আন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা

আন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা (পর্তুগিজ: Anderson; ১৩ এপ্রিল ১৯৮৮; আন্দেরসন নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইন্তেরনাসিওনালের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

আন্দেরসন
আন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা
২০১৩ সালে আন্দেরসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা
জন্ম (১৯৮৮-০৪-১৩)১৩ এপ্রিল ১৯৮৮
জন্ম স্থান পোর্তু আলেগ্রে, ব্রাজিল
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৯৩–২০০৪ গ্রেমিও
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪–২০০৬ গ্রেমিও ১৯ (৬)
২০০৬–২০০৭ পোর্তু ১৮ (২)
২০০৭–২০১৫ ম্যানচেস্টার ইউনাইটেড ১০৫ (৫)
২০১৪ফিওরেন্তিনা (ধার) (০)
২০১৫–২০১৮ ইন্তেরনাসিওনাল ৫০ (১)
২০১৭ → কুরিতিবা (ধার) ১২ (০)
২০১৮–২০২০ আদানা দেমিরস্পোর ১২ (০)
মোট ২২৩ (১৪)
জাতীয় দল
২০০৫ ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ১২ (৭)
২০০৮ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ (১)
২০০৭–২০০৮ ব্রাজিল (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৯৩–৯৪ মৌসুমে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব গ্রেমিওর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আন্দেরসন ফুটবল জগতে প্রবেশ করেছিলেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছিলেন। ২০০৪ সালে, ব্রাজিলীয় ক্লাব গ্রেমিওর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি দুই মৌসুম অতিবাহিত করেছিলেন; গ্রেমিওর হয়ে তিনি ১৯ ম্যাচে ৬টি গোল করেছিলেন। অতঃপর ২০০৫–০৬ মৌসুমে তিনি প্রায় ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগিজ ক্লাব পোর্তুয় যোগদান করেছিলেন, পোর্তুর হয়ে তিনি কো আদ্রিয়ান্সের অধীনে ২টি লিগ শিরোপা জয়লাভ করেছিলেন। পোর্তুয় দুই মৌসুম অতিবাহিত করার পর প্রায় ৩১.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ১৮১ ম্যাচে ৯টি গোল করেছিলেন। পরবর্তীকালে, তিনি ফিওরেন্তিনা, ইন্তেরনাসিওনাল এবং কুরিতিবার হয়ে খেলেছিলেন। সর্বশেষ ২০১৮–১৯ মৌসুমে, তিনি তুর্কি ক্লাব আদানা দেমিরস্পোরে যোগদান করেছিলেন; আদানা দেমিরস্পোররে হয়ে দুই মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

২০০৫ সালে, আন্দেরসন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৭ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি সর্বমোট ৮ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

প্রারম্ভিক জীবন

আন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা ১৯৮৮ সালের ১৩ই এপ্রিল তারিখে ব্রাজিলের পোর্তু আলেগ্রেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

আন্দেরসন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ এবং ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন।

২০০৭ সালের ২৭শে জুন তারিখে, ১৯ বছর, ২ মাস ও ১৪ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী আন্দেরসন মেক্সিকোর বিরুদ্ধে অনুষ্ঠিত ২০০৭ কোপা আমেরিকার ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছিলেন। উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় এলানোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচে তিনি ২০ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি মেক্সিকো ০–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে আন্দেরসন সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ২০০৭
২০০৭
সর্বমোট

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

আন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা প্রারম্ভিক জীবনআন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা আন্তর্জাতিক ফুটবলআন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা পরিসংখ্যানআন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা তথ্যসূত্রআন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরা বহিঃসংযোগআন্দেরসন লুইস দে আব্রেউ ওলিভেইরাআক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড়পর্তুগিজ ভাষাফুটবল খেলোয়াড়মধ্যমাঠের খেলোয়াড়ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবরক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়

🔥 Trending searches on Wiki বাংলা:

বিভিন্ন দেশের মুদ্রাপশ্চিমবঙ্গের জেলাযোগাযোগআসমানী কিতাবইশার নামাজমানুষহামাসইউক্যালিপটাসবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাযাকাতগর্ভধারণতুলা উন্নয়ন বোর্ডমূত্রনালীর সংক্রমণপ্লাস্টিক দূষণমুদ্রাবাংলাদেশের জনমিতিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরমহেন্দ্র সিং ধোনিজয়া আহসানইসরায়েলহোমিওপ্যাথিপ্রযুক্তিহজ্জপঞ্চগড় জেলানওগাঁ জেলাবাংলাদেশ ও জাতিসংঘগাঁজা (মাদক)বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবপশ্চিমবঙ্গএ. পি. জে. আবদুল কালামমিয়ানমারসূরা ফাতিহা২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগজবাশ্রাদ্ধলক্ষ্মীপুর জেলাজিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলদীপু মনিমার্কিন ডলারবাংলা ভাষাপলাশীর যুদ্ধমাইকেল মধুসূদন দত্তজরায়ুশ্রীকৃষ্ণকীর্তনবায়ুদূষণদোয়া কুনুততানজিদ হাসানবাংলাদেশ সরকারআরবি বর্ণমালাপুরুষে পুরুষে যৌনতালোকসভাগারোকৃষ্ণপুরস্কারশব্দ (ব্যাকরণ)ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ২০২৪ কোপা আমেরিকাপ্রথম বিশ্বযুদ্ধতুলসীবিটিএসহিন্দি ভাষানাটকওয়াংখেড়ে স্টেডিয়ামরিশাদ হোসেনতাওহীদজাহানারা ইমামফিলিস্তিনের ইতিহাসজয়নুল আবেদিনইউটিউবশবনম বুবলিবাংলাদেশের জাতীয় পতাকাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ভরিবজ্রপাতমহাসাগরভারতের ইতিহাসঅপু বিশ্বাসসূরা ইয়াসীনমুহাম্মাদ🡆 More