কিলোগ্রাম

কিলোগ্রাম (সংক্ষেপে কি.গ্রা.) মেট্রিক পদ্ধতিতে ভর পরিমাপের একক। এটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক একক পদ্ধতির ভর পরিমাপের মান একক হিসাবে গৃহীত হয়েছে যার এককের প্রতীক kg। এটি বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রকৌশল ও বাণিজ্যে বহুল ব্যবহৃত ভরের একক ।

কিলোগ্রাম
কিলোগ্রাম
এককের তথ্য
একক পদ্ধতিআন্তর্জাতিক একক পদ্ধতি
যার এককভর
প্রতীকkg
একক রূপান্তর
১ kg ...... সমান ...
   Avoirdupois   ≈ ২.২০৫ পাউন্ড


আদিতে, ১৭৯৫ সালে, একক কিলোগ্রামকে এক লিটার বিশুদ্ধ পানির ভর দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছিল। এটি কিলোগ্রামের সরল সংজ্ঞা হলেও ব্যাবহারিক ক্ষেত্রে প্রয়োগ অসুবিধাজনক। কিলোগ্রাম এককের সর্বশেষ সংজ্ঞাতেও এর নির্ভুলতা ৩০ পিপিএম। ১৭৯৯ সালে প্লাটিনামের কিলোগ্রাম দেস আর্কাইভের' ভর দ্বারা ভরের প্রমিত সংজ্ঞা প্রতিস্থাপন করা হয়। ১৮৮৯ সালে প্লাটিনাম-ইরিডিয়ামের তৈরি একটি সিলিন্ডারকে কিলোগ্রামের আন্তর্জাতিক মূলনমুনা হিসাবে গ্রহণপূর্বক মেট্রিক পদ্ধিতির ভরের প্রমিত সংজ্ঞা নির্ধারিত হয় এবং তা ২০১৯ সাল পর্যন্ত অপরিবর্তিত ছিলো। কিলোগ্রামই হলো আন্তর্জাতিক একক পদ্ধতির সর্বশেষ একক যার সংজ্ঞা ভৌতবস্তুর বৈশিষ্ট্যের নিরিখে নির্ধারিত হলো।

কিলোগ্রাম এখন সেকেন্ড এবং মিটারের নিরিখে সংজ্ঞায়িত হয়েছে, প্রকৃতির নির্দিষ্ট মৌলিক ধ্রুবকের উপর ভিত্তি করে। ফলে এখন যথাযথভাবে সজ্জিত যে কোন পরিমাপবিজ্ঞান পরীক্ষাগার তাদের ভর মাপনযন্ত্রের ক্রমাঙ্ক নিজেরাই সংশোধন করতে, যেমন ঠিক এক কিলোগ্রাম ভর নির্ধারণের জন্য কিবল নিক্তিকে প্রাথমিক মানযন্ত্ররূপে ব্যবহার করতে পারবে। যদিও কিলোগ্রামের আন্তর্জাতিক মূলনমুনা এবং অন্যান্য মূলনমুনাসমূহ দ্বিতীয় মান ভর হিসাবে ব্যবহার্যে রাখা হয়েছে।

সংজ্ঞা

তিনটি মৌলিক ভৌত ধ্রুবকের নিরিখে কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হয়েছে: আলোর গতি c, একটি নির্দিষ্ট পারমাণবিক রুপান্তর কম্পাঙ্ক ΔνCs, and প্ল্যাঙ্কের ধ্রুবক h. বিধিবৎ সংজ্ঞায়নটি নিম্নরূপ:

    কিলোগ্রাম, যার প্রতীক kg, আন্তর্জাতিক একক পদ্ধতির ভরের একক। প্লাঙ্কের ধ্রুবক h এর সাংখ্যিক মান ৬.৬২৬০৭০১৫×১০−৩৪ গ্রহণ করে কিলোগ্রাম সংজ্ঞায়িত, যখন J⋅s এককে প্রকাশ করা হয়, যা kg⋅m2⋅s−1 সমতুল্য, যেখানে মিটার এবং সেকেন্ড c এবং ΔνCs নিরিখে সংজ্ঞায়িত।

একক

এর ক্ষুদ্রতম এককগুলো হলো: হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ১কিলো গ্রাম = ১০০০ গ্রাম=১০০ ডেকা গ্রাম=১০ হেক্টাগ্রাম ১গ্রাম = ১০০০ মিলিগ্রাম=১০০ সেন্টি গ্রাম=১০ ডেসিগ্রাম

১ কেজি = ২.২০৪৬২২৬২১৮৪৯ পাউন্ড = ৩৫.২৭৩৯৬১৯৪৯৫৮ আউন্স।

টীকা

তথ্যসূত্র

Tags:

কিলোগ্রাম সংজ্ঞাকিলোগ্রাম একককিলোগ্রাম টীকাকিলোগ্রাম তথ্যসূত্রকিলোগ্রামআন্তর্জাতিক একক পদ্ধতিপরিমাপের এককপ্রকৌশলবাণিজ্যবিজ্ঞানভরমেট্রিক পদ্ধতি

🔥 Trending searches on Wiki বাংলা:

মূত্রনালীর সংক্রমণময়মনসিংহ জেলাপূর্ব পাকিস্তানআহল-ই-হাদীসমৌলানা আবুল কালাম আজাদ মেট্রো স্টেশনফরাসি বিপ্লবের পূর্বের অবস্থাপাবনা জেলাতামিম ইকবালশ্যামলী পরিবহনইন্দোনেশিয়াকান্তনগর মন্দিরক্রোমোজোমগজলমানব দেহভারতের ভূগোলনেইমারবসিরহাট লোকসভা কেন্দ্রইহুদিরচনা বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধইংল্যান্ডবাংলাদেশ ব্যাংকবাংলাদেশের প্রধানমন্ত্রীআইজাক নিউটনঅসহযোগ আন্দোলন (১৯৭১)ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংমহম্মদ আতাউল গণি ওসমানীধানভূমি পরিমাপযোহরের নামাজদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাগর্ভধারণবাংলাদেশী টাকাভাষা আন্দোলন দিবসইসরায়েলপদ্মা নদীর মাঝি (উপন্যাস)ভৌগোলিক নির্দেশকরফিক আজাদবুর্জ খলিফাআবহাওয়াকামরুল হাসানযাদবপুর লোকসভা কেন্দ্রআকবরআবু হানিফাপ্রাকৃতিক সম্পদআহসান মঞ্জিলসমকামিতাতুতানখামেনউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাজান্নাতব্রাজিল জাতীয় ফুটবল দলআইসোটোপজয়নুল আবেদিনভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবীর্যআংকর বাটচৈতন্য মহাপ্রভুকালুরঘাট বেতার কেন্দ্রজাতীয় স্মৃতিসৌধ২০২৬ ফিফা বিশ্বকাপসাকিব আল হাসানকালোজিরাবুড়িমারী এক্সপ্রেসচীনসংযুক্ত আরব আমিরাতবাংলা লিপিনারী খৎনাজাতিসংঘসালাতুত তাসবীহবাস্তুতন্ত্রআফগানিস্তানবদরের যুদ্ধইসলামের পঞ্চস্তম্ভরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রআল্লাহর ৯৯টি নামহোমিওপ্যাথিমালয়েশিয়া২০২২ ফিফা বিশ্বকাপ🡆 More