সামাজিক আন্দোলন: এক ধরনের দলগত কার্য

সামাজিক আন্দোলন হলো এক ধরনের দলগত কার্য। সামাজিক আন্দোলনকে এভাবে সংজ্ঞায়িত করা যায়, সংঘবদ্ধ সংঘ এবং কৌশল যা উচ্চতর ও ক্ষমতাশালীদের হতে বিপরীত জনতার ক্ষমতায়নের পথ নির্দেশ করে।বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের দলগত, স্বতন্ত্র সংস্থা আছে যারা সামজিক ও রাজনৈতিক বিষয় ও প্রচার প্রচারণা নিয়ে কাজ করে। অন্য কথায় তারা সামাজিক পরিবর্তন সম্পন্ন বা পরিবর্তনে বাধা প্রদান করে থাকে।

আধুনিককালে পাশ্চাত্যে সামাজিক আন্দোলন সম্ভব হয়ে ওঠেছে শিক্ষার (সাহিত্য ব্যাপকতর প্রচারের) মাধ্যমে; আর শিল্পায়ন এবং ঊনিশ শতকের সমাজব্যবস্থায় শ্রমের গতিশীলতা বৃদ্ধি পাওয়ায় শিল্পায়ন ও নগরায়ণের ফলশ্রুতিতে।

কখন কখনও বলা হয় যে অভিব্যক্তি, শিক্ষা এবং আধুনিক পাশ্চাত্য সংস্কৃতিতে প্রচলিত আপেক্ষিক অর্থনৈতিক স্বাধীনতা অভূতপূর্ব সংখ্যা এবং বিভিন্ন সমসাময়িক সামাজিক আন্দোলন সুযোগ তৈরির জন্য দায়ী।যাই হোক না কেন,সামাজিক আন্দোলনের মাধ্যমে গত একশ বছরে অনেকে মহান হয়েছেন ।উদাহরণস্বরপ,কেনিয়ার মাউ মাউ এর কথা বলা যায় যিনি পাশ্চাত্য উপনিবেশবাদের বিরোধিতা করে স্মরণীয় হয়ে আছেন।

সামাজিক আন্দোলনকে ঘনিষ্ঠভাবে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সাথে সংযুক্ত করা অব্যাহত আছে। মাঝেমধ্যে, সামাজিক আন্দোলন গণতন্ত্রায়ণের সাথে জড়িত করা হয়েছে, কিন্তু আরো প্রায়ই তারা গণতন্ত্রায়ণের পর উদিত হয়েছে.

সংজ্ঞা

সামাজিক আন্দোলনকে সংজ্ঞায়িত করা যায় এমন কোনো একক সুনির্দিষ্ট সংজ্ঞা নেই।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সামাজিক আন্দোলন সংজ্ঞাসামাজিক আন্দোলন আরও দেখুনসামাজিক আন্দোলন তথ্যসূত্রসামাজিক আন্দোলন বহিঃসংযোগসামাজিক আন্দোলন

🔥 Trending searches on Wiki বাংলা:

কাশ্মীরপানিচক্রহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)আলালের ঘরের দুলালরাধাইউটিউববাংলাদেশ ছাত্রলীগবাংলাদেশের ইতিহাসগ্রামীণফোনশ্রাবস্তী দত্ত তিন্নিবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাকোষ বিভাজনবাঙালি জাতিরাজবাড়ী জেলাবাংলা বাগধারার তালিকাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাকাবাউইলিয়াম শেকসপিয়রআফগানিস্তানদুধপাললিক শিলাবাংলা ভাষা আন্দোলনশিক্ষাইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিচৈতন্যভাগবতইংরেজি ভাষাকিরগিজস্তানউয়েফা চ্যাম্পিয়নস লিগক্লিওপেট্রাইতিহাসতাপ সঞ্চালনদৈনিক প্রথম আলোইউরোপীয় ইউনিয়নজয়া আহসানলোকনাথ ব্রহ্মচারীন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালআমার দেখা নয়াচীনসিঙ্গাপুরপদ্মা সেতুনামাজের নিয়মাবলীমুর্শিদাবাদ জেলাত্রিভুজহৃৎপিণ্ডহামাসভারতীয় সংসদঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েজরায়ুবাংলার ইতিহাসবীর শ্রেষ্ঠ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগমানব শিশ্নের আকাররাগ (সংগীত)কল্কিইসলামে যৌনতাবিমান বাংলাদেশ এয়ারলাইন্সপানিঢাকা কলেজযক্ষ্মাআইসোটোপইসলামের নবি ও রাসুলদক্ষিণ এশিয়াপ্রতিপাদ স্থানহাদিসশিয়া ইসলামমাহরামসামাজিকীকরণসমাজকর্মচিকিৎসকআতিফ আসলামমঙ্গল গ্রহমনোবিজ্ঞানঅসহযোগ আন্দোলন (১৯৭১)ওপেকবাংলাদেশ জাতীয়তাবাদী দলচর্যাপদক্রিয়েটিনিনজন্ডিসজীবনানন্দ দাশইমাম বুখারী🡆 More