আবদুর রব সেরনিয়াবাত: বাংলাদেশী রাজনীতিবিদ

আবদুর রব সেরনিয়াবাত (১৯২১ - ১৫ আগস্ট ১৯৭৫) বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী। তিনি বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপা। তিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের সময়ে নিহত হন। তার এক পুত্র আবুল হাসনাত আবদুল্লাহ বর্তমানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং কনিষ্ঠ পুত্র আবুল খায়ের আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার পৌত্র।

আবদুর রব সেরনিয়াবাত
আবদুর রব সেরনিয়াবাত: প্রথম জীবন, পেশা, হত্যাকাণ্ড
ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৭২ – ১৯৭৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২১
বরিশাল
মৃত্যু১৫ আগস্ট ১৯৭৫
ঢাকা

প্রথম জীবন

আবদুর রব সেরনিয়াবাত ১৯২১ সালে বরিশালের তখনকার গৌরনদী উপজেলা বর্তমানে আগৈলঝারা উপজেলা গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে জন্মগ্রহণ করেন।

পেশা

তিনি বরিশালের আইনজীবী ছিলেন। তিনি পানিসম্পদ, বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ এবং ভুমিমন্ত্রী ছিলেন।

হত্যাকাণ্ড

তার বাসভবন ২৭ মিন্টো রোডে, মেজর শাহরিয়ার রশিদ, মেজর আজিজ পাশা, ক্যাপ্টেন নুরুল হুদা এবং ক্যাপ্টেন মাজেদ - এর নেতৃত্বে আনুমানিক ভোর ৫টায় আক্রমণ করা হয়। আবদুর রব সেরনিয়াবাতের মেয়ে বেবী সেরনিয়াবাত, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, ভাগ্নে শহিদ সেরনিয়াবাত নিহত হন এবং অন্যান্যদের সাথে তার স্ত্রী জখম হন। তার পুত্র আবুল হাসনাত আবদুল্লাহ দরজার পিছনে লুকিয়ে থেকে বেঁচে যান। ১৯৯৬ সালের ২১ অক্টোবর, রমনা থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তার পুত্র আবুল হাসনাত আবদুল্লাহ ১৯৯১ সালে প্রথম,১৯৯৬ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় বার এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মিন্টো রোডের বাসভবন বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের অংশ।

স্মরণ

তার নামে বরিশাল কাউনিয়া "আব্দুর রব সেরনিয়াবাত" একটি কলেজ রয়েছে। তার নামে একটি বরিশালের একটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। এবং বরিশাল প্রেসক্লাবের নামকরণ হয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব। একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনা করা হয় ২০১০ সালে। এছাড়াও, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় গ্রন্থাগারটি 'শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি' নামে নামকরণ করা হয়। বরিশালে তার নামে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে: শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল।

তথ্যসূত্র

Tags:

আবদুর রব সেরনিয়াবাত প্রথম জীবনআবদুর রব সেরনিয়াবাত পেশাআবদুর রব সেরনিয়াবাত হত্যাকাণ্ডআবদুর রব সেরনিয়াবাত স্মরণআবদুর রব সেরনিয়াবাত তথ্যসূত্রআবদুর রব সেরনিয়াবাতআবুল খায়ের আবদুল্লাহআবুল হাসনাত আবদুল্লাহশেখ মুজিবুর রহমানশেখ হাসিনাসেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

🔥 Trending searches on Wiki বাংলা:

রাগ (সংগীত)সতীদাহজান্নাতুল ফেরদৌস পিয়ারাজনীতিম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবতৃণমূল কংগ্রেসএশিয়ার সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলাদেশ ছাত্রলীগভাষাবৃহস্পতি গ্রহইন্দিরা গান্ধীগ্রিনহাউজ গ্যাসদেব (অভিনেতা)পর্যায় সারণিসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাধর্মীয় জনসংখ্যার তালিকাঅভিষেক বন্দ্যোপাধ্যায়ওজোন স্তরনামাজইসলামে যৌনতাদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)সৈয়দ সায়েদুল হক সুমনখাদ্যপ্রেমালুকল্কিপ্রাথমিক শিক্ষা অধিদপ্তররাজশাহী বিশ্ববিদ্যালয়মুদ্রাস্ফীতিজানাজার নামাজসাইবার অপরাধবায়ুমণ্ডলবর্তমান (দৈনিক পত্রিকা)বুর্জ খলিফাশিয়া ইসলামের ইতিহাসবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাঅর্থ মন্ত্রণালয় (বাংলাদেশ)বাংলা লিপিসাঁওতালবিদ্যালয়গাণিতিক প্রতীকের তালিকানওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীসন্ধিমোহনবাগান সুপার জায়ান্টসৌরজগৎসেলজুক সাম্রাজ্যশুক্রাণুউপসর্গ (ব্যাকরণ)বাংলাদেশের পোস্ট কোডের তালিকামুরগিবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহদারাজবিশ্ব ব্যাংকবিসিএস পরীক্ষামৌসুমি বায়ুদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়শেষের কবিতাভারতের স্বাধীনতা বিপ্লবীদের তালিকাজাকির নায়েকবাংলার ইতিহাসআরবি ভাষাশিবরাজশাহী বিভাগপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমআকিজ গ্রুপদিনাজপুর জেলাদৈনিক ইনকিলাবসিলেট বিভাগচুম্বকগণতন্ত্রপর্বতভারতে নির্বাচনসাঁওতাল বিদ্রোহবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহপশ্চিমবঙ্গব্যঞ্জনবর্ণদক্ষিণ এশিয়াপ্রাকৃতিক ভূগোল🡆 More