কেটি পেরি: স্পেনীয় গায়িকা

ক্যাথরিন এলিজাবেথ হাডসন (ইংরেজিতে:Katheryn Elizabeth Hudson; জন্ম ১৫ অক্টোবর, ১৯৮৪) একজন আমেরিকান সঙ্গীত-শিল্পী গীতিকার। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা শহরে পেরির জন্ম হয়। শৈশবে তিনি খ্রীস্টান যাজক অভিভাবক দ্বারা পালিত হন। তিনি শৈশবে গোস্পেল সঙ্গীত শুনতেন এবং শিশু হিসেবেই চার্চে গান করতেন। মাধ্যমিক বিদ্যালয় থেকে জিইডি পরীক্ষা দেয়ার পর তিনি সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্ত নেন।

কেটি পেরি
কেটি পেরি: স্পেনীয় গায়িকা
২০২১ সালে কেটি পেরি
জন্ম
ক্যাথেরিন এলিজাবেথ হাডসন

(1984-10-25) ২৫ অক্টোবর ১৯৮৪ (বয়স ৩৯)
অন্যান্য নাম
  • কেটি হাডসন
  • ক্যাথরিন পেরি
পেশা
  • গায়ীকা
  • সঙ্গীত রচয়িতা
  • অভিনেত্রী
  • ব্যবসায়ী
  • জনহিতৈষী
  • টেলিভিশন বিচারক
দাম্পত্য সঙ্গীরাসেল ব্রান্ড (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১২)
সঙ্গীঅরলান্ডো ব্লুম
(২০১৬–বর্তমান)
আত্মীয়ফ্রাঙ্ক পেরি (চাচা)
সঙ্গীত কর্মজীবন
ধরন
  • পপ
  • রক
বাদ্যযন্ত্র
  • ভোকালস
  • গিটার
কার্যকাল২০০১–বর্তমান
লেবেল
  • রেড হিল
  • জাভা
  • কলাম্বিয়া
  • ক্যাপিটল
ওয়েবসাইটkatyperry.com

২০০১ সালে তিনি নিজের নামে প্রথম সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে পেরি প্রধানত গোস্পেল ধারার গান করেছেন। পরবর্তিতে ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত তিনি তার দ্বিতীয় অ্যালবাম ও টিম ম্যাট্রিক্সের সাথে একটি মিশ্র অ্যালবামের কাজ করেন, তবে অ্যালবাম দুটি শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি।

২০০৭ সালে পেরি ক্যাপিটল মিউজিক গ্রুপের সাথে চুক্তি করেন এবং তার নাম পরিবর্তন করে কেটি পেরি রাখেন। এসময় তিনি ইন্টারনেটে তার প্রথম একক সঙ্গীত ইউ'র সো গে প্রকাশ করেন। এই গান তাকে কিছুটা খ্যাতি এনে দিলেও গানটি চার্টে অন্তর্ভুক্ত হয়নি। ২০০৮ সালে তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন তার দ্বিতীয় একক সঙ্গীত প্রকাশের মাধ্যমে।

গানটির নাম আই কিসড এ গার্ল এটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে এবং বিভিন্ন দেশের টপ চার্টে স্থান করে নেয়। পেরির প্রথম প্রধান অ্যালবাম ওয়ান অফ দ্য বয়েস একই সালে প্রকাশিত হয়। অ্যালবামটি ঐ বছরের বিশ্বের তেত্রিশতম সর্বোচ্চ বিক্রীত অ্যালাবামে পরিণত হয়।

রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ অ্যামেরিকা অ্যালবামটিকে প্লাটিনাম সনদ দেয়। বিলবোর্ড কর্তৃক প্রকাশিত ২০০০-১০ দশকের সেরা ১০০ শিল্পীর তালিকায় পেরি ৯৭তম স্থান দখল করে। তিনি অদ্ভুত ধরনের পোশাক পরিধানের মাধ্যমে পরিচিতি লাভ করেন।

তার পরবর্তি অ্যালবাম টিনএজ ড্রিম ২৪ আগস্ট ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রকাশিত হয়। অ্যালবামটি ৩০ আগস্ট বিশ্বব্যাপী প্রকাশিত হয়। বিলবোর্ড ২০০ তালিকায় অ্যালবামটি শীর্ষস্থান দখল করে। ট্র্যাভিস ম্যাককয়ের সাথে পেরির দীর্ঘদিনের প্রণয়-ঘটিত সম্পর্ক ছিল, তবে বর্তমানে তিনি রাসেল ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজিক্যালিফোর্নিয়াযুক্তরাষ্ট্র

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিরাফিয়াথ রশিদ মিথিলাবঙ্গবন্ধু সেতুআতিকুল ইসলাম (মেয়র)উসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাসাহাবিদের তালিকাইসলামে আদমকলাশরীয়তপুর জেলাভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনভৌগোলিক নির্দেশকঢাকা বিভাগজানাজার নামাজবাংলাদেশের জাতিগোষ্ঠীকালোজিরাজসীম উদ্‌দীনকম্পিউটার কিবোর্ডগণতন্ত্রবাবরজায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)মেঘনা বিভাগজ্বরইউরোপীয় ইউনিয়নমীর মশাররফ হোসেনপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১কুয়েতঢাকা মেট্রোরেলরাষ্ট্রবিজ্ঞানঢাকাইমাম বুখারীএল নিনোবদরের যুদ্ধআলিইসলাম ও হস্তমৈথুনপ্রিয়তমাআন্তর্জাতিক শ্রমিক দিবসবাংলাদেশপানিচক্রজলবায়ু পরিবর্তন অভিযোজনঅর্শরোগপাললিক শিলাইন্টারনেটসিলেট বিভাগবাংলাদেশে পালিত দিবসসমূহমহাদেশবাংলাদেশে পেশাদার যৌনকর্মবাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকাসূরা বাকারাপ্রযুক্তিরক্তকৃষ্ণচূড়ারাধাবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাগজলপ্রথম উসমানকালিদাসশিক্ষকসূর্যগ্রহণপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকানারীদের জন্য পর্নহনুমান (রামায়ণ)নিউমোনিয়াবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়দুধঅস্ট্রেলিয়ামীর জাফর আলী খানআলহামদুলিল্লাহযুক্তফ্রন্ট০ (সংখ্যা)নেপোলিয়ন বোনাপার্টআরবি বর্ণমালামিশ্র অর্থনীতিমোহাম্মদ সাহাবুদ্দিনজিএসটি ভর্তি পরীক্ষাম্যালেরিয়ামহিবুল হাসান চৌধুরী নওফেললোকসভা কেন্দ্রের তালিকাসিলেট জেলা🡆 More