আঞ্জুমান আরা বেগম: বাংলাদেশী সঙ্গীতশিল্পী

আঞ্জুমান আরা বেগম (১১ জানুয়ারি ১৯৪২ - ২৯ মে ২০০৪) ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চের গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৩ সালে একুশে পদকে ভূষিত করে।

আঞ্জুমান আরা বেগম
আঞ্জুমান আরা বেগম: প্রারম্ভিক জীবন, কর্মজীবন, ব্যক্তিগত জীবন
জন্ম(১৯৪২-০১-১১)১১ জানুয়ারি ১৯৪২
মৃত্যু২৯ মে ২০০৪(2004-05-29) (বয়স ৬২)
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
মৃত্যুর কারণনিউমোনিয়া
সমাধিবনানী কবরস্থান, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৯৪২-১৯৪৭)
পাকিস্তানি (১৯৪৭-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-২০০৪)
পেশাসঙ্গীতশিল্পী
দাম্পত্য সঙ্গীমাসুদ আলম সিদ্দিকী
সন্তানতারিক মাশরুর (পুত্র)
উমানা এ্যাঞ্জেলিন (কন্যা)
পিতা-মাতাকাসিরউদ্দিন তালুকদার (পিতা)
জিয়াউন্নাহার তালুকদার (মাতা)
আত্মীয়
পুরস্কারএকুশে পদক

প্রারম্ভিক জীবন

বেগম ১৯৪২ সালের ১১ জানুয়ারি বর্তমান বাংলাদেশের (তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত) বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কাসিরউদ্দিন তালুকদার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২৯ মে নিহত হয় এবং তার মাতা জিয়াউন্নাহার তালুকদার। তার বড়বোন জেব-উন-নেসা জামাল একজন গীতিকার ছিলেন এবং আরেক বোন মাহবুব আরা রেডিও ও টেলিভিশনের শিল্পী ছিলেন। সঙ্গীতশিল্পী জিনাত রেহানা তার ভাগ্নি এবং উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা তার চাচাতো বোন। আঞ্জুমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন

কর্মজীবন

বেগম ১৯৫৮ সালে ষোল বছর বয়সে প্রথম চলচ্চিত্রে নেপথ্য গানে কণ্ঠ দেন। ১৯৬২ সালে তিনি এহতেশাম পরিচালিত উর্দু ভাষার চান্দা চলচ্চিত্রের "চান্দনী ভিগি ভিগি হাওয়া" গানে কণ্ঠ দেন। গানটি তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।১৯৬৪ সালে তিনি সুভাষ দত্ত পরিচালিত সুতরাং চলচ্চিত্রের "তুমি আসবে বলে " গানে কণ্ঠ দিয়েছেন। গানটির গীতিকার প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক এবং সুরকার সত্য সাহা। এটি সৈয়দ হকের লেখা প্রথম গান। সালের সুভাষ দত্ত পরিচালিত আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রে "আকাশের হাতে আছে একরাশ নীল" গানে কণ্ঠ দিয়েছেন। গানটির রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার এবং সুর দেন সত্য সাহা। এটি বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রের গানের একটি। তার গাওয়া অন্যান্য উল্লেখযোগ্য গানসমূহ হল "কে স্মরণের প্রান্তরে", "খোকনসোনা", "বৃষ্টি যখন" এবং "সাথী রঙের"

বেগম ১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম গানে কণ্ঠ দেন।

ব্যক্তিগত জীবন

আঞ্জুমান আরা বেগম মাসুদ আলম সিদ্দিকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার পুত্র তারিক মাশরুর দ্য ডেইলি স্টারের উপ-সম্পাদক এবং কন্যা উমানা এ্যাঞ্জেলিন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির লেকচারার।

মৃত্যু

বেগম ২০০৪ সালের ২৯ মে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঢাকার ধানমন্ডির মসজিদ-এ-তাকওয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

নেপথ্যে কণ্ঠ দেওয়া চলচ্চিত্র

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

আঞ্জুমান আরা বেগম প্রারম্ভিক জীবনআঞ্জুমান আরা বেগম কর্মজীবনআঞ্জুমান আরা বেগম ব্যক্তিগত জীবনআঞ্জুমান আরা বেগম মৃত্যুআঞ্জুমান আরা বেগম নেপথ্যে কণ্ঠ দেওয়া চলচ্চিত্রআঞ্জুমান আরা বেগম পুরস্কার ও সম্মাননাআঞ্জুমান আরা বেগম তথ্যসূত্রআঞ্জুমান আরা বেগম বহিঃসংযোগআঞ্জুমান আরা বেগমএকুশে পদকবাংলাদেশ সরকার

🔥 Trending searches on Wiki বাংলা:

মরিয়ম বিনতে ইমরানমাহদীঅকাল বীর্যপাতমৌলিক পদার্থস্বরধ্বনিওয়েবসাইটবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবাঙালি সংস্কৃতিনেপালচৈতন্য মহাপ্রভুবাংলাদেশের ইতিহাসআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাস১ (সংখ্যা)গারোমল্লিকা সেনগুপ্ত২০২৩ ক্রিকেট বিশ্বকাপজার্মানিমুখমৈথুনওয়েব ধারাবাহিকইন্সটাগ্রামপ্রাকৃতিক সম্পদমৈমনসিংহ গীতিকাআকবরসালোকসংশ্লেষণশেখ মুজিবুর রহমানবিশেষণবিভিন্ন দেশের মুদ্রাস্বত্ববিলোপ নীতিকার্বন ডাই অক্সাইডবাংলাদেশব্রিটিশ রাজের ইতিহাসমৌলিক সংখ্যাপিঁয়াজতিতুমীররজঃস্রাববাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০ওমানশীর্ষে নারী (যৌনাসন)বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাশুক্রাণুমুহাম্মাদমাযহাববাংলা ভাষা আন্দোলনরশ্মিকা মন্দানাক্লিওপেট্রাহায়দ্রাবাদ রাজ্যপলাশীর যুদ্ধমহাসাগরশরৎচন্দ্র চট্টোপাধ্যায়লোকসভাতাজবিদস্বাধীন বাংলা বেতার কেন্দ্রবিবিসি বাংলাবেগম রোকেয়াভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহআতাগণতন্ত্রআডলফ হিটলারআগরতলা ষড়যন্ত্র মামলাশান্তিনিকেতনবাংলাদেশের রাষ্ট্রপতিঅশোকচিয়া বীজসূরা ইখলাসদেব (অভিনেতা)কৃষ্ণসূরা কাহফপশ্চিমবঙ্গআসসালামু আলাইকুমহাসান হাফিজুর রহমানসোনালী ব্যাংক পিএলসিভীমরাও রামজি আম্বেদকরসুকুমার রায়ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ🡆 More