ফেডারেল রিজার্ভ

ফেডারেল রিজার্ভ সিস্টেম (ইংরেজি: Federal Reserve System) (সাধারণত ফেডারেল রিজার্ভ বা সংক্ষেপে দ্যা ফেড নামে পরিচিত) হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা। এটি 'ফেডারেল রিজার্ভ আইন' দ্বারা ১৯১৩ সালের ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয়। বছরের পর বছর ধরে বিভিন্ন অর্থনীতিক ঘটনা যেমন-১৯৩০-এর দশকে মহামন্দা এবং ২০০০ এর দশকের সময় মহামন্দা ইত্যাদির ফলে ফেডারেল রিজার্ভ সিস্টেমের ভূমিকা ও দায়িত্বের পরিধির প্রসার ঘটেছে।

ফেডারেল রিজার্ভ
Federal Reserve
ফেডারেল রিজার্ভ
ফেডারেল রিজার্ভ সিস্টেম-এর সীলমোহর

ফেডারেল রিজার্ভ
ফেডারেল রিজার্ভ সিস্টেম-এর পতাকা
প্রধান কার্যালয়ওয়াশিংটন, ডি.সি., মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠিত২৩ ডিসেম্বর ১৯১৩ (১১০ বছর আগে) (1913-12-23)
পরিচালনা পরিষদবোর্ড অব গভর্নরস
চেয়ারম্যানজেরোম পাওয়েল
ভাইস চেয়ারম্যানলায়েল ব্রেনার্ড
ভাইস চেয়ারম্যান তদারকিMichael S. Barr
এর কেন্দ্রীয় ব্যাংকমার্কিন যুক্তরাষ্ট্র
মুদ্রামার্কিন ডলার
USD (আইএসও ৪২১৭)
সঞ্চয়ের জন্য প্রয়োজনীয়তানা
ঋণের হার0.২৫%
লক্ষ্য সুদের হার০% থেকে ০.২৫%
আমানতের হার০.১০%
বাড়তি মজুদের উপর সুদ?হ্যাঁ
ওয়েবসাইটwww.federalreserve.gov উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ফেডারেল রিজার্ভ
সংস্থার রূপরেখা
যার এখতিয়ারভুক্তমার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার
অধিভূক্ত সংস্থা
  • ফেডারেল মুক্ত বাজার কমিটি
মূল নথি
  • ফেডারেল রিজার্ভ আইন
ফেডারেল রিজার্ভ
ফেডারাল রিজার্ভ সিস্টেমের সদর দফতর, ওয়াশিংটন, ডি.সি.

মার্কিন কংগ্রেস ফেডারাল রিজার্ভ আইনে মুদ্রানীতি সম্পর্কে তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেঃ সর্বাধিক কর্মসংস্থান, স্থিতিশীল মূল্যস্তর এবং দীর্ঘমেয়াদী সুদের হারকে সংযত করা। প্রথম দুটি উদ্দেশ্য কখনও কখনও ফেডারেল রিজার্ভের দ্বৈত ম্যান্ডেট হিসাবে উল্লেখ করা হয়। ফেডের দায়িত্বসমূহ বছরের পর বছর ধরে প্রসারিত হয়েছে এবং বর্তমানে এটি ব্যাংকসমুহ তদারকি ও নিয়ন্ত্রণ, আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা এবং আমানতকারী প্রতিষ্ঠান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশী সরকারী প্রতিষ্ঠানে আর্থিক পরিষেবা সরবরাহ করে।

ফেডারাল রিজার্ভ সিস্টেম বেশ কয়েকটি স্তর নিয়ে গঠিত। এটি রাষ্ট্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বোর্ড অব গভর্নরস বা ফেডারেল রিজার্ভ বোর্ড (এফআরবি) দ্বারা পরিচালিত হয়। দেশের প্রধান শহরগুলিতে অবস্থিত বারোটি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ ব্যাংক ব্যক্তিগত মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমুহকে নিয়ন্ত্রণ ও তদারকি করে।

জাতীয়ভাবে চার্টার্ড বাণিজ্যিক ব্যাংকগুলকে ফেডে স্টক জমা রাখতে হয় এবং ব্যাংকগুলি তাদের অঞ্চলের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বোর্ডের কিছু সদস্য নির্বাচন করতে পারে। ফেডারেল মুক্ত বাজার কমিটি (এফওএমসি) মুদ্রানীতি নির্ধারণ করে। এই কমিটি গভর্নর বোর্ডের সাতজন সদস্য এবং বারোটি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট নিয়ে গঠিত। এছাড়াও, ফেডারেল রিজার্ভে বিভিন্ন উপদেষ্টা কাউন্সিল রয়েছে। এভাবেই, ফেডারাল রিজার্ভ সিস্টেমে সরকারি এবং বেসরকারি উভয় সত্তা বিদ্যমান রয়েছে। ফেডারেল সরকার বোর্ডের সাত জন গভর্নরের বেতন নির্ধারণ করে দেয়।

ইতিহাস

ব্যাংক অব উত্তর আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ব্যাংক যেটি ১৭৮১ সালের ২৬ মে কনফেডারেশন কংগ্রেস দ্বারা প্রতিষ্ঠা লাভ করে এবং ১৭৮২ সালের ৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের দে ফাক্তো কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করেছিলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিংয়ের সময়রেখা
সময়কাল ব্যাংক ব্যবস্থা
১৭৮২-১৭৯১ ব্যাংক অব উত্তর আমেরিকা (দে ফাক্তো, কনফেডারেশন কংগ্রেসের অধীনে)
১৭৯১-১৮১১ যুক্তরাষ্ট্রের প্রথম ব্যাংক
১৮১১-১৮১৬ কোন কেন্দ্রীয় ব্যাংক নেই
১৮১৬-১৮৩৬ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যাংক
১৮৩৭-১৮৬২ মুক্ত ব্যাংকিং যুগ
১৮৪৬-১৯২১ স্বতন্ত্র ট্রেজারি সিস্টেম
১৮৬৩-১৯১৩ জাতীয় ব্যাংক
১৯১৩-বর্তমান ফেডারেল রিজার্ভ সিস্টেম

১৭৯১ সালের ২৫ ফেব্রুয়ারি 'আমেরিকার প্রথম ব্যাংক' হিসেবে পরিচিত ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংকিংয়ের দায়িত্বপ্রাপ্ত হয়। ব্যাংকটি আলেকজান্ডার হ্যামিল্টনের অনুরোধে রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন কর্তৃক আইনী স্বাক্ষরিত সনদ দ্বারা গঠিত এবং কংগ্রেস কর্তৃক দায়িত্বপ্রাপ্ত আমেরিকার প্রথম ব্যাংক। টমাস জেফারসন এবং জেমস ম্যাডিসনসহ আরও অনেকের তীব্র বিরোধিতা সত্ত্বেও এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সনদটি মেয়াদ ছিল বিশ বছর এবং ১৮১১ সালে রাষ্ট্রপতি ম্যাডিসনের অধীনে সনদটির মেয়াদ শেষ হয়েছিল, কারণ তৎকালীন কংগ্রেস এটি নবায়ন করতে অস্বীকার করেছিল। পরবর্তীতে, ১৮১৬ সালে ম্যাডিসন এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যাংক আকারে পুনরুদ্ধার করেছিলেন এবং এটি ১৮৩৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করেছিলো। ১৮৩৬ সালে ব্যাংকটির সনদ আর নবায়ন করা হয়নি। ফলে, ১৮৩৭ থেকে ১৮৬২ সাল অবধি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোন কেন্দ্রীয় ব্যাংক ছিল না। এই সময়কালকে 'মুক্ত ব্যাংকিং যুগ' হিসেবে অভিহিত করা হয়। ১৮৪৬ থেকে ১৯২১ সাল পর্যন্ত মার্কিন স্বাধীন ট্রেজারি সিস্টেম দ্বারা ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয়েছিল। ১৯১৩ সালের ২৩ ডিসেম্বর 'ফেডারেল রিজার্ভ আইন' দ্বারা ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে আজ অবধি ফেডারেল রিজার্ভ সিস্টেম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে।

উদ্দেশ্য

ফেডারাল রিজার্ভ সিস্টেম গঠনের প্রাথমিক ঘোষিত উদ্দেশ্য ছিল ব্যাংকিং আতঙ্ক উদ্ঘাতন ও সমাধান করা। ফেডারেল রিজার্ভ আইনে বর্ণিত ফেডারাল রিজার্ভ সিস্টেমের উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে-

  • ব্যাংকিং আতঙ্ক উদ্ঘাতন ও সমাধান করা;
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করা;
  • ব্যাংকগুলির ব্যক্তিগত স্বার্থ এবং সরকারের কেন্দ্রীয়ী দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা;
    • ব্যাংকিং প্রতিষ্ঠানের তদারকি ও নিয়ন্ত্রণ করা
    • গ্রাহকদের ঋণ অধিকার রক্ষা করা
  • মুদ্রানীতির মাধ্যমে জাতির অর্থ সরবরাহ পরিচালনা করা যাতে নিন্মক্ত গোলগুলি অর্জিত হয়ঃ
    • সর্বাধিক কর্মসংস্থান
    • মুদ্রাস্ফীতি বা অচলাবস্থা রোধসহ স্থিতিশীল দাম এবং
    • দীর্ঘমেয়াদী সুদের হারকে সংযত করা
  • আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা এবং আর্থিক বাজারগুলিতে পদ্ধতিগত ঝুঁকি বজায় থাকা;
  • আমানতকারী প্রতিষ্ঠান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশী সরকারী প্রতিষ্ঠানে আর্থিক পরিষেবা সরবরাহ করা;
    • অঞ্চলগুলির মধ্যে অর্থের বিনিময় সহজতর করা
    • স্থানীয় তারল্য প্রয়োজনের সাড়া দেয়া
  • বিশ্বের অর্থনীতিতে মার্কিন অবস্থানকে শক্তিশালী করা;

কাঠামো

ফেডারেল রিজার্ভ 
ফেডারাল রিজার্ভ সিস্টেমের সংগঠন

ফেডারাল রিজার্ভ সিস্টেমে সরকারি এবং বেসরকারি উভয় সত্তা বিশিষ্ট একটি ব্যতিক্রমধর্মী গঠন কাঠামো বিদ্যমান রয়েছে। ফেডারাল রিজার্ভ সিস্টেমের চারটি প্রধান উপাদান হ'ল (১) বোর্ড অব গভর্নরস (২) ফেডারেল মুক্ত বাজার কমিটি (৩) বারোটি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং (৪) সারাদেশে সদস্য ব্যাংকসমূহ।

জেলা # বর্ণ ফেডারাল রিজার্ভ ব্যাংক শাখা ওয়েবসাইট সভাপতি
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব বস্টন https://www.bostonfed.org এরিক এস. রোজেনগ্রেন
বি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক http://www.newyorkfed.org জন সি. উইলিয়ামস
সি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়া http://www.philadelphiafed.org প্যাট্রিক টি. হারকার
ডি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ক্লিভল্যান্ড সিনসিনাটি, ওহিও

পিটসবার্গ, পেনসিলভেনিয়া

http://www.clevelandfed.org লোরেট্টা জে. মেসটার
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব রিচমন্ড বাল্টিমোর, মেরিল্যান্ড

শার্লট, উত্তর ক্যারোলিনা

http://www.richmondfed.org টমাস বারকিন
এফ ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আটলান্টা বার্মিংহাম, আলাবামা

জ্যাকসনভিলি, ফ্লোরিডা মিয়ামি, ফ্লোরিডা ন্যাশভিল, টেনেসি নিউ অরলিন্স, লুইসিয়ানা

http://www.frbatlanta.org রাফেল বোস্টিক
জি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব শিকাগো ডেট্রয়েট, মিশিগান http://www.chicagofed.org চার্লস এল. ইভান্স
এইছ ফেডারেল রিজার্ভ ব্যাংক অব সেন্ট লুইস লিটল রক, আরকানসাস

লুইসভিলে, কেন্টাকি মেমফিস, টেনেসি

http://www.stlouisfed.org জেমস বি. বুলার্ড
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব মিনিয়াপলিস হেলেনা, মন্টানা https://www.minneapolisfed.org নীল কাশকরি
১০ যে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ক্যানসাস সিটি ডেনভার, কলোরাডো

ওকলাহোমা সিটি, ওকলাহোমা ওমাহা, নেব্রাস্কা

http://www.kansascityfed.org এস্থার জর্জ
১১ কে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ডালাস এল পাসো, টেক্সাস

হিউস্টন, টেক্সাস সান আন্তোনিও, টেক্সাস

http://www.dallasfed.org রবার্ট স্টিভেন কাপলান
১২ এল ফেডারেল রিজার্ভ ব্যাংক অব সান ফ্রান্সিস্কো লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া

পোর্টল্যান্ড, ওরেগন সল্টলেক সিটি, উটাহ সিয়াটেল, ওয়াশিংটন

http://www.frbsf.org মেরি সি. ডেলি

বোর্ড অব গভর্নরস বা ফেডারেল রিজার্ভ বোর্ড

সাত সদস্যের ফেডারেল রিজার্ভ বোর্ড সবচেয়ে প্রভাবশালী ফেডারাল এজেন্সি যেটি জাতীয় ব্যাংকগুলি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যাংকগুলির ব্যবসায় তদারকি করে।:১২,১৫ এটি ১২টি জেলার রিজার্ভ ব্যাংকের তদারকি এবং জাতীয় মুদ্রানীতি নির্ধারণের দায়িত্ব পালন করে। এটি সাধারণভাবে মার্কিন ব্যাংকিং ব্যবস্থা তদারকি ও নিয়ন্ত্রণ করে। গভর্নররা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এবং মার্কিন সেনেট দ্বারা নিশ্চিত হয়ে ১৪ বছরের মেয়াদে নিয়োগপ্রাপ্ত হয়। গভর্নর বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান রাষ্ট্রপতি কর্তৃক বোর্ড অব গভর্নরদের মধ্য থেকে নিযুক্ত হন। তারা উভয়ই চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন এবং তাদের মেয়াদ শেষ না হওয়া অবধি প্রেসিডেন্টের যতবার ইচ্ছা তাদের নির্বাচন করতে পারেন।

গভর্নর বোর্ডের সদস্যদের তালিকা

গভর্নর বোর্ডের বর্তমান সদস্য নিম্নরূপ:

ফেডারেল রিজার্ভ 
২০১৯ সালের এপ্রিলে বোর্ড অব গভর্নর, যখন সাতটি আসনের মধ্যে দুটি আসন খালি ছিল।
ছবি গভর্নর পার্টি দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
ফেডারেল রিজার্ভ  জে পাওয়েল

(চেয়ারম্যান)

রিপাবলিকান পার্টি ৫ ফেব্রুয়ারি ২০১৮ (চেয়ারম্যান হিসেবে)

২৩ মে ২০২২ (পুনঃর্নিয়োগ)

১৫ মে ২০২৬ (চেয়ারম্যান হিসেবে)
২৫ মে ২০১২ (গভর্নর)

১৫ জুন ২০১৪ (পুনঃর্নিয়োগ)

৩১ জানুয়ারি ২০২৮ (গভর্নর)
ফেডারেল রিজার্ভ  লায়েল ব্রেনার্ড

(ভাইস-চেয়ারম্যান)

ডেমোক্র্যাটিক পার্টি ২৩ মে ২০২২ (ভাইস-চেয়ারম্যান) ১৫ মে ২০২৬ (ভাইস-চেয়ারম্যান)
১৬ জুন ২০১৪ (গভর্নর) ৩১ জানুয়ারি ২০২৬ (গভর্নর)
ফেডারেল রিজার্ভ  Michael Barr

(ভাইস-চেয়ারম্যান-তদারকি)

ডেমোক্র্যাটিক পার্টি ১৯ জুলাই ২০২২ (ভাইস-চেয়ারম্যান-তদারকি) ১৩ জুলাই ২০২৬ (ভাইস-চেয়ারম্যান-তদারকি)
১৯ জুলাই ২০২২ (গভর্নর) ৩১ জানুয়ারি ২০৩২ (গভর্নর)
ফেডারেল রিজার্ভ  মিশেল বোম্যান রিপাবলিকান পার্টি ২৬ নভেম্বর ২০১৮

১ ফেব্রুয়ারি ২০২০ (পুনঃর্নিয়োগ)

৩১ জানুয়ারি ২০৩৪
ফেডারেল রিজার্ভ  ক্রিস ওয়ালার রিপাবলিকান পার্টি ১৮ ডিসেম্বর ২০২০ ৩১ জানুয়ারি ২০৩০
ফেডারেল রিজার্ভ  লিসা কুক ডেমোক্র্যাটিক পার্টি ২৩ মে ২০২২ ৩১ জানুয়ারি ২০২৪
ফেডারেল রিজার্ভ  Philip Jefferson ডেমোক্র্যাটিক পার্টি ২৩ মে ২০২২ ৩১ জানুয়ারি ২০৩৬

ফেডারেল মুক্ত বাজার কমিটি

ফেডারেল মুক্ত বাজার কমিটি (এফওএমসি) ১২ জন সদস্য নিয়ে গঠিত, যেখানে বোর্ড অব গভর্নরস থেকে সাতজন এবং আঞ্চলিক ফেডারাল রিজার্ভ ব্যাংকের সভাপতিদের মধ্যে থেকে পাঁচজন সদস্য থাকে। এই কমিটি জাতীয় মুদ্রানীতির মূল হাতিয়ার ওপেন মার্কেট অপারেশন বা মুক্ত বাজার কার্যক্রম নীতি প্রনয়ন এবং কার্যক্রম তদারকি করে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের সভাপতি এই কমিটির স্থায়ী সদস্য; অন্যান্য ফেডারেল ব্যাংকের সভাপতিরা দুই এবং তিন বছরের ব্যবধানে সদস্যপদ পায়। সকল আঞ্চলিক রিজার্ভ ব্যাংকের সভাপতি কমিটির অর্থনীতি এবং নীতিগত বিকল্প মূল্যায়নে অবদান রাখে, তবে কেবল পাঁচজন সভাপতি যারা বর্তমান এফওএম কমটির সদস্য তারা নীতিগত সিদ্ধান্তে ভোট দেয়।

ফেডারাল উপদেষ্টা কাউন্সিল

ফেডারাল উপদেষ্টা কাউন্সিল ১২টি রিজার্ভ ব্যাংকের মনোনীত বারো জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত এবং এটি বোর্ড অব গভর্নরসকে তাদের এখতিয়ারের মধ্যে সমস্ত বিষয়ে পরামর্শ দেয়।

ফেডারেল রিজার্ভ ব্যাংক

ফেডারেল রিজার্ভ 
১২টি ফেডারেল রিজার্ভ জেলার মানচিত্র, যেখানে ১২টি ফেডারেল রিজার্ভ ব্যাংককে কালো স্কোয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং প্রতিটি জেলার মধ্যে সকল শাখা (২৪টি) লাল বৃত্ত হিসাবে চিহ্নিত হয়েছে। ওয়াশিংটন, ডিসি, সদর দফতর একটি তারকা দ্ররা চিহ্নিত করা রয়েছে।
ফেডারেল রিজার্ভ 
১৯২৬ সালে ১২টি রিজার্ভ ব্যাংকের ভবন।

ফেডারেল রিজার্ভ সিস্টেমের মোট ১২টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক রয়েছে যেঁগুলোকে ফেডারেল রিজার্ভ ব্যাংক বলা হয় এবং ব্যাংকগুলি প্রত্যেকটিই তার জেলায় অবস্থিত সদস্য ব্যাংকগুলির কার্যক্রম তদারকি করে থাকে। ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলি বস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ক্লিভল্যান্ড, রিচমন্ড, আটলান্টা, শিকাগো, সেন্ট লুইস, মিনিয়াপোলিস, ক্যানসাস সিটি, ডালাস এবং সান ফ্রান্সিস্কো শহরে অবস্থিত।

প্রতিটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের পরিচালনা ব্যবস্থা এবং গঠনপ্রণালী নির্দিষ্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং সদস্য ব্যাংকগুলি ঐ আইন পরিবর্তন করাতে পারে না। তবে, সদস্য ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলি তাদের পরিচালনা পর্ষদের নয় সদস্যের মধ্যে ছয়জনকে নির্বাচিত করে থাকে।

প্রতিটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংকের একজন সভাপতি থাকে, যিনি ঐ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংকের সভাপতি তাদের ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত হন, তবে তাকে ফেডারেল রিজার্ভ বোর্ডের অনুমোদন পেতে হয়। সভাপতি পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন এবং তারা পুনঃর্নিয়োগ পেতে পারে।

প্রতিটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংকের পরিচালনা পর্ষদ নয় জন সদস্য নিয়ে গঠিত। সদস্যদের তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়: এ, বি এবং সি। প্রতিটি শ্রেণিতে তিনজন পর্ষদ সদস্য রয়েছে। এ শ্রেণির সদস্য আঞ্চলিক রিজার্ভ ব্যাংকের শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত হয় এবং তারা সদস্যরা ব্যাংকগুলির স্বার্থ উপস্থাপনের কাজ করে থাকে। বি শ্রেণির সদস্যরাও আঞ্চলিক রিজার্ভ ব্যাংকের শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত হয় তবে তারা সাধারন জনগণের স্বার্থ রক্ষার্থে কাজ করে। সি শ্রেণির সদস্য বোর্ড অব গভর্নরস দ্বারা নিযুক্ত হন এবং এরাও জনগণের স্বার্থ রক্ষার্থে কাজ করে।

সদস্য ব্যাংক

যুক্তরাষ্ট্রের বেসরকারী ব্যাংকসমূহ ফেডারেল রিজার্ভ ব্যাংকের সদস্য ব্যাংক হতে পারে এবং সদস্য ব্যাংকগুলি আঞ্চলিক ফেডারাল রিজার্ভ ব্যাংকের স্টকের মালিক হয়। সকল জাতীয় চার্টার্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংকের যেকোনো একটির স্টক কেনে। বেসরকারী ব্যাংকগুলিকে সদস্যপদ পেতে নির্দিষ্ট মান ও শর্ত পূরণ করতে হয়। একটি সদস্য ব্যাংকের মালিকানাধীন স্টকের পরিমাণ তার সম্মিলিত মূলধন এবং উদ্বৃত্তের ৩ শতাংশের সমান হতে হয়। তবে, ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্টক অন্য হোল্ডিং বা পাবলিক ট্রেড কোম্পানির স্টকের মালিকানার মতো নয়। সদস্য ব্যাংকগুলি ঐ স্টক বিক্রি করতে পারে না এবং ফেডারেল রিজার্ভের উপর কোন অধিকার খাটাতে পারে না যেটা অন্য সাধারন পাবলিক ট্রেডিং কোম্পানির স্টকের ক্ষেত্রে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৩৮% ব্যাংক তাদের আঞ্চলিক ফেডারাল রিজার্ভ ব্যাংকের সদস্য।

জবাবদিহিতা

ফেডারাল রিজার্ভ সিস্টেমের অডিট কমিটি দ্বারা নির্বাচিত একজন বহিঃ নিরীক্ষক নিয়মিতভাবে বোর্ড অব গভর্নরস এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকসমূহের নিরীক্ষণ করেন। মার্কিন সরকারের জবাবদিহি অফিস (জিএও) গভর্নরস বোর্ডের কিছু কার্যক্রম অডিট করে। যদিও, ফেডের মুদ্রানীতি সংক্রান্ত বেশিরভাগ কার্যক্রম এবং সিদ্ধান্তসমূহ যেমন- ডিসকাউন্ট উইন্ডো ঋণ, মুক্ত বাজার পরিচালনা এবং ফেডারেল মুক্ত বাজার কমিটির নির্দেশে যেকোন লেনদেন এই নিরীক্ষাগুলির আওতার বাইরে থাকে।

ফেডারাল রিজার্ভ সিস্টেম দ্বারা বার্ষিক এবং ত্রৈমাসিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণে ফেডারেল রিজার্ভ বোর্ড দ্বারা নির্দিষ্ট করে দেয়া হিসাব পদ্ধতি অনুসরণ করা হয় যা সাধারণত স্বীকৃত অ্যাকাউন্টিং নীতিমালা (জিএএপি)-এর সাথে মেলে না।

মুদ্রানীতি

ফেডারাল রিজার্ভ যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনার দায়িত্বে থাকে। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি প্রধান লক্ষ্য থাকে স্বল্পমেয়াদী সুদের হারকে প্রভাবিত করা এবং এই লক্ষ্য অর্জনেই ফেড মুদ্রানীতি পরিচালনা করে থাকে। ফেডারাল রিজার্ভ আইনে মুদ্রানীতি সম্পর্কে তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেঃ সর্বাধিক কর্মসংস্থান, স্থিতিশীল মূল্যস্তর এবং দীর্ঘমেয়াদী সুদের হারকে সংযত করা। প্রথম দুটি উদ্দেশ্যকে ফেডারেল রিজার্ভের দ্বৈত ম্যান্ডেট হিসেবেও উল্লেখ করা হয়। মূলত ফেডারেল মুক্ত বাজার কমিটি জাতীয় মুদ্রানীতি পরিচালনা করে এবং মুদ্রানীতির মূল হাতিয়ার ওপেন মার্কেট অপারেশন বা মুক্ত বাজার কার্যক্রম নীতি প্রনয়ন করে এবং কার্যক্রম তদারকি করে।

সমালোচনা

ফেডারেল রিজার্ভ সিস্টেম ১৯১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সমালোচনার মুখোমুখি হয়েছে। সমালোচনাগুলির মধ্যে রয়েছে স্বচ্ছতার অভাব, কার্যকারিতা সম্পর্কে সন্দেহ এবং ডলারের মূল্য হ্রাস সম্পর্কে সনাতনবাদীদের উদ্বেগ প্রকাশ। এছাড়াও, অযাচিত মুদ্রাস্ফীতি নীতিমালা, গৃহীত নীতির কার্যকারিতা হীনতা, মহামন্দার সময়ে অকার্যকর পদক্ষেপ, বৈশ্বিক আর্থিক সংকট (২০০৭-০৮) সময়কালে ফেডের ভূমিকাসহ আরও অনেক বিষয়ে সময়ে সময়ে ফেডারাল রিজার্ভকে নানা সমালোচনার মুখে পরতে হয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

একত্রিত তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

সাম্প্রতিক

ঐতিহাসিক

  • Broz, J. Lawrence. The International Origins of the Federal Reserve System. Cornell University Press. 1997.
  • Carosso, Vincent P. "The Wall Street Trust from Pujo through Medina", Business History Review (1973) 47:421–437
  • Chandler, Lester V. American Monetary Policy, 1928 – 41. (1971).
  • Epstein, Gerald and Thomas Ferguson. "Monetary Policy, Loan Liquidation and Industrial Conflict: Federal Reserve System Open Market Operations in 1932". Journal of Economic History 44 (December 1984): 957 – 984. in JSTOR
  • Friedman, Milton; Schwartz, Anna Jacobson (১৯৬৩)। A Monetary History of the United States, 1867–1960। Princeton University Press। আইএসবিএন 978-0691003542 
  • Goddard, Thomas H. (১৮৩১)। History of Banking Institutions of Europe and the United States। Carvill। পৃষ্ঠা 48ff। 
  • Kubik, "Paul J. Federal Reserve Policy during the Great Depression: The Impact of Interwar Attitudes regarding Consumption and Consumer Credit". Journal of Economic Issues. Volume: 30. Issue: 3. Publication Year: 1996. pp. 829+.
  • Link, Arthur (১৯৫৬)। Wilson: The New Freedom। Princeton University Press। পৃষ্ঠা 199–240। 
  • Livingston, James. Origins of the Federal Reserve System: Money, Class, and Corporate Capitalism, 1890 – 1913 (1986), Marxist approach to 1913 policy
  • Lowenstein, Roger (২০১৫)। America's Bank: The Epic Struggle to Create the Federal Reserve। Penguin Press। পৃষ্ঠা 368। আইএসবিএন 978-0143109846 
  • Marrs, Jim (২০০০)। "Secrets of Money and the Federal Reserve System"। Rule by Secrecy: 64–78। 
  • Mayhew, Anne. "Ideology and the Great Depression: Monetary History Rewritten". Journal of Economic Issues 17 (June 1983): 353 – 360.
  • Meltzer, Allan H. (২০০৪)। A History of the Federal Reserve, Volume 1: 1913–1951আইএসবিএন 978-0-226-51999-9  (cloth) and আইএসবিএন ৯৭৮-০-২২৬-৫২০০০-১ (paper)
  • Meltzer, Allan H. (২০০৯)। A History of the Federal Reserve, Volume 2: Book 1, 1951–1969আইএসবিএন 978-0-226-52001-8 
  • Meltzer, Allan H. (২০০৯)। A History of the Federal Reserve, Volume 2: Book 2, 1969–1985আইএসবিএন 978-0-226-51994-4  In three volumes published so far, Meltzer covers the first 70 years of the Fed in considerable detail.
  • Mullins, Eustace C. The Secrets of the Federal Reserve, 1952. John McLaughlin. আইএসবিএন ০-৯৬৫৬৪৯২-১-০
  • Roberts, Priscilla. 'Quis Custodiet Ipsos Custodes?' The Federal Reserve System's Founding Fathers and Allied Finances in the First World War", Business History Review (1998) 72: 585 – 603
  • Rothbard, Murray (২০০৭)। The Case Against the Fed। Ludwig von Mises Institute। আইএসবিএন 978-1467934893 
  • Bernard Shull, "The Fourth Branch: The Federal Reserve's Unlikely Rise to Power and Influence" (2005) আইএসবিএন ১-৫৬৭২০-৬২৪-৭
  • Steindl, Frank G. Monetary Interpretations of the Great Depression. (1995).
  • Temin, Peter (১৯৭৬)। Did Monetary Forces Cause the Great Depression?। W. W. Norton & Company। আইএসবিএন 978-0393092097 
  • Wells, Donald R. The Federal Reserve System: A History (2004)
  • West, Robert Craig. Banking Reform and the Federal Reserve, 1863 – 1923 (1977)
  • Wicker, Elmus. "A Reconsideration of Federal Reserve Policy during the 1920 – 1921 Depression", Journal of Economic History (1966) 26: 223 – 238, in JSTOR
  • Wicker, Elmus. Federal Reserve Monetary Policy, 1917 – 33. (1966).
  • Wicker, Elmus. The Great Debate on Banking Reform: Nelson Aldrich and the Origins of the Fed Ohio State University Press, 2005.
  • Wood, John H. A History of Central Banking in Great Britain and the United States (2005)
  • Wueschner; Silvano A. Charting Twentieth-Century Monetary Policy: Herbert Hoover and Benjamin Strong, 1917 – 1927 Greenwood Press. (1999)

বহিঃসংযোগ

Tags:

ফেডারেল রিজার্ভ ইতিহাসফেডারেল রিজার্ভ উদ্দেশ্যফেডারেল রিজার্ভ কাঠামোফেডারেল রিজার্ভ মুদ্রানীতিফেডারেল রিজার্ভ সমালোচনাফেডারেল রিজার্ভ আরও দেখুনফেডারেল রিজার্ভ তথ্যসূত্রফেডারেল রিজার্ভ গ্রন্থপঞ্জিফেডারেল রিজার্ভ বহিঃসংযোগফেডারেল রিজার্ভইংরেজি ভাষাকেন্দ্রীয় ব্যাংকমহামন্দামার্কিন যুক্তরাষ্ট্র

🔥 Trending searches on Wiki বাংলা:

পুদিনাজাতীয় সংসদবন্ধুত্বইউটিউবব্যাংকজহির রায়হানবাংলা একাডেমিদক্ষিণ কোরিয়াচ্যাটজিপিটিসৌদি আরবকোষ (জীববিজ্ঞান)এইচআইভি/এইডস২০২৩ ক্রিকেট বিশ্বকাপবসন্ত উৎসবপারাএশিয়াউজবেকিস্তানআহল-ই-হাদীসবাংলাদেশ সরকারকালোজিরাভারতের ইতিহাসসালোকসংশ্লেষণজোট-নিরপেক্ষ আন্দোলনহোলিকা দহনমাশাআল্লাহবাংলাদেশের ইতিহাসচন্দ্রগ্রহণবসুন্ধরা সিটিমশাঊনসত্তরের গণঅভ্যুত্থানবিরাট কোহলিআকিজ গ্রুপবাংলাদেশের জনমিতিলিওনেল মেসিভারতের ভূগোলযোনি পিচ্ছিলকারকস্বরধ্বনিদিলীপ ঘোষনেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরআরবি ভাষাইসলামি সহযোগিতা সংস্থারঙের তালিকাশান্তিনিকেতনবিদ্রোহী (কবিতা)বাল্যবিবাহযাকাতের নিসাবইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনঅগ্নিমিত্রা পালতেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়াসার্বিয়াখন্দকার মোশতাক আহমেদঢাকাবাংলাদেশ বিমান বাহিনীব্যাকটেরিয়াবদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের তালিকামুম্বই ইন্ডিয়ান্সশেখ মুজিবুর রহমানস্বাধীনতা দিবস (ভারত)নুরুদ্দিন জেনগিপ্রথম বিশ্বযুদ্ধজীববৈচিত্র্যবাংলাদেশের প্রধানমন্ত্রীজরায়ুআর্জেন্টিনামুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধের তালিকাভৌগোলিক নির্দেশকহাদিসতমোপদার্থদোয়া কুনুতইউসুফপাকিস্তানের আত্মসমর্পণের দলিললহমা ভট্টাচার্যশীর্ষে নারী (যৌনাসন)সায়মা ওয়াজেদ পুতুলসংস্কৃত ভাষামানব দেহএইচআইভিজাতিসংঘউমাইয়া খিলাফত🡆 More