মেক্সিকো

মেক্সিকান যুক্তরাষ্ট্র, (ⓘ), মেহিকো বা সাধারণ নামে মেক্সিকো (ইংরেজি: /ˈmɛksɪkoʊ/) (টেমপ্লেট:Audio-es ) উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র; দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর; দক্ষিণ-পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত। প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত মেক্সিকো আয়তনের বিচারে দুই আমেরিকার পঞ্চম বৃহত্তম রাষ্ট্র তথা বিশ্বের চতুর্দশ বৃহত্তম স্বাধীন রাষ্ট্র। দেশের জনসংখ্যা প্রায় ১০৯ মিলিয়ন; জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ জনবহুল রাষ্ট্র। মেক্সিকো যুক্তরাষ্ট্র একত্রিশটি রাজ্য ও রাজধানী শহর একটি যুক্তরাষ্ট্রীয় জেলা নিয়ে গঠিত।

মেক্সিকান যুক্তরাষ্ট্র

Estados Unidos Mexicanos
মেক্সিকোর জাতীয় পতাকা
পতাকা
মেক্সিকোর Coat of arms
Coat of arms
জাতীয় সঙ্গীত: Himno Nacional Mexicano
মেক্সিকোর অবস্থান
রাজধানীমেক্সিকো সিটি
বৃহত্তম নগরীcapital
সরকারি ভাষাস্প্যানিশ (কার্যত)
ধর্ম
খ্রিষ্টান ৮৮%

নাস্তিক ১০%

অন্যান্য ২%
জাতীয়তাসূচক বিশেষণমেক্সিকান
সরকাররাষ্ট্রপতিশাসিত যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র
• রাষ্ট্রপতি
আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ
(PRI party)
স্বাধীনতা 
• ঘোষিত
১৬ সেপ্টেম্বর ১৮১০
• স্বীকৃত
২৭ সেপ্টেম্বর ১৮২১
আয়তন
• মোট
১৯,৭২,৫৫০ কিমি (৭,৬১,৬১০ মা) (১৫তম)
• পানি (%)
২.৫
জনসংখ্যা
• 2007 আনুমানিক
108,700,891 (11th)
• 2005 আদমশুমারি
103,263,388
• ঘনত্ব
৫৫/কিমি (১৪২.৪/বর্গমাইল) (১৪২তম)
জিডিপি (পিপিপি)২০০৬ আনুমানিক
• মোট
$1.149 trillion (12th)
• মাথাপিছু
$11,249 (৬৩তম)
জিডিপি (মনোনীত)২০০৬ আনুমানিক
• মোট
$840.012 billion (short scale) (14th)
• মাথাপিছু
$8,066 (৫৫তম)
জিনি (২০০৬)৪৭.৩
উচ্চ
মানব উন্নয়ন সূচক (২০৪)বৃদ্ধি০.৮২৯
ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · ৫২তম
মুদ্রাপেসো (MXN)
সময় অঞ্চলইউটিসি-8 to -6
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
varies
কলিং কোড52
ইন্টারনেট টিএলডি.mx
1 See languages note (below):

প্রাককলম্বিয়ান মধ্য আমেরিকায় ইউরোপীয়দের আগমনের পূর্বেই ওলমেক, তোলতেক, তিওতিহুয়াকান, মায়া ও আজটেক সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতা বিকাশলাভ করেছিল। ১৫২১ সালে স্পেন নিউ স্পেন প্রতিষ্ঠা করে। এই দেশটিই পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয়। ১৮২১ সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা অর্জন করে। মেক্সিকোর স্বাধীনতা-উত্তর পর্যায় ছিল অর্থনৈতিক অস্থিরতা, অঞ্চল হস্তচ্যুত হওয়া, গৃহযুদ্ধ এবং বৈদেশিক হস্তক্ষেপ, দুটি সাম্রাজ্য ও দুটি দীর্ঘ অভ্যন্তরীণ একনায়কতন্ত্রের ইতিহাস। সর্বশেষ একনায়কতান্ত্রিক শাসনের শেষে ১৯১০ সালে সংঘটিত হয় মেক্সিকান বিপ্লব। এই বিপ্লবের ফলস্রুতি ১৯১৭ সালের সংবিধান এবং দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উত্থান। ২০০০ সালের জুলাই মাসের সাধারণ নির্বাচনে প্রথম বার প্রাতিষ্ঠানিক বিপ্লবী দলের (স্পেনীয়: Partido Revolucionario Institucional পার্তিদ়ো রেভ়োলুসিওনারিও ইন্‌স্তিতুসিওনাল্‌ বা PRI পে, এরে, ই,) হাত থেকে রাষ্ট্রপতির পদ ছিনিয়ে নেয় কোনো বিরোধী দল।

একটি আঞ্চলিক শক্তি এবং ১৯৯৪ সাল থেকে অর্গ্যানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর একমাত্র লাতিন আমেরিকান দেশ মেক্সিকো উচ্চ মধ্য-আয়ের দেশ হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। মেক্সিকোকে সদ্য শিল্পায়িত দেশ হিসেবেও অভিহিত করা হয়। জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ বৃহত্তম অর্থব্যবস্থা। এছাড়াও আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসেবে মাথাপিছু জিডিপির বিচারে লাতিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র। দেশের অর্থব্যবস্থা মেক্সিকোর নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) সহযোগীদের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। বর্তমানে মেক্সিকো বিশ্বের এক উত্থানশীল শক্তি হওয়া সত্ত্বেও অসম আয়বণ্টন ও ড্রাগ-সংক্রান্ত হিংসার ঘটনা দেশের অন্যতম প্রধান সমস্যা বলে বিবেচিত হয়।

এটি ল্যাটিন আমেরিকার সবচেয়ে উত্তরে ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দেশ, এবং পৃথিবীর বৃহত্তম স্পেনীয় ভাষাভাষী রাষ্ট্র।

দেশটির সরকারি নাম মেক্সিকান যুক্তরাষ্ট্র (স্পেনীয় ভাষায়: Estados Unidos Mexicanos এস্তাদোস উনিদোস মেহিকানোস)। মেক্সিকোর অধিবাসীরা দেশটিকে অনেক সময়মেক্সিকান প্রজাতন্ত্র (República Mexicana; রেপুব্লিকা মেহিকানা) যদিও এই নামটি সরকারি ভাবে স্বীকৃত নয়।

ব্যুৎপত্তি

মেক্সিকো 
কোডেক্স মেন্ডোজা থেকে মেক্সিকো-টেনোচটিটলান শহরের চিত্র

স্পেনের অধীনতাপাশ থেকে মুক্তিলাভ করার পর নিউ স্পেন স্থির করে নতুন রাষ্ট্রের নামকরণ করা হবে রাজধানী মেক্সিকো সিটির নামে। ১৫২৪ সালে প্রাচীন আজটেক রাজধানী তেনোচতিৎলান (Mēxihco-Tenōchtitlan আ-ধ্ব-ব: /tenoːtʃˈtitɬan/, মেশি'কো-তেনোচ্‌তিৎলান্‌) উপর এই শহর স্থাপিত হয়। শহরের নামটি এসেছে নাউয়াত ভাষা থেকে। এই ভাষায় মেশ্ত্‌লি (Mextli) বা মেশি'ৎলি (Mēxihtli) আজটেকদের রক্ষাকর্তা ও যুদ্ধদেবতা উইৎসিলোপোচ্‌ৎলির (Huitzilopōchtli, আ-ধ্ব-ব /witsiloˈpoːtʃtɬi/) গোপন নাম। এক্ষেত্রে মেশি'কো (Mēxihco) শব্দের অর্থ "মেশ্ত্‌লি যেখানে বাস করেন"। অন্য এক মতে মেশি'কো শব্দটি এসেছে মেৎস্ত্‌লি (mētztli, চাঁদ) শিক্ত্‌লি (xictli নাভি, কেন্দ্র, বা পুত্র) এবং স্থানবাচক অনুসর্গ -কো (-co) যুক্ত হয়ে। এই ক্ষেত্রে নামের অর্থ "চাঁদের কেন্দ্রের স্থান" বা "চাঁদ হ্রদের কেন্দ্রের স্থান"। এই নামটি তেশকোকো হ্রদটিকে (Texcoco তেশ্‌কোকো) নির্দেশ করছে। যে পরস্পর সংযুক্ত হ্রদব্যবস্থার কেন্দ্রে তেশকোকো হ্রদটি অবস্থিত, সেটি কতকটা খরগোসের আকার বিশিষ্ট। ঠিক একই রকম একটি ছবি আজটেকরা চাঁদের গায়ে দেখতে পেত। তেনোচতিৎলান অবস্থিত ছিল সেই হ্রদের (বা চাঁদ/খরগোস) কেন্দ্রে বা নাভিস্থলে। আবার অন্য একটি মতে শব্দটি মাগেই (স্পেনীয় ও ইংরেজি: maguey) গাছের দেবী মেক্ত্‌লি-র (Mēctli) নাম থেকে উদ্ভূত হয়েছে।

ইতিহাস

আমেরিকানদের অন্যতম লাভজনক সংঘাত হলো মেক্সিকো যুদ্ধ। ১৮৪৬ থেকে ১৮৪৮ সালের মধ্যে সংঘটিত মেক্সিকো-আমেরিকা যুদ্ধটি হলো বিদেশের মাটিতে আমেরিকার প্রথম যুদ্ধ। এই যুদ্ধটি ছিল রাজনৈতিকভাবে বিভক্ত এবং অপ্রস্তুত মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জেমস কে পোলকের চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ।


এর উদ্দেশ্য ছিল আমেরিকার সীমানাকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা। তৎকালীন আমেরিকা এবং মেক্সিকোর মধ্যবর্তী রিও গ্র্যান্ডে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে একে একে আমেরিকা জিততে থাকে। চূড়ান্তভাবে জয়ী হওয়ার পর মেক্সিকোর ভূখণ্ডের ৩ ভাগের ১ ভাগ ভূখণ্ড আমেরিকার দখলে চলে আসে।


দুই বছরের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ২ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে। দ্বন্দ্বের কেন্দ্র ছিল টেক্সাস, যা মাত্র এক দশক আগে মেক্সিকোর কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল।


যুদ্ধটি গুয়াদালাপে-হিডালগো চুক্তির আওতায় ১৮৪৮ সালের ২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। আজকের আমেরিকার ক্যালিফোর্নিয়া, উটাহ, নেভাডা, এরিজোনা এবং নিউ মেক্সিকোর মতো সমৃদ্ধ প্রদেশগুলো একসময়কার মেক্সিকোর অংশ ছিল। ২ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় যা অনেক বেশি। মেক্সিকো যুদ্ধে ১৩ হাজার ২৮৩ মার্কিন সেনা নিহত হয়।

রাজনীতি

মেক্সিকো 
১৮১৯ সালে অ্যাডামস-অনস চুক্তি স্বাক্ষরের পর নিউ স্পেনের ভাইসরয়ালিটি

মেক্সিকোতে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। আইনসভা দ্বিকাক্ষিক। নিম্নকক্ষের নাম ফেডারেল চেম্বার অভ ডেপুটিজ, যার সদস্যসংখ্যা ৫০০। উচ্চকক্ষের নাম সেনেট, যার সদস্যসংখ্যা ১২৮। ভোটাধিকারের বয়স ১৮। বর্তমান সংবিধান ১৯১৭ সালের ৫ই ফেব্রুয়ারি প্রণয়ন করা হয়। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়।

মেক্সিকোর সরকারব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই তিনটি শাখায় বিভক্ত – নির্বাহী, আইন প্রণয়নকারী এবং বিচার। কিন্তু মেক্সিকোতে নির্বাহী শাখাটি অপর দুইটি শাখার উপর অনেক বেশি আধিপত্য বিস্তার করে। ফলে মেক্সিকোর রাষ্ট্রপতি দেশের রাজনৈতিক ব্যবস্থা অনেকাংশেই নিয়ন্ত্রণ করেন। বিংশ শতাব্দীর অধিকাংশ সময় ধরে একটি মাত্র রাজনৈতিক দল ইন্সটিটিউশনাল রেভোলিউশনারি পার্টি ক্ষমতা দখল করে রেখেছিল। ২০০০ সালে এসে প্রথমবারের মত এর প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হয়। সেইবার ন্যাশনাল অ্যাকশন পার্টির বিসেন্তে ফক্স জয়লাভ করেন।

প্রশাসনিক অঞ্চলসমূহ

পাদটীকা

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

টেমপ্লেট:Mexico topics

Tags:

মেক্সিকো ব্যুৎপত্তিমেক্সিকো ইতিহাসমেক্সিকো রাজনীতিমেক্সিকো প্রশাসনিক অঞ্চলসমূহমেক্সিকো পাদটীকামেক্সিকো গ্রন্থপঞ্জিমেক্সিকো বহিঃসংযোগমেক্সিকোআমেরিকা অঞ্চলউইকিপিডিয়া:বাংলা ভাষায় ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণউইকিপিডিয়া:বাংলা ভাষায় স্পেনীয় শব্দের প্রতিবর্ণীকরণউত্তর আমেরিকাক্যারিবিয়ান সাগরগুয়াতেমালাচিত্র:Es-mx-Estados Unidos Mexicanos.oggপ্রজাতন্ত্রপ্রশান্ত মহাসাগরবেলিজমার্কিন যুক্তরাষ্ট্রমেক্সিকো উপসাগরমেক্সিকো সিটিযুক্তরাষ্ট্রবাদরাজধানীসংবিধানবাদ

🔥 Trending searches on Wiki বাংলা:

মহসিন খান (ভারতীয় ক্রিকেটার)ডিপজলহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসুনামগঞ্জ জেলাগ্রেগরীয় বর্ষপঞ্জিইমাম বুখারীবাংলাদেশের জেলামাহিয়া মাহিগাজা ভূখণ্ডরাজশাহীবাংলাদেশের ইতিহাসবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাপ্রথম উসমানইব্রাহিম (নবী)বৈশাখঐশ্বর্যা রাইবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশচেন্নাই সুপার কিংসমাযহাবনাটকবিহুবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহবিমান বাংলাদেশ এয়ারলাইন্সখালেদা জিয়ামহেরা জমিদার বাড়িপ্রধান ধর্মাবলম্বী গোষ্ঠীসমূহবাঙালি মুসলিমদের পদবিসমূহবিটিএসসূর্যগ্রহণখাজা সলিমুল্লাহরুহুল্লাহ খোমেইনীলোকনাথ ব্রহ্মচারীদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপরমাণুইন্ডিয়ান সুপার লিগফিলিস্তিনউজবেকিস্তানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহকাজলসালমান খানরাশিয়াবাংলাদেশ ব্যাংকওঁ নমঃ শিবায়বৌদ্ধধর্মসাতই মার্চের ভাষণগঙ্গা নদীরবীন্দ্রসঙ্গীতবিদায় হজ্জের ভাষণমাদারীপুর জেলাবাংলাদেশের অর্থনীতিস্বস্তিকারবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)স্কোপোলামিননরসিংদী জেলাসোমালিয়াসাদিয়া জাহান প্রভামাথিশা পাথিরানাফরাসি বিপ্লবের কারণএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)কনডমশব্দ (ব্যাকরণ)মোহাম্মদ সাহাবুদ্দিনমুহাম্মাদের সন্তানগণইরানের সর্বোচ্চ নেতাওয়াহাবি আন্দোলনইলিশসত্যজিৎ রায়ভ্লাদিমির পুতিনমৌসুমীমাশাআল্লাহভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাঢাকাপ্রবাসী বাংলাদেশীহার্দিক পাণ্ড্যটাইটানিকসৌদি আরবের ইতিহাসআফগানিস্তানজনগণমন-অধিনায়ক জয় হে🡆 More