রুশ জাতি

রুশ জাতি (রুশ: русские, প্রতিবর্ণীকৃত: রুশকিয়ে) হল পূর্ব ইউরোপের একটি পূর্ব স্লাভীয় নৃগোষ্ঠী, যারা একটি সাধারণ রুশ পূর্বপুরুষ, সংস্কৃতি ও ইতিহাস নিজেদের মধ্যে ভাগাভাগি করে। রুশ হল মাতৃভাষা হিসাবে রুশ জাতির দ্বারা সর্বাধিক কথ্য স্লাভীয় ভাষা; এবং অর্থোডক্স খ্রিস্টান হল ১১তম শতক থেকে তাদের ঐতিহাসিক ধর্ম। তারা বৃহত্তম স্লাভীয় জাতি, সেইসাথে বৃহত্তম ইউরোপীয় জাতি।

রুশ
রুশ: русские
মোট জনসংখ্যা
১৩৪ মিলিয়ন
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
রুশ জাতি
রুশ জাতি রাশিয়া  ১১,৭৩,১৯,০০০
রুশ অভিবাসী
রুশ জাতি ইউক্রেন৭১,৭০,০০০ (২০১৮) ক্রিমিয়াসহ
রুশ জাতি কাজাখস্তান৩৫,১২,৯২৫ (২০২০)
রুশ জাতি জার্মানি৩৫,০০,০০০
(রুশ ইহুদি ও রুশ জার্মানসহ)
১২,১৩,০০০
(জাতিগত জার্মান প্রত্যাবাসিত ব্যক্তিদের বাদ দিয়ে)
রুশ জাতি যুক্তরাষ্ট্র৩০,৭২,৭৫৬ (২০০৯)
(রুশ ইহুদি ও রুশ জার্মান সহ)
রুশ জাতি ইসরায়েল৯,৩৮,৫০০ (২০১১)
(রুশ ইহুদী সহ)
রুশ জাতি উজবেকিস্তান৮,০৯,৫৩০ (২০১৯)
রুশ জাতি বেলারুশ৭,০৬,৯৯২ (২০১৯)
রুশ জাতি কানাডা৬,২২,৪৪৫ (২০১৬)
(রুশ বংশোদ্ভূত, রুশ জার্মানদের বাদ দিয়ে)
অন্যান্য রাষ্ট্রসমূহ
রুশ জাতি লাতভিয়া৪,৮৭,২৫০ (২০১৮)
রুশ জাতি কিরগিজস্তান৩,৫২,৯৬০ (২০১৮)
রুশ জাতি ব্রাজিল৩,৪০,০০০
রুশ জাতি এস্তোনিয়া৩,২২,৭০০ (২০২১)
রুশ জাতি আর্জেন্টিনা৩,০০,০০০ (২০১৮)
রুশ জাতি মলদোভা২,০১,২১৮ (২০১৪)
রুশ জাতি ফ্রান্স২,০০,০০০ থেকে ৫,০০,০০০
রুশ জাতি তুর্কমেনিস্তান১,৫০,০০০ (২০১২)
রুশ জাতি লিথুয়ানিয়া১,২৯,৭৯৭ (২০১৭)
রুশ জাতি ইতালি১,২০,৪৫৯
রুশ জাতি আজারবাইজান১,১৯,৩০০ (২০০৯)
রুশ জাতি ফিনল্যান্ড৯০,৮০১ (২০২০)
রুশ জাতি অস্ট্রেলিয়া৬৭,০৫৫ (২০০৬)
রুশ জাতি তুরস্ক৫০,০০০
(রুশ বংশোদ্ভূত)
রুশ জাতি পোল্যান্ড৪০,০০০ (2019)
রুশ জাতি রোমানিয়া৩৬,৩৯৭ (২০০২)
(লিপোভানীয়)
রুশ জাতি চেক প্রজাতন্ত্র৩৫,৭৫৯ (২০১৬)
রুশ জাতি তাজিকিস্তান৩৫,০০০ (২০১০)
রুশ জাতি দক্ষিণ কোরিয়া৩০,০৯৮ (২০১৬)
রুশ জাতি জর্জিয়া২৬,৪৫৩ (২০১৪)
রুশ জাতি হাঙ্গেরি২১,৫১৮ (২০১৬)
রুশ জাতি সুইডেন২০,১৮৭ (২০১৬)
রুশ জাতি চীন১৫,৬০৯ (২০০০)
রুশ জাতি বুলগেরিয়া১৫,৫৯৫ (২০০২)
রুশ জাতি আর্মেনিয়া১৪,৬৬০ (২০০২)
রুশ জাতি গ্রিস১৩,৬৩৫ (২০০২)
রুশ জাতি ভারত৬,০০০–১৫,০০০ (২০১১)
রুশ জাতি ডেনমার্ক৭,৬৮৬ (২০১৯)
রুশ জাতি নিউজিল্যান্ড৫,৯৭৯ (২০১৩)
রুশ জাতি সাইপ্রাস৪,৯৫২ (২০০১)
ভাষা
রুশ
ধর্ম
সংখ্যাগরিষ্ঠ ইস্টার্ন অর্থোডক্সি
(রুশ অর্থোডক্স চার্চ)
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
ভাষাগত ও জিনগতভাবে অন্যান্য পূর্ব স্লাভীয় (বেলারুশীয়, ইউক্রেনীয়, রুসিনীয়)

রুশরা পূর্ব স্লাভীয় উপজাতি থেকে গঠিত হয়েছিল এবং তাদের সাংস্কৃতিক পূর্বপুরুষদের ভিত্তি কিভান রুশে অবস্থিত। জিনগতভাবে, বেশিরভাগ রুশ জনসংখ্যা অন্যান্য পূর্ব ও পশ্চিম স্লাভীয়দের সাথে অভিন্ন, এটি শুধুমাত্র উত্তর রুশ জনসংখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে, যে তারা উত্তর ইউরোপীয় বাল্টিক জিন পুলের অন্তর্গত। রুশদের জন্য "রাশিয়ান" শব্দটি রুশের মানুষ ও রুশের অঞ্চল থেকে উদ্ভূত হয়েছে। রুশরা অন্যান্য ইউরোপীয় জনগণের সঙ্গে এবং বিশেষত অন্যান্য পূর্ব স্লাভীয় নৃগোষ্ঠীসমূহের সঙ্গে, বিশেষ করে বেলারুশীয় ও ইউক্রেনীয়দের সাথে অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভাগ করে নেয়।

বিশ্বের মোট ২৫৮ মিলিয়ন (২৫.৮ কোটি) রুশ ভাষাভাষীদের মধ্যে প্রায় ১৩৪ মিলিয়ন জাতিগত রুশ। বেশিরভাগ রুশরা স্থানীয় রাশিয়ায় বাস করে, তবে উল্লেখযোগ্য সংখ্যালঘুরা অন্যান্য সোভিয়েত-পরবর্তী রাষ্ট্র যেমন বেলারুশ, কাজাখস্তান, মলদোভা, ইউক্রেন ও বাল্টিক রাষ্ট্রসমূহে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটি বৃহৎ রুশ অভিবাসী জনগোষ্ঠী (কখনও কখনও রুশ জাতির বাইরের রুশ-ভাষী সহ), আনুমানিক ২০–৩০ মিলিয়নেরও বেশি মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল ও কানাডায় উল্লেখযোগ্য সংখ্যা সহ সারা বিশ্বে বিকশিত হয়েছে।

জাতি নাম

রাশিয়ার নাগরিকদের উল্লেখ করার আদর্শ উপায় হল ইংরেজি "রাশিয়ান" শব্দের ব্যবহার। দুটি রুশ শব্দ রয়েছে, যা সাধারণত ইংরেজিতে (বাংলাতেও) "রাশিয়ান" হিসাবে অনুবাদ করা হয়। একটি হল "русские" (রুশকীয়ে), যার আধুনিক উচ্চারণ রুশীয়ার অর্থ প্রায়শই "জাতিগত রাশিয়ান"। আরেকটি হল "россияне" (রুশিয়ানিয়া), যা জাতিগত বা ধর্মীয় অনুষঙ্গ নির্বিশেষে "রাশিয়ার নাগরিক"দের নির্দেশ করে।

রুশদের নামটি প্রাথমিক মধ্যযুগীয় নর্স বণিক ও যোদ্ধাদের একটি দল "রুশ জনগণ" থেকে এসেছে, যারা বাল্টিক সাগরের ওপার থেকে স্থানান্তরিত হয়েছিল ও নভগোরদকে কেন্দ্র করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, যা পরে কিভান রুশ' হয়ে ওঠে।

রুশ বিপ্লবের আগ পর্যন্ত, জারবাদী রাশিয়া কখনই জনগণকে বিশেষভাবে "রুশ" বলে ডাকত না, বরং "রুশ"দের (সমস্ত পূর্ব স্লাভীয়) একটি অংশ হিসাবে "মহান রুশ" বলে উল্লেখ করেছিল।

ভৌগোলিক বন্টন

রুশ জাতি 
১৯৯৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রে জাতিগত রুশরা


জাতিগত রুশরা ঐতিহাসিকভাবে প্রাক্তন রুশ সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের এলাকা জুড়ে স্থানান্তরিত হয়েছিল, কখনও কখনও জারবাদী ও পরবর্তীতে সোভিয়েত সরকার দ্বারা সীমান্তে পুনরায় বসতি স্থাপন করতে উত্সাহিত করা হয়েছিল। কিছু কিছু অনুষ্ঠানে, জাতিগত রুশ সম্প্রদায়, যেমন লিপোভানীয়রা যারা দানিউব বদ্বীপে বা দোউখোবীয়রা কানাডার বসতি স্থাপন করেছিল, তারা কেন্দ্রীয় কর্তৃত্ব থেকে পলায়নের মাধ্যমে ধর্মীয় ভিন্নমতাবলম্বী হিসাবে দেশত্যাগ করেছিল।

১৯১৭ সালে শুরু হওয়া রুশ বিপ্লব ও রুশ গৃহযুদ্ধের পর, অনেক রুশ বলশেভিক শাসন থেকে পলায়ন করার জন্য তাদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয় এবং লক্ষ লক্ষ রুশ শরণার্থীতে পরিণত হয়েছিল। অনেক শ্বেতাঙ্গ অভিবাসী শ্বেতাঙ্গ আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন, যদিও এই শব্দটি ব্যাপকভাবে যে কারো ক্ষেত্রে প্রযোজ্য হয়, যারা শাসনের পরিবর্তনের কারণে দেশ ছেড়ে চলে গিয়েছিল।

নৃতাত্ত্বিক গোষ্ঠী

রুশদের মধ্যে, বেশ কয়েকটি নৃতাত্ত্বিক গোষ্ঠী আলাদাভাবে রয়েছে, যেমন: উত্তর রুশ, দক্ষিণ রুশ, কস্যাক, গোরিউন, কামচাদাল, পোলেখ, পোমোর, রুশ চীনা, সাইবেরীয় (সাইবেরিয়াক), স্তারোজহিলি, পুরানো বিশ্বাসীদের কিছু গোষ্ঠী (কামেনশিক, লিপোভীয়, সেমিস্কি) ও অন্যান্য।

প্রধান হল উত্তর ও দক্ষিণ রুশ গোষ্ঠী। একই সময়ে, নৃতাত্ত্বিক দিমিত্রি জেলেনিন রচিত ১৯২৭ সালের রাশিয়ান (ইস্ট স্লাভিক) এথনোগ্রাফি গ্রন্থে তাদের পৃথক পূর্ব স্লাভিক জনগোষ্ঠী হিসাবে বিবেচনা করার প্রস্তাবটি বৈজ্ঞানিক বৃত্তে সমর্থন পায়নি।

ভাষা

রুশ জাতি 
  রুশ ভাষার দাপ্তরিক মর্যাদা রয়েছে।
  রুশ দাপ্তরিক নয়, কিন্তু জনসংখ্যার ৩০% এরও বেশি দ্বারা কথ্য ভাষা।

রুশ ভাষা হল রাশিয়ার সরকারি ও প্রধানত কথ্য ভাষা। এটি ইউরোপে সবচেয়ে বেশি স্থানীয় কথ্য ভাষা, ইউরেশিয়ার সবচেয়ে ভৌগলিকভাবে বিস্তৃত ভাষা, সেইসাথে বিশ্বের সবচেয়ে বেশি কথ্য স্লাভীয় ভাষা। ইংরেজির পরে রুশ হল ইন্টারনেটে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা, এবং এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ব্যবহৃত দুটি দাপ্তরিক ভাষার একটি, পাশাপাশি জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষার মধ্যে একটি।

আরও দেখুন

  • সর্ব-রুশ জাতি
  • ইউরোপের নৃগোষ্ঠী
  • রুশ শিল্পীদের তালিকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • রুশ জাতি  উইকিমিডিয়া কমন্সে রুশ জাতি সম্পর্কিত মিডিয়া দেখুন।

Tags:

রুশ জাতি জাতি নামরুশ জাতি ভৌগোলিক বন্টনরুশ জাতি নৃতাত্ত্বিক গোষ্ঠীরুশ জাতি ভাষারুশ জাতি আরও দেখুনরুশ জাতি তথ্যসূত্ররুশ জাতি বহিঃসংযোগরুশ জাতিনৃগোষ্ঠীপূর্ব ইউরোপপূর্বদেশীয় সনাতনপন্থী মণ্ডলীরাশিয়ার ইতিহাসরুশ ভাষারুশ সংস্কৃতিস্লাভীয় ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশ রেলওয়েঅগ্ন্যাশয়আলহামদুলিল্লাহতক্ষকভারত জাতীয় ফুটবল দলকালুরঘাট বেতার কেন্দ্রন্যাটোফিতরাকৃষ্ণচন্দ্র রায়ইরানসিরাজউদ্দৌলামহাস্থানগড়তাজবিদদেশ অনুযায়ী ইসলামপদ্মা নদীর মাঝি (উপন্যাস)বাংলা স্বরবর্ণজগদীশ চন্দ্র বসুদোলপূর্ণিমাহরিচাঁদ ঠাকুরবাংলা ব্যঞ্জনবর্ণফজরের নামাজমমতা বন্দ্যোপাধ্যায়আবদুল হামিদ খান ভাসানীইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমৌলিক পদার্থবাংলা লিপিউসমানীয় খিলাফতছারপোকাঅপু বিশ্বাসআহসান মঞ্জিলআসমানী কিতাববেগম রোকেয়াবিশ্ব থিয়েটার দিবসমেয়েহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরভারতের ইতিহাসশশাঙ্কজনগণমন-অধিনায়ক জয় হেআলিতুরস্ককোপা আমেরিকানীল বিদ্রোহসুভাষচন্দ্র বসুসালাহুদ্দিন আইয়ুবিবাংলাদেশের বিভাগসমূহসুকান্ত ভট্টাচার্যমুজিবনগরহোলিকা দহনইসলামে আদমবঙ্গবন্ধু-১গঙ্গা নদীসালাতুত তাসবীহইব্রাহিম (নবী)মেঘনাদবধ কাব্যজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকব্যাংকপূর্ণিমা (অভিনেত্রী)শর্করামোহাম্মদ সাহাবুদ্দিনবাস্তুতন্ত্রঅমর্ত্য সেনআব্দুল কাদের জিলানীযাকাতজয়নগর লোকসভা কেন্দ্রহিন্দুধর্মআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাযুক্তফ্রন্টআকবরমুহাম্মাদমতিউর রহমান নিজামীবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহকান্তনগর মন্দিরবাংলাদেশ আওয়ামী লীগডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রফিলিস্তিনের ইতিহাসসূরা লাহাবজাপানদক্ষিণ কোরিয়াগৌতম বুদ্ধ🡆 More