অ্যালকোহল: জৈব যৌগ

রসায়নে অ্যালকোহল (ইংরেজি: Alcohol) বলতে এমন সব জৈব যৌগকে বোঝায় যাদের হাইড্রক্সিল কার্যকারী গ্রুপটি একটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের কার্বনের সাথে একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। সাধারণভাবে অ্যালকোহলকে CnH2n+1OH এই সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে।

অ্যালকোহল: শ্রেণিকরণ, সাধারণ আলকোহল, সাধারণ প্রস্তুতি
অ্যালকোহল ভর্তি পাত্র

আলকোহল শব্দটি আরবি শব্দ "আল-কুহ" থেকে এসেছে যার অর্থ সাধারণভাবে ইথানল। ইথানল বর্ণহীন একধরনের উদ্বায়ী তরল যা গাঁজনের মাধ্যমে আখ থেকে তৈরি করা যায়।

শ্রেণিকরণ

আলকোহলকে সাধারণত প্রাইমারি (১ ডিগ্রি), সেকেন্ডারি (২ ডিগ্রি) ও টারসিয়ারি (৩ ডিগ্রি) এই তিনভাগে ভাগ করা হয়। ইথানল, আইসোপ্রোপাইল আলকোহল, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল যথাক্রমে প্রাইমারি, সেকেন্ডারি ও টারসিয়ারি অ্যাকোহলের সবচাইতে সরল উদাহরণ।

একমাত্র ব্যতিক্রম ফিনল (কার্বলিক এসিড) যার হাইড্রোক্সিল কার্যকারী গ্রুপ ফিনাইল (অ্যারাইল) গ্রুপের সাথে সাধারণ অ্যালকোহলের মত সরাসরি একটি বন্ধনের সাথে যুক্ত, কিন্তু যার রাসায়নিক ধর্ম সাধারণ অ্যালকোহলের থেকে সম্পূর্ণ আলাদা। তাই ফিনলকে আলকোহলের সমগোত্রীয় ধরা হয় না।

সাধারণ আলকোহল

সবচাইতে সরল ও বহুল ব্যবহৃত অ্যালকোহলের মধ্যে মিথানলইথানল উল্লেখযোগ্য।

সাধারণ প্রস্তুতি

  • এলকাইল বা এরাইল হ্যালাইডকে লঘু জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অথবা আর্দ্র সিলভার অক্সাইডসহ ফুটালে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে এলকোহল প্রস্তুত হয়।
  • গাঢ় সালফিউরিক এসিডের মধ্যে এলকিন প্রবাহিত করলে এলকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয় যা পানি দ্বারা রিফ্লাক্স করলে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে এলকোহল উৎপন্ন হয়।
  • Ni,Pt ও Pd প্রভাবকের উপস্থিতিতে উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা কার্বনিল যৌগ বিজারিত হয়ে এলকোহল উৎপন্ন করে।
  • জৈব এস্টারের সাথে খনিজ এসিডের বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়।
  • অ্যালডিহাইড, কার্বক্সিলিক এস্টার, কার্বক্সিলিক এসিডের সাথে যথাযথ বিক্রিয়কের বিক্রিয়ার ফলে অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব।
  • অণুজীবের মাধ্যমে শস্বনের ফলে স্টার্চসুগার থেকে অ্যালকোহল পাওয়া সম্ভব।

নামকরণ

IUPAC এর নিময় অনুসারে আলকেন-এর নামের শেষের "e" এর পরিবর্তে "ol" বসিয়ে সাধারণ ভাবে অ্যালকোহলের নামকরণ করা হয়। যেমন মিথেন ও ইথেন (Methane, Ethane) এর শেষের "e" এর পরিবর্তে "ol" বসিয়ে যথাক্রমে মিথানল ও ইথানল (Methanol, Ethanol) নামকরণ করা হয়।

হাইড্রক্সিল কার্যকরী গ্রুপের অবস্থান বুঝাতে "e" এর পরিবর্তে "ol" বসানোর আগে সংখ্যা ব্যবহার করা হয়। যেমন CH3CH2CH2OH কে বলা হয় প্রোপান-১-অল,(propan-1-ol ) CH3CHOHCH3 কে বলা হয় প্রোপান-২-অল (propan-2-ol)।

অন্যভাবে অ্যালকাইল গ্রুপ বা অন্য কোন কার্বন শৃঙ্খলের নামের শেষে অ্যালকোহল বসিয়েও নামকরণ করা হয়। যেমন মিথেন ও ইথেন থেকে আসে যথাক্রমে মিথাইল ও ইথাইল গ্রুপ এবং এদের সংশিষ্ট অ্যালকোহলকে বলা হয় মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল।

তথ্যসূত্র

Tags:

অ্যালকোহল শ্রেণিকরণঅ্যালকোহল সাধারণ আলকোহলঅ্যালকোহল সাধারণ প্রস্তুতিঅ্যালকোহল নামকরণঅ্যালকোহল তথ্যসূত্রঅ্যালকোহলইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

সূরা ফাতিহাআশারায়ে মুবাশশারামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহবাংলাদেশী টাকাসাইপ্রাসলেবাননকবিতাসাইবার অপরাধবঙ্গাব্দতামান্না ভাটিয়াঢাকা বিভাগস্ক্যাবিসনিরপেক্ষ রেখা (অর্থনীতি)যাকাতপাহাড়পুর বৌদ্ধ বিহারগঙ্গা নদীবাংলাদেশ সশস্ত্র বাহিনীগুগলমিশরঅক্ষয় তৃতীয়াইউনিলিভারইহুদি ধর্মঅর্থ (টাকা)প্লাস্টিক দূষণনামাজের সময়সমূহচৈতন্য মহাপ্রভুঅসহযোগ আন্দোলন (১৯৭১)ফরাসি বিপ্লবপশ্চিমবঙ্গঋতুকোষ (জীববিজ্ঞান)রাজবাড়ী জেলামুহাম্মাদ ফাতিহবন্ধুত্বকাশ্মীরএকচেটিয়া বাজারশ্রমিক সংঘশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলনিরাপদ যৌনতাপথের পাঁচালী (চলচ্চিত্র)চর্যাপদের কবিগণমৈমনসিংহ গীতিকাইমাম বুখারীদৈনিক প্রথম আলোবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশইন্ডিয়ান প্রিমিয়ার লিগসালাহুদ্দিন আইয়ুবিবিশেষ্যপাবনা জেলা২২ এপ্রিলপদ্মাবতীআল-আকসা মসজিদভালোবাসান্যাটোসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাবিবাহবাংলার ইতিহাসচুম্বকবাঙালি হিন্দু বিবাহইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিগ্রীষ্মচেন্নাই সুপার কিংসজন্ডিসশনি (দেবতা)চণ্ডীমঙ্গলকাঁঠালচিয়া বীজমুসাধূমকেতুহাদিসইউটিউবআরবি বর্ণমালামহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাল্যবিবাহবৃত্তগোপালগঞ্জ জেলাদৈনিক যুগান্তর🡆 More