জ্ঞানপীঠ পুরস্কার

জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছিপরিষদ 'ভারতীয় জ্ঞানপীঠ' এই পুরস্কারটি প্রদান করে থাকে।

জ্ঞানপীঠ পুরস্কার
বিবরণভারতীয় সাহিত্য পুরস্কার
প্রথম পুরস্কৃত১৯৬৫
সর্বশেষ পুরস্কৃত২০১৯
ওয়েবসাইটhttp://jnanpith.net/index.html

পুরস্কার

সংস্কৃত ভাষায় জ্ঞানপীঠ শব্দের অর্থ "জ্ঞানের বেদি"।

পুরস্কারের অর্থমূল্য ৭০০,০০০ টাকা। সঙ্গে জ্ঞান, শিল্পকলা ও সংগীতের দেবী সরস্বতীর একটি প্রতিমূর্তি এবং একটি মানপত্র দেওয়া হয়।

১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। ১৯৬৫ সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। যেকোনো ভারতীয় নাগরিক, যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্যচর্চা করেন, তিনিই এই পুরস্কারের যোগ্য বিবেচিত হতে পারেন।

১৯৮২ সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হত। কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে। কন্নড় ভাষায় ৮ জন, হিন্দিতে মোট ১০ জন, বাংলা ভাষায় ৬ জন, উর্দুতে ৪ জন, গুজরাতি ভাষায় ৪ জন, ওড়িয়া ভাষায় ৪ জন, মারাঠিতে ৪ জন, মালয়ালম ভাষায় ৬ জন, অসমীয়া ভাষায় ২ জন, তেলুগু ভাষায় ৩ জন, তামিল ও পাঞ্জাবি ভাষায় ২ জন এবং সংস্কৃত ভাষায় ১ জন এই পুরস্কার লাভ করেন। ২০০৫ ও ২০০৬ সালের পুরস্কার ২০০৮ সালের ২২ নভেম্বর ঘোষিত হয়েছিল। ২০০৫ সালে হিন্দি লেখক কুঁয়ার নারায়ণ এবং ২০০৬ সালে কোঙ্কণি লেখক রবীন্দ্র কেলেকর ও সংস্কৃত পণ্ডিত সত্যব্রত শাস্ত্রী যুগ্মভাবে এই পুরস্কার পান। সত্যব্রত শাস্ত্রী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার-জয়ী সংস্কৃত লেখক। ২০১৭ সালে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন হিন্দি সাহিত্যের কৃষ্ণা সোবতি (Krishna Sobti)। ২০১৯ সালে সর্বশেষ এই পুরস্কারে সম্মানিত হয়েছেন মালয়ালম সাহিত্যের আক্কিথাম অছুতাম নাম্বুথিরি।

জ্ঞানপীঠ প্রাপকগণ

বছর নাম সাহিত্যকর্ম ভাষা চিত্র
১৯৬৫ জি শঙ্কর কুরুপ ওডাক্কুঝল (বাঁশি) মালয়ালম জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৬৬ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা বাংলা
১৯৬৭ কুপ্পল্লি ভেঙ্কটপ্পাগৌড়া পুত্তপ্পা শ্রী রামায়ণ দর্শনম কন্নড়
উমাশঙ্কর যোশী নিশীথা গুজরাতি
১৯৬৮ সুমিত্রানন্দন পন্ত চিদাম্বরা হিন্দি
১৯৬৯ ফিরাক গোরখপুরী গুল-এ-নগমা উর্দু
১৯৭০ বিশ্বনাথ সত্যনারায়ণ রামায়ণ কল্পবৃক্ষমু তেলুগু
১৯৭১ বিষ্ণু দে স্মৃতি সত্তা ভবিষ্যত বাংলা
১৯৭২ রামধারী সিং 'দিনকর' ঊর্বশী হিন্দি
১৯৭৩ দত্তাত্রেয় রামচন্দ্র বেন্দ্রে নাকুতান্তি কন্নড়
গোপীনাথ মোহান্তি মাটিমাতাল ওড়িয়া
১৯৭৪ বিষ্ণু সখারাম খান্দেকর যযাতি মারাঠি
১৯৭৫ আকিলান চিত্রাপ্পাবাই তামিল জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৭৬ আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি বাংলা
১৯৭৭ কে শিবরাম করন্থ মুকাজ্জিয়া কনসুগলু কন্নড়
১৯৭৮ সচ্চিদানন্দ হীরানন্দ বাৎস্যায়ন 'অজ্ঞেয়' কিতনি নাও মেঁ কিতনি বার হিন্দি
১৯৭৯ বীরেন্দ্র কুমার ভট্টাচার্য মৃত্যুঞ্জয় অসমীয়া
১৯৮০ এস কে পোট্টেক্কাট ওরু দেসাত্তিন্তে কথা মালয়ালম জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৮১ অমৃতা প্রীতম কাগজ তে ক্যানভাস পাঞ্জাবি জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৮২ মহাদেবী বর্মা যম হিন্দি
১৯৮৩ মাস্তি ভেঙ্কটেশ আয়েঙ্গার চিক্কাবীরা রাজেন্দ্র কন্নড়
১৯৮৪ তকাজি শিবশঙ্কর পিল্লাই কয়ার মালয়ালম জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৮৫ পান্নালাল প্যাটেল মানবী নি ভবাই (માનવીની ભવાઇ) গুজরাতি
১৯৮৬ সচ্চিদানন্দ রাউত রায় ওড়িয়া
১৯৮৭ বিষ্ণু বামন শিরওয়াদকর (কুসুমাগ্রজ) মারাঠি
১৯৮৮ সি নারায়ণ রেড্ডি বিশ্বম্ভর তেলুগু জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৮৯ কুরাতুলেইন হায়দার আখিরে সাব কে হামসফর উর্দু
১৯৯০ বিনায়ক কৃষ্ণ গোকক ভারত সিন্ধু রশ্মি কন্নড়
১৯৯১ সুভাষ মুখোপাধ্যায় পদাতিক বাংলা
১৯৯২ নরেশ মেহতা হিন্দি
১৯৯৩ সীতাকান্ত মহাপাত্র ওড়িয়া জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৯৪ ইউ আর আনন্দমূর্তি সংস্কার কন্নড় জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৯৫ এম টি বাসুদেবন নায়ার রান্ডামুজাম মালয়ালম জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৯৬ মহাশ্বেতা দেবী হাজার চুরাশির মা বাংলা
১৯৯৭ আলি সর্দার জাফরি উর্দু
১৯৯৮ গিরিশ কারণাড কন্নড় জ্ঞানপীঠ পুরস্কার 
১৯৯৯ নির্মল বর্মা হিন্দি জ্ঞানপীঠ পুরস্কার 
গুরদয়াল সিং পাঞ্জাবি
২০০০ ইন্দিরা গোস্বামী অসমীয়া
২০০১ রাজেন্দ্র কেশবলাল শাহ গুজরাতি
২০০২ ডি জয়কান্থন তামিল জ্ঞানপীঠ পুরস্কার 
২০০৩ বিন্দা করন্ডিকর অষ্টদর্শন মারাঠি
২০০৪ রহমান রাহি সভুক সোডা, কালামি রাহিসিয়া রোদে জারেন মাঞ্জ কাশ্মীরি
২০০৫ কুঁয়ার নারায়ণ হিন্দি
২০০৬ রবীন্দ্র কেলেকর কোঙ্কণি
২০০৬ সত্যব্রত শাস্ত্রী সংস্কৃত
২০০৭ ও এন ভি কুরুপ মালয়ালম জ্ঞানপীঠ পুরস্কার 
২০০৮ আখলাক মহম্মদ খান উর্দু
২০০৯ অমর কন্ট হিন্দি
শ্রীলাল শুক্লা হিন্দি
২০১০ চন্দ্রশেখর কম্বর কন্নড় জ্ঞানপীঠ পুরস্কার 
২০১১ প্রতিভা রায় যাজ্ঞসেনী ওড়িয়া জ্ঞানপীঠ পুরস্কার 
২০১২ রভুরি ভরদ্বাজ পাকুদুরল্লু তেলুগু
২০১৩ কেদারনাথ সিং অকাল মে সারস হিন্দি জ্ঞানপীঠ পুরস্কার 
২০১৪ ভালচন্দ্র নেমাডে হিন্দু:জগ্ন্যাচী সমৃদ্ধ অডগ্যাল মারাঠি
২০১৫ রঘুবীর চৌধুরী গুজরাতি জ্ঞানপীঠ পুরস্কার 
২০১৬ শঙ্খ ঘোষ বাংলা জ্ঞানপীঠ পুরস্কার 
২০১৮ অমিতাভ ঘোষ ইংরাজি জ্ঞানপীঠ পুরস্কার 
২০১৯ আক্কিথাম অছুতাম নাম্বুথিরি অমৃতা খটিকা , নিমিশা ক্ষেত্রম মালয়ালম
২০২১(৫৬ তম) নীলমণি ফুকন অসমীয়া
২০২২(৫৭ তম) দামোদর মৌজো কোঙ্কণী

তথ্যসূত্র

আরো পড়ুন

বহিঃসংযোগ

টেমপ্লেট:Jnanpith Award

Tags:

জ্ঞানপীঠ পুরস্কার পুরস্কারজ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ প্রাপকগণজ্ঞানপীঠ পুরস্কার তথ্যসূত্রজ্ঞানপীঠ পুরস্কার আরো পড়ুনজ্ঞানপীঠ পুরস্কার বহিঃসংযোগজ্ঞানপীঠ পুরস্কারদ্য টাইমস অফ ইন্ডিয়াভারত

🔥 Trending searches on Wiki বাংলা:

বিদ্যালয়পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টওয়ালটন গ্রুপসিফিলিসতাহসান রহমান খানব্র্যাক ব্যাংক পিএলসিবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাশিক্ষাপ্রতিষ্ঠানতুরস্কমিয়া খলিফাতাসনিয়া ফারিণবাংলাদেশ সিভিল সার্ভিসবাংলাদেশের সংস্কৃতিগর্ভধারণপিরামিডঢাকা বিশ্ববিদ্যালয়ওয়ালাইকুমুস-সালামআজারবাইজানভারতের রাষ্ট্রপতিচুম্বকসিরাজউদ্দৌলাআডলফ হিটলারবাংলাদেশে পালিত দিবসসমূহময়মনসিংহমাওয়ালিখন্দকের যুদ্ধবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাব্র্যাকবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কামরুল হাসান১৮৫৭ সিপাহি বিদ্রোহইতালিময়মনসিংহ জেলাআর্দ্রতাবাগানবিলাসঅরণ্যদেবঢাকা বিভাগপদ্মা সেতুহুমায়ূন আহমেদসমকামিতাচড়ক পূজাগঙ্গা নদীইস্তেখারার নামাজবাস্তুতন্ত্রশেখ জায়েদ মসজিদআবু বকরহানিফ সংকেতমমতা বন্দ্যোপাধ্যায়এস এম শফিউদ্দিন আহমেদচুয়াডাঙ্গা জেলাডেঙ্গু জ্বরমালদ্বীপের ইতিহাসরাশিয়াম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবমুসাফিরের নামাজআলী খামেনেয়ীবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামাইকেল মধুসূদন দত্তভারতের জাতীয় পতাকাস্কয়ার ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেডযাকাতহিট স্ট্রোকচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শিক্ষাকাজী নজরুল ইসলামের রচনাবলিআফগানিস্তানগরুরশিদ চৌধুরীইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিবাংলা ভাষা আন্দোলনপর্যায় সারণিনারীঅরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামলোকনাথ ব্রহ্মচারীদুধশ্মশান কালী🡆 More