গুরু রাম দাশ

গুরু রাম দাশ (; ১৫৩৪-১৫৮১) ছিলেন শিখধর্মের দশ শিখ গুরুর  চতুর্থ গুরু। ৩০ আগস্ট ১৫৭৪ সালে তিনি শিখ গুরুর পদ পান। ২৪ সেপ্টেম্বর ১৫৩৪ সালে রাম দাশ পাঞ্জাব অঞ্চল, লাহোরের চুনা মান্ডিতে  জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন হরি দাশ ও তার মা অনুপ দেবী( দয়া কৌর)। গুরু অমর দাশের কনিষ্ঠ কন্যা বিবি বানি ছিলেন তার স্ত্রী। তাদের তিন পুত্র ছিল : পৃথ্বী চাঁদ, মহাদেব ও গুরু অর্জন।

গুরু রাম দাশ
জলরঙ আঁকা গুরু রাম দাশের তৈলচিত্র, চন্ডীগড় যাদুঘর।

গুরু রাম দাশের শ্বশুর ছিলেন গুরু অমর দাশ, যিনি ছিলেন দশ গুরুর তৃতীয় গুরু। 

অবদান

একজন গুরু হিসাবে, তার অন্যতম প্রধান অবদান ছিল শিখ সমাজের কাঠামো সংগঠিত করা। উপরন্তু, তিনি লাভার রচয়িতা ছিলেন যেটি হচ্ছে শিখ বিবাহের চারটি  মন্ত্র। তিনি রামদাশপুর নগরের পরিকল্পনাকারী এবং স্রষ্টা, যা পরে শিখদের পবিত্র শহর অমৃতসর হয়ে ওঠে। টাং গ্রামের মালিকের কাছ থেকে ৭০০ টাকায় জমি কিনে তিনি ১৫৭৪ সালে নগরটি প্রতিষ্ঠা করেন। এর আগে ১৫৬৪ সালে গুরু রাম দাশ সুলতানবিন্দ গ্রামের কাছাকাছি সন্তোকসর সরোবর নির্মাণের কাজ শুরু করেছিলেন (এক উৎস অনুযায়ী,১৫৭০ সাল)। এই নির্মাণ কার্য ১৫৮৮ সালের আগে শেষ করা সম্ভব হয়নি। ১৫৭৪ সালে, গুরু রাম দাশ তার বাসভবন নির্মাণ করে, সেখানে চলে যান।  সেই সময়ে, এটি গুরু দা চক হিসাবে পরিচিত ছিল (পরে, এটি চক রাম দাশ হিসাবে পরিচিত হয়ে ওঠে)। অমৃতসরে  গুরুদুয়ারা হরমন্দির সাহিব, যা 'ঈশ্বরের আবাস' এছাড়াও দরবার সাহিব নামে পরিচিত, তারই পরিকল্পিত।

শিখদের প্রধান গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব গুরু রাম দাশের রচিত। এতে শিখদের বিভিন্ন শিক্ষামূলক ৬৮৮টি স্তবগান আছে।

    এর মধ্যে ৩০৫ পৃষ্ঠাটি নিম্নরূপ।

— সাধু সন্ত এবং পুণ্য স্নানেের ওপর গুরু রাম দাশের বানী। 

এছাড়াও  গুরুর বানীগুলি,   নানকশাহী দিনপঞ্জিকা এবং দৈনিক শিখদের প্রার্থনা, কীর্ত্তন সোহিলার অংশ।

আনন্দ কারজ: শিখ বিয়ের অনুষ্ঠান

প্রচলিত শিখ বিয়ের অনুষ্ঠান, যেটি আনন্দ কারজ হিসাবে পরিচিত, সেটি গুরু রাম দাস  রচিত চার-স্তবকেের স্তবগান  কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে নব দম্পতি গুরু রাম দাসের স্তবকগুলির একটি করে লাবাস্তবক পড়েন এবং গুরু গ্রন্থ সাহিবকে কেন্দ্র করে একটি করে পাক ঘুরতে থাকেন। প্রথম পাকটি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে, গৃহস্থ জীবনে প্রবেশ করার জন্য। দ্বিতীয় পাকে ঈশ্বরের ইচ্ছায় দুটি প্রাণের মিলন বর্নিত হয়। তৃতীয় পাকে, নবদম্পতিকে সবচেয়ে সৌভাগ্যবান  হিসাবে বর্ণনা করা হয়, যেহেতু তারা গুরুর সান্নিধ্যে, ঈশ্বরের প্রার্থনা করেছেন। চতুর্থ পাকে, বর্নিত হয় যে  দম্পতিরা তাদের ইচ্ছা অনুসারে একে অপরকে পেয়েছেন এবং অভিনন্দিত হয়েছেন।

'লাভান'

লাভান,  গুরু রাম দাস রচিত, একটি সুন্দর বানী, যার দ্বারা শিখ দম্পতিকে বিবাহ করার অর্থ বোঝানো হয়। কার্যকরভাবে গুরু, শিখ বিবাহকে একটি আধ্যাত্মিক মিলন হিসাবে, সংজ্ঞায়িত করেন, এই দু লাইনে: "যারা নিছক একসঙ্গে বসবাস করে, তাদের স্বামী ও স্ত্রী, বলা যায় না, তাদের একা বলা যায়, বরঞ্চ  যারা এক আত্মা দুই দেহ, তাদের স্বামী ও স্ত্রী, বলা যায়।"

মৃত্যু

গুরু রাম দাস  ১ সেপ্টেম্বর ১৫৮১ সালে, পাঞ্জাব অঞ্চলের  অমৃতসর শহরে মারা যান।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

গুরু রাম দাশ অবদানগুরু রাম দাশ আনন্দ কারজ: শিখ বিয়ের অনুষ্ঠানগুরু রাম দাশ লাভানগুরু রাম দাশ মৃত্যুগুরু রাম দাশ তথ্যসূত্রগুরু রাম দাশ বহিঃসংযোগগুরু রাম দাশগুরু অর্জনপাঞ্জাব অঞ্চললাহোরশিখ গুরুশিখধর্ম

🔥 Trending searches on Wiki বাংলা:

লালবাগের কেল্লাসিফিলিসহোয়াটসঅ্যাপসার্বজনীন পেনশনভোটইরাকগুজরাত টাইটান্সপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)হরিচাঁদ ঠাকুরবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকামৃণাল ঠাকুরজয়া আহসানবিমান বাংলাদেশ এয়ারলাইন্সকালেমাপ্রীতম হাসানরামবাংলাদেশের জাতিগোষ্ঠীস্পিন (পদার্থবিজ্ঞান)সোনাভগবদ্গীতাইন্দোনেশিয়াবাংলাদেশের মন্ত্রিসভাবিরাট কোহলিপহেলা বৈশাখপানিপথের প্রথম যুদ্ধতৃণমূল কংগ্রেসবিদ্যাপতিবাংলাদেশের জেলাসমূহের তালিকাসাইবার অপরাধজামালপুর জেলামুজিবনগর দিবসমঙ্গল শোভাযাত্রাকনডমজায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)শেখ হাসিনাঅ্যান্টিবায়োটিক তালিকাবর্ডার গার্ড বাংলাদেশলালসালু (উপন্যাস)ভারতের জনপরিসংখ্যানরূপান্তরিত লিঙ্গ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগমমতা বন্দ্যোপাধ্যায়বাংলাদেশ জাতীয়তাবাদী দলকাজল আগরওয়ালটিকটকরবীন্দ্রনাথ ঠাকুরইসলাম ও হস্তমৈথুনমুহাম্মদ ইউনূসপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাভালোবাসাহোয়াইট বোর্ডভারতের ইতিহাসবাংলাদেশের বিমানবন্দরের তালিকাসাকিব আল হাসানবাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকাধর্মগাঁজানামব্যাকটেরিয়াহিমোগ্লোবিনশাকিব খানদারাজগ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডঅর্থনীতিহোমিওপ্যাথিসরস্বতী (দেবী)ইরানবঙ্গভঙ্গ (১৯০৫)কবিতাপ্রীতি জিনতাবেল (ফল)চীনপাবনা জেলাআব্দুল কাদের জিলানীবিতর নামাজহিন্দুধর্মের ইতিহাসদুরুদরজনীকান্ত সেন🡆 More