্রাথমিক জীবন এবং শিক্ষাআবদুল মমিন চৌধুরী কর্মজীবনআবদুল মমিন চৌধুরী গবেষণাকর্মআবদুল মমিন চৌধুরী মৃত্যুআবদুল মমিন চৌধুরী তথ্যসূত্রআবদুল মমিন চৌধুরীউপাচার্যজাতীয় বিশ্ববিদ্যালয়প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়বাংলাদেশ ইতিহাস সমিতিবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

🔥 Trending searches on Wiki বাংলা:

স্বাস্থ্যের উপর তামাকের প্রভাবপ্রথম বিশ্বযুদ্ধইসলামি আরবি বিশ্ববিদ্যালয়দাজ্জালসংস্কৃতিবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডজসীম উদ্‌দীনবাংলা স্বরবর্ণভারতীয় জাতীয় কংগ্রেসকম্পিউটার কিবোর্ডদেশ অনুযায়ী ইসলামখাদ্যরাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজযুক্তরাজ্যপ্রথম ওরহাননারী খৎনাবাংলাদেশের কোম্পানির তালিকাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনজনি সিন্সহরমোনছাগলফুসফুসচাঁদরাধাদেলাওয়ার হোসাইন সাঈদীদোয়া কুনুতদক্ষিণ কোরিয়াবিদ্যাপতিবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাঢাকা জেলাচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানবিরসা দাশগুপ্তদুবাইবাংলাদেশগাণিতিক প্রতীকের তালিকাহজ্জবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)আহসান মঞ্জিলধর্মমাওলানাজাতীয় স্মৃতিসৌধবইত্রিপুরাদৈনিক ইত্তেফাককলা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপআল্লাহর ৯৯টি নামমৌলিক সংখ্যাসন্ধিজীবনানন্দ দাশইসনা আশারিয়াবিশেষ্যইউরোপগজলবাংলাদেশের সংবিধানমুদ্রাচৈতন্য মহাপ্রভুজলবায়ু পরিবর্তনের প্রভাবআর্কিমিডিসের নীতিজালাল উদ্দিন মুহাম্মদ রুমিশেখ হাসিনাশিক্ষাহারুনুর রশিদমাহরামযতিচিহ্নবাংলাদেশ সরকারি কর্ম কমিশনদৈনিক যুগান্তরমোহাম্মদ সাহাবুদ্দিনরাশিয়াইরানবিরাট কোহলিজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাশিল্প বিপ্লবসৌদি আরবউপসর্গ (ব্যাকরণ)🡆 More