হিব্রু বর্ষপঞ্জি

হিব্রু বর্ষপঞ্জী বা ইহুদি বর্ষপঞ্জী হচ্ছে একটি সৌরচান্দ্রিক দিনপঞ্জি যা আজকের দিনে ইহুদি ধর্মীয় দিবস নির্ধারণে ব্যবহার করা হয়। এটা ইহুদিদের ছুটির দিন সহ অন্যান্য আনুষ্ঠানিক দিন নির্ধারণে ব্যবহার করা হয়। ইজরায়েলে এই বর্ষপঞ্জী ধর্মীয় কাজে, কৃষিকাজের সময় নির্ধারণে এবং প্রাত্যহিক জীবনে ব্যবহার করা হয় এবং এটি ইসরায়েলের জাতীয় বর্ষপঞ্জী। তবে শেষোক্ত কাজে গ্রেগরীয় বর্ষপঞ্জীর ব্যবহারই বেশি। 

হিব্রু বর্ষপঞ্জি
ইহুদি ক্যালেন্ডার, ১৯২৭ থেকে ১৯৪৮ সালের মধ্যে আদার ২ দেখাচ্ছে।

বর্তমান হিব্রু ক্যালেন্ডার একাধিক বিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং এর উপর ব্যাবিলনীয় বর্ষপঞ্জির প্রভাব রয়েছে।

হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী ৫৭৭৮ সাল শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর ২০১৭ সালের সূর্যাস্তে এবং শেষ হবে ৯ সেপ্টেম্বর ২০১৮ সালের সূর্যাস্তে। 

উপাদান

দিন এবং ঘণ্টা

ইহুদি দিনের নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই। ইহুদি দিনের দৈর্ঘ্য সূত্র হিসেবে জেনেসিসের প্রথম অধ্যায়ে সৃষ্টির বর্ণনায় বলা হয়েছে, ''.....সেখানে ছিলো সকাল এবং সেখানে ছিলো সন্ধ্যা.."। এই শাস্ত্রীয় তথ্যের রাব্বী অনুবাদ করা হয় যে হিব্রু ক্যালেন্ডারে দিন গণনা করা হয় সূর্যাস্ত থেকে পরদিন সূর্যাস্ত পর্যন্ত। হিজরী ক্যালেন্ডারের অনুরূপ। পৃথিবীর জনবহুল অংশে সাধারণত ২৪ ঘণ্টায় একদিন গণনা করা হয় কিন্তু বছরের ঋতুভেদে এটা কম বেশি হতে পারে। একটি দিন শেষ হয়ে আরেকটি দিন শুরু হয় যখন আকাশে তিন তারা দেখা দেয়। প্রকৃত সূর্যাস্ত এবং তিন তারা দেখা যাওয়ার মধ্যবর্তী সময়কে বলা হয় বেইন হাশমাশত। 

ইহুদিদের ক্যালেন্ডারে সময় হিসেবের জন্য কোন ঘড়ি নেই। তাই স্থানীয় ঘড়ির সময় ব্যবহার করা হয়। যদিও স্থানীয় ঘড়িতে সময় অঞ্চল, প্রমাণ সময় এবং দিবালোক সংরক্ষণ ইত্যাদি ব্যবহার করা হয়। ইহুদি ক্যালেন্ডারে এসবের কোন স্থান নেই। 

ইহুদিধর্মে একঘণ্টা হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্তের বারো ভাগের এক ভাগ। তাই শীতকালের একঘণ্টা ৬০ মিনিটের কম হয় এবং গ্রীষ্মকালে ৬০ মিনিটেরও বেশি হয়। এই আনুপাতিক ঘণ্টা শাহ জমানিত নামে পরিচিত। এক ইহুদি ঘণ্টা ১০৮০ হালাকিম বা অংশে বিভক্ত। এক অংশ সমান ৩⅓ সেকেন্ড বা ১/১৮ মিনিট। হেলেকের পূর্বপুরুষ হচ্ছে একটি ছোট ব্যবলনীয় সময় যা বার্লিকর্ন নামে পরিচিত। দৈনন্দিন উদ্দেশ্যে এই হিসেব সাধারণত ব্যবহার করা হয় না।

ইহুদি ক্যালেন্ডারে সপ্তাহ শুরু হয় রবিবারে। সপ্তাহের প্রথম দিনের নাম ইয়ম রিশান। সপ্তাহ শেষ হয় শনিবারে। সপ্তম দিনের নাম সাবাথ। প্রতিটি হ্যালাচিক দিন শেষ হয় সূর্যাস্তের সাথে সাথে।

ময়মনিড মতানুসারে রাতের সূচনা হবে যখন আকাশে তিনটি মধ্যম আকারের তারা দৃষ্টিগোচর হয়।

সপ্তাহ

হিব্রু ক্যালেন্ডারে সাত দিন চক্রাকারে আবর্তিত হয়। এই সাতদিনের নাম সংখ্যাগত হিসেবে গণনা করা হয়।

  1. ইয়ম রিশান - দিন এক (রবিবার)
  2. ইয়ম সেনি - দিন দুই
  3. ইয়ম শ্লিশি - দিন তিন
  4. ইয়ম রেভি - দিন চার
  5. ইয়ম চামিশি - দিন পাঁচ
  6. ইয়ম শিশি - দিন ছয়
  7. ইয়ম শাবাথ - দিন সাত

সপ্তম দিনকে বলা হয় ইয়ম সাবাথ কোডেশ অর্থ পবিত্র বিশ্রাম দিবস।

মাস

হিব্রু বর্ষপঞ্জি 

ইহুদি ক্যালেন্ডার সৌরচান্দ্রিক ক্যালেন্ডার। এখানে মাসের হিসাব করা হয় চন্দ্রের হিসাবে কিন্তু বছরের হিসাব করা হয় সূর্যের হিসাবে। বারোটি চান্দ্র মাস নিয়ে একটি সৌর বর্ষ গঠিত হয়। প্রতিটি মাসের দৈর্ঘ্য ২৯ থেকে ত্রিশ দিনের মধ্যে। সৌর বছরের সংগে হিসাব ঠিক রাখতে একটি অতিরিক্ত মাস গণনা করা হয়। প্রতি উনিশ বছরে সাতবার এই মাস হিসাব করা হয়। নতুন চাঁদের সঙ্গে প্রতিটি ইহুদি মাস শুরু হয়। বছরের শেষ মাসের নাম আদার। ইহুদি অধিবর্ষে আদার মাসের পূর্বে এবং এগারোতম মাস শেভাতের শেষে একটি ত্রিশ দিনের মাস যোগ করা হয় যাকে বলা হয় আদার প্রথম। ওই বছর আদার মাসকে বলা হয় আদার দ্বিতীয়।

ক্রম হিব্রু মাস দিবস সংখ্যা
নিসান ৩০
ইয়ার ২৯
সিভান ৩০
তামমুজ ২৯
আভ ৩০
এলুল ২৯
তিশ্রেই ৩০
মার্চেশভান (বা চেশভান) ২৯/৩০
কিসলেভ ৩০/২৯
১০ তেভেত ২৯
১১ শেভাত ৩০
১২ আদার ২৯
মোট ৩৫৩, ৩৫৪ বা ৩৫৫

তথ্যসূত্র

Tags:

হিব্রু বর্ষপঞ্জি উপাদানহিব্রু বর্ষপঞ্জি তথ্যসূত্রহিব্রু বর্ষপঞ্জিইজরায়েল

🔥 Trending searches on Wiki বাংলা:

আরবি বর্ণমালামীর মশাররফ হোসেনঅপারেশন সার্চলাইটধর্মীয় জনসংখ্যার তালিকাপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাশাহরুখ খানলা লিগারক্তের গ্রুপক্যান্সারডিপজলমালয়েশিয়াবাংলাদেশের নদীবন্দরের তালিকাসাদ্দাম হুসাইনঅষ্টাঙ্গিক মার্গঅর্থ (টাকা)সাইবার অপরাধরামপ্রসাদ সেনঅকাল বীর্যপাতআতিকুল ইসলাম (মেয়র)ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিচেঙ্গিজ খানটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাআবুল কাশেম ফজলুল হকক্রোমোজোমপ্লাস্টিক দূষণইসলামইংরেজি ভাষাহরিচাঁদ ঠাকুরজ্ঞানজাযাকাল্লাহদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননোরা ফাতেহিএশিয়ামেহজাবীন চৌধুরীমিশ্র অর্থনীতিএস এম শফিউদ্দিন আহমেদআবুল খায়ের গ্রুপসুলতান সুলাইমানইসরায়েলনেপালহার্নিয়াশেরপুর জেলাওয়েবসাইটভারতীয় জাতীয় কংগ্রেসযৌনসঙ্গমবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশপ্রিয়তমাজাতীয় সংসদময়মনসিংহ বিভাগওয়ালাইকুমুস-সালামসিমেন্টসহীহ বুখারীকৃষ্ণচূড়ামাসোনালী ব্যাংক পিএলসিঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েমীর জাফর আলী খাননিরপেক্ষ রেখা (অর্থনীতি)জয়া আহসানপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমব্রহ্মপুত্র নদহরমোনবেল (ফল)ইসলামি সহযোগিতা সংস্থাআহসান মঞ্জিলভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিথাইল্যান্ডচলক (গণিত)সুকান্ত ভট্টাচার্য২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)বাংলাদেশের উপজেলাবিশ্ব পরিবেশ দিবসবাংলাদেশ আওয়ামী লীগফেনী জেলাধর্ষণশ্রীকৃষ্ণকীর্তনতক্ষকবাংলাদেশের জাতিগোষ্ঠী🡆 More