সাইপ্রাস: দ্বীপ রাষ্ট্র

সাইপ্রাস (গ্রিক: Κύπρος ; তুর্কি: Kıbrıs }} (/ˈsaɪprəs/ (ⓘ)), আনুষ্ঠানিকভাবে সাইপ্রাস প্রজাতন্ত্র (গ্রিক: Κυπριακή Δημοκρατία, তুর্কি: Kıbrıs Cumhuriyeti) ভূমধ্যসাগরের একটি দ্বীপ দেশ। ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ এটি। এর পশ্চিমে গ্রিস, পূর্বে লেবানন, সিরিয়া এবং ইসরাইল, উত্তরে তুরস্ক ও দক্ষিণে মিশর। ভৌগোলিক দিক দিয়ে সাইপ্রাস ইউরোপ মহাদেশের অন্তর্গত হলেও দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য।

সাইপ্রাস প্রজাতন্ত্র

Κυπριακή Δημοκρατία (গ্রিক)
Kypriakí Dimokratía )
Kıbrıs Cumhuriyeti (তুর্কী)
সাইপ্রাসের জাতীয় পতাকা
নীতিবাক্য: নেই
জাতীয় সঙ্গীত:  Ύμνος εις την Ελευθερίαν
Imnos is tin Eleftherian  (প্রতিবর্ণীকরণ)
স্বাধীনতার স্তবগান 

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দেশটির অবস্থান
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দেশটির অবস্থান
দেশটির এমওডিআইএস কৃত্রিম উপগ্রহ চিত্র
দেশটির এমওডিআইএস কৃত্রিম উপগ্রহ চিত্র
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
নিকোসিয়া
সরকারি ভাষাগ্রিক, তুর্কী
সরকারপ্রজাতন্ত্র
• রাষ্ট্রপতি
নিকোস ক্রিস্টোডৌলিডস
স্বাধীনতা 
• তারিখ
আগস্ট ১৬ ১৯৬০
আয়তন
• মোট
৯,২৫১ কিমি (৩,৫৭২ মা) (১৬৭তম)
• পানি (%)
নগণ্য
জনসংখ্যা
• ২০১৮ আনুমানিক
1,170,125 (১৫৮তম)
• ২০১১ আদমশুমারি
838,897
• ঘনত্ব
১২৩.৪/কিমি (৩১৯.৬/বর্গমাইল) (৮২তম)
জিডিপি (পিপিপি)2016 আনুমানিক
• মোট
$29.666 billion (126th)
• মাথাপিছু
$34,970 (35th)
জিডিপি (মনোনীত)2016 আনুমানিক
• মোট
$19.810 billion (114th)
• মাথাপিছু
$23,352 (33rd)
জিনি (2015)ধনাত্মক হ্রাস 33.6
মাধ্যম
মানব উন্নয়ন সূচক (2015)বৃদ্ধি 0.856
অতি উচ্চ · 33rd
মুদ্রাইউরো (সিওয়াইপি)
সময় অঞ্চলইউটিসি+০২:০০ (ইইটি)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+০৩:০০ (ইইএসটি)
কলিং কোড৩৫৭
ইন্টারনেট টিএলডি.সিওয়াই
  1. "Ymnos pros tin Eleutherian" is also used as the national anthem of Greece.
  2. UN population estimate for entire island including Turkish-controlled areas.
  3. The .eu domain is also used, shared with other European Union member states.

ইতিহাস

সাইপ্রাসকে বলা হয় দেবী আফ্রোদিতির জন্মস্থান। এখানে মানব বসতির আদিভূমি হচ্ছে দক্ষিণ উপকূলীয় এলাকা ‘ইতোকরেমনস’। খ্রিষ্টজন্মের ১০ হাজার বছর আগে এখানে শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহকারীদের বসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায়। তারা খ্রিষ্টপূর্ব আট হাজার ২০০ বছর আগে স্থায়ীভাবে গ্রামীণ জীবনের আওতায় আসে। এখানে প্রথম সভ্য মানুষ আসে আনাতোলিয়া থেকে খ্রিষ্টপূর্ব ২ হাজার ৪০০ বছর আগে। আর গ্রিকরা আসে খ্রিষ্টপূর্ব এক হাজার ৬০০ বছর আগে। এর পর আশপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় নানা জাতি ও বর্ণের লোক এখানে এসেছে। সাইপ্রাস ইতিহাসের বিভিন্ন সময় গ্রিক, রোমান, পারসীয় এবং মিসরীয় শাসকদের অধীনে শাসিত হয়। ৩৯৫ সালে এ দ্বীপটি বাইজানটাইন সাম্রাজ্যের অধীনে চলে যায়। আরবরা এটি দখল করে ৬৪৩ সালে। ১১৯১ সালে তৃতীয় ক্রুসেডের সময় এটি দখল করে ইংল্যান্ডের রাজা রিচার্ড। ১৫৩৯ সালে অটোমানরা এটি দখলে নেয়। ১৮৭৮ সালে দ্বীপটি ব্রিটেনের একটি সামরিক ঘাঁটিতে পরিণত হয়। ১৯২৫ সালে দ্বীপটিকে ব্রিটিশরা নিজেদের একটি কলোনি বলে দাবি করে। অবশেষে ১৯৬০ সালের ১৬ আগস্ট এক চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে।

রাজনীতি

সাইপ্রাসের রাজনীতি একটি রাষ্ট্রপতিশাসিত, বহুদলীয়, প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্র ও সরকার প্রধান। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। সরকার ও আইনসভা একত্রে আইন প্রণয়নের দায়িত্বে নিয়োজিত। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ হতে স্বাধীন।

সাইপ্রাস বর্তমানে একটি বিভক্ত রাষ্ট্র। ১৯৭০-এর দশক থেকে দ্বীপের উত্তরের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে তুর্কি সাইপ্রিটরা। এই ঘটনাটি সাইপ্রাসের রাজনীতিতে আজ অবধি গভীর প্রভাব বিস্তার করে চলেছে।

সরকার পদ্ধতি

দেশটির সরকারব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতিশাসিত। দেশটির সরকার ও রাষ্ট্রপ্রধান হচ্ছেন প্রেসিডেন্ট। যিনি প্রতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। নির্বাহী বিভাগ পরিচালনা করেন সরকার, আইন বিভাগ পরিচালনা করেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। ১৯৬০ সালে প্রণীত সংবিধানে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট হবেন অবশ্যই একজন গ্রিক সাইপ্রিয়ট বা জাতিগত গ্রিক এবং তুর্কি সাইপ্রিয়ট একজন হবেন ভাইস প্রেসিডেন্ট যিনি ওই গোষ্ঠীর প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হবেন। ১৯৮৩ সালে তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত অংশ স্বাধীনতা ঘোষণা করে। তবে এ পর্যন্ত তুরস্ক ছাড়া আর কোনো দেশে তাদের সমর্থন করেনি। দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যসংখ্যা ৫৯ জন। এর মধ্যে ৫৬ জন সরাসরি নির্বাচিত হন এবং বাকি তিনটি আসন মেরোনাইট, আর্মেনিয়ান এবং ল্যাটিন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত।

প্রশাসনিক অঞ্চলসমূহ

সাইপ্রাস এর রাজধানী নিকোসিয়া। এই শহরটি দুই ভাগে বিভক্ত।

ভূগোল

সাইপ্রাস: ইতিহাস, রাজনীতি, সরকার পদ্ধতি 
সাইপ্রাসে একটি তামার খনি। প্রাচীনকালে সাইপ্রাস ছিল তামার প্রধান উৎস।

এখানকার আবহাওয়া সাধারণত গরম এবং শুষ্ক। নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকাল হচ্ছে চাষাবাদের মৌসুম। শীতের এ মৌসুমে এখানে যথেষ্ট বৃষ্টিপাত হয়। শীতকালে এখানে নানা ধরনের সাইক্লোনও দেখা দেয়। এ সাইক্লোনগুলো উৎপন্ন হয় ভূমধ্যসাগরে। আর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া থাকে শুষ্ক। এখানকার গড় বৃষ্টিপাত ৫৫০ মিলিমিটার। গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এ অবস্থা দেশটিতে বিশাল পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রেখেছে।

অর্থনীতি

সাইপ্রাসের অর্থনীতি দক্ষিণের সাইপ্রীয় গ্রিক সরকার নিয়ন্ত্রিত এলাকা এবং উত্তরের তুর্কি সাইপ্রীয় নিয়ন্ত্রিত এলাকার দ্বিবিধ অর্থনীতি নিয়ে গঠিত। গ্রিক নিয়ন্ত্রিত এলাকাটির অর্থনীতি উন্নত বলে স্বীকৃত। আইএমএফ’র মতে, দেশটির মাছাপিছু আয় হচ্ছে ২৮ হাজার ৩৮১ ডলার। তারা অর্থনীতির সব ক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুসরণ করছে। ২০০৭ সালের ১লা মে থেকে তারা ইউরো মুদ্রাকে তাদের নিজস্ব মুদ্রা হিসেবে গ্রহণ করে। এ ছাড়া দেশটির আয়ের প্রধান খাতগুলো হচ্ছে পর্যটন, শিক্ষা, বাণিজ্য ইত্যাদি।

পর্যটন

দেশটির আয়ের অন্যতম উৎস পর্যটন। সাইপ্রাসে প্রতি বছর গড়ে ২৪ লাখ বিদেশী পর্যটক আসেন। ২০০৬ সালে মোট জিডিপি’র ১০ দশমিক ৭ শতাংশ এসেছে পর্যটন শিল্প থেকে। ১ লাখ ১৩ হাজারের বেশি লোকের অর্থাৎ দেশের মোট চাকরীজীবীর ২৯ দশমিক ৭ শতাংশের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে এ শিল্পে। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম এর ২০০৭ সালের সূচকে পর্যটন শিল্পে সাইপ্রাসের অব¯'ান বিশ্বে ২০তম। দ্য সাইপ্রাস ট্যুরিজম অর্গানাইজেশন (সিটিও) নামের একটি সংগঠন সরকারের পক্ষে সাইপ্রাসের পর্যটন শিল্পের তত্ত্বাবধানে করে থাকে।

প্রতিরক্ষাব্যবস্থা

দেশটির প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ‘সাইপ্রিয়ট ন্যাশনাল গার্ড’। স্থল, নৌ এবং বিমানবাহিনীর সমন্বয়ে এটি একটি যৌথ প্রতিরক্ষা বাহিনী। সাইপ্রিয়ট ন্যাশনাল গার্ডের বর্তমান প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কনস্টান্টিনস বিসবিকাস।

জনসংখ্যা

ধর্ম

গ্রিক সাইপ্রিয়টদের বেশিরভাগই গ্রিক অর্থোডক্স চার্চের সদস্য এবং তুর্কি সাইপ্রিয়টদের বেশিরভাগই মুসলিম। ইউরোবেরোমিটার ২০০৫ অনুসারে, সাইপ্রাস হচ্ছে ইউরোপের প্রধান পাঁচটি ধার্মিক দেশের একটি। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে পাঁচটি দেশে রাষ্ট্রধর্ম আছে সাইপ্রাস তাদেরও একটি। সাইপ্রাসের রাষ্ট্রধর্ম হচ্ছে ‘সাইপ্রিয়ট অর্থোডক্স চার্চ’।

শিক্ষা

সাইপ্রাসের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা অত্যন্ত উন্নত। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই তা প্রযোজ্য। সাইপ্রাসের মোট জিডিপি’র ৭ শতাংশ ব্যয় হয় শিক্ষার জন্য। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ক্ষেত্রে যা তৃতীয় সর্বোচ্চ। সাইপ্রাসে একাধিক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে সাইপ্রাসের উচ্চশিক্ষা গ্রহণকারীদের অনেকেই গ্রিস, ব্রিটেন, তুরস্ক, ইউরোপের অন্যান্য দেশ এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে।

সংস্কৃতি

খেলাধুলা, গান, সাহিত্য, স্বাস্থ্যব্যবস্থা, টেলিযোগাযোগ পদ্ধতি এবং পরিবহনব্যবস্থাসহ জীবনের নানা ক্ষেত্রে সাইপ্রিয়টদের রয়েছে সম্পূর্ণ নিজস্ব ঐতিহ্য।

তথ্যসূত্র

টীকা

বহিঃসংযোগ

This article uses material from the Wikipedia বাংলা article সাইপ্রাস, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). বিষয়বস্তু সিসি বাই-এসএ ৪.০-এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে। Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki বাংলা (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.

Tags:

সাইপ্রাস ইতিহাসসাইপ্রাস রাজনীতিসাইপ্রাস সরকার পদ্ধতিসাইপ্রাস প্রশাসনিক অঞ্চলসমূহসাইপ্রাস ভূগোলসাইপ্রাস অর্থনীতিসাইপ্রাস পর্যটনসাইপ্রাস প্রতিরক্ষাব্যবস্থাসাইপ্রাস জনসংখ্যাসাইপ্রাস ধর্মসাইপ্রাস শিক্ষাসাইপ্রাস সংস্কৃতিসাইপ্রাস তথ্যসূত্রসাইপ্রাস টীকাসাইপ্রাস বহিঃসংযোগসাইপ্রাসইউরোপইউরোপীয় ইউনিয়নইসরাইলগ্রিক ভাষাগ্রিসচিত্র:En-us-Cyprus.oggতুরস্কতুর্কি ভাষাদ্বীপ দেশভূমধ্যসাগরমিশরলেবাননসাহায্য:আধ্বব/ইংরেজিসাহায্য:আধ্বব/তুর্কিসাহায্য:গ্রিকের জন্য আইপিএসিরিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

ইরাকশিয়া ইসলামহারুনুর রশিদর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নভাইরাসখাদ্যরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪মিজানুর রহমান আজহারীহিন্দুইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রঈদুল ফিতরবাংলাদেশবিজয় দিবস (বাংলাদেশ)মোহাম্মদ সাহাবুদ্দিনপুঁজিবাদইসলাম ও হস্তমৈথুনবিকাশসিলেট০ (সংখ্যা)তামিম বিন হামাদ আলে সানিআলালের ঘরের দুলালহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)ময়মনসিংহ জেলাভারতের ইতিহাসযশস্বী জয়সওয়ালবিদ্রোহী (কবিতা)কুতুব মিনারতুরস্কবাংলাদেশের অর্থমন্ত্রীযোনি পিচ্ছিলকারকফরাসি বিপ্লবভারতের সংবিধানক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা দিবসবাংলাদেশ আওয়ামী লীগভূত্বকবাংলাদেশের জাতিগোষ্ঠীবাংলাদেশের নদীবন্দরের তালিকাদ্য কোকা-কোলা কোম্পানিঘূর্ণিঝড়যোগাসনবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানহামাসখাওয়ার স্যালাইনজাতীয় সংসদের স্পিকারদের তালিকাজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাশেখ মুজিবুর রহমানমানুষহরে কৃষ্ণ (মন্ত্র)জাযাকাল্লাহইস্তেখারার নামাজপথের পাঁচালী (চলচ্চিত্র)ক্যান্সারইসলামি সহযোগিতা সংস্থাবাংলাদেশের উপজেলামুরগিরঙের তালিকাবাংলা বাগধারার তালিকাযাকাতদিল্লিউসমানীয় খিলাফতবাংলাদেশের ইউনিয়নশামসুর রাহমানকৃষ্ণচূড়াচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সুনীল গঙ্গোপাধ্যায়প্রাচীন ভারতবাংলাদেশের সংবাদপত্রের তালিকাঅপারেশন সার্চলাইটসাইবার অপরাধইতিহাসশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ইসলামি বর্ষপঞ্জিবাংলাদেশ সশস্ত্র বাহিনীসার্বজনীন পেনশনতক্ষক🡆 More