২৭ জুন: তারিখ

২৭ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৮তম (অধিবর্ষে ১৭৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৭ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

ঘটনাবলী

  • ১৭৫৯ - কুইবেক যুদ্ধ শুরু হয়।
  • ১৯০০ - সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।
  • ১৯৫৪ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।
  • ১৯৬৭ - পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় ইংল্যান্ডের এনফিল্ড শহরে।
  • ১৯৭৪ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্ন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান।
  • ১৯৭৭ - জিবুতি (সাবেক ফরাসী সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯১ - সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
  • ১৯৯১ - বিখ্যাত ‘কমিউনিস্ট ইস্তেহারে’র প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে ৬৮১০০ ডলারে বিক্রি হয়।
  • ২০০৭ - গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম

মৃত্যু

  • ১৮২৯ - ইংলিশ বিজ্ঞানী ও দার্শনিক জেমস স্মিথসন।
  • ১৮৩৯ - শিখ মহারাজা রণজিৎ সিং।(জ.১৩/১১/১৭৮০)
  • ১৮৪৪ - জোসেফ স্মিথ, আমেরিকান ধর্মীয় নেতা। (জ. ১৮০৫)
  • ১৯১২ - জর্জ বোনর, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার ছিলেন। (জ. ১৮৫৫)
  • ১৯২৮ - উৎকলমণি গোপবন্ধু দাস, ভারতের ওড়িশা রাজ্যের প্রখ্যাত সমাজ সংস্কারক ও কর্মী, কবি,সাংবাদিক ও প্রাবন্ধিক। (জ.০৯/১০/১৮৭৭)
  • ১৯৫৭ - ব্রিটিশ কথাসাহিত্যিক ম্যালকম লাউরি।
  • ১৯৭৯ - বন্দে আলী মিয়া, বাংলাদেশের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক সাংবাদিক ও চিত্রকর। (জ.১৫/১২/১৯০৬)
  • ১৯৮০ - ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভি।
  • ১৯৮৯ - এ. জে. এয়ার, ব্রিটিশ দার্শনিক। (জ. ১৯১০)
  • ১৯৯৮ - নিখিল চক্রবর্তী খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান। (জ.০৩/১১/১৯১৩)
  • ২০০০ - বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক শঙ্কর ভট্টাচার্য।(জ.১৯৩৪)
  • ২০০১ - জ্যাক লেমন, আমেরিকান অভিনেতা। (জ. ১৯২৫)
  • ২০০৮ - শ্যাম মানেকশ’ পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল। (জ.০৩/০৪/১৯১৪)
  • ২০১২ - মীরা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি ধ্রুপদী কণ্ঠসঙ্গীত শিল্পী। (জ.১৯৩০)

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

২৭ জুন ঘটনাবলী২৭ জুন জন্ম২৭ জুন মৃত্যু২৭ জুন ছুটি ও অন্যান্য২৭ জুন বহিঃসংযোগ২৭ জুনঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

প্রথম ওরহানসন্ধিব্রাহ্মণবাড়িয়া জেলাবাংলাদেশের ইতিহাসপরমাণুযৌন খেলনাচট্টগ্রাম বিভাগযক্ষ্মাময়মনসিংহমণিপুরী (জাতি)আসমানী কিতাবমিশরতেহরানপশ্চিমবঙ্গপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকারোহিত শর্মামুনাফিকআহসান মঞ্জিলসুকুমার রায়আল জাজিরাদিনাজপুর জেলাবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকাএশিয়াসূরা ইয়াসীনকামরুল হাসানমাহরামনেপালঅশ্বত্থদারুল উলুম দেওবন্দশিয়া-সুন্নি সম্পর্কআয়তন অনুযায়ী এশিয়ার দেশসমূহের তালিকাসালোকসংশ্লেষণক্লিওপেট্রারক্তশূন্যতাচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সৌদি আরবের শহর ও নগরের তালিকালালবাগের কেল্লাসিন্ধু সভ্যতামুসলমানদের ভারত বিজয়সুকান্ত ভট্টাচার্যতারাবীহহোয়াটসঅ্যাপস্পিন (পদার্থবিজ্ঞান)জাতীয় স্মৃতিসৌধদৈনিক ইত্তেফাকসূর্যকুমার যাদববাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাসিলেট বিভাগবাংলাদেশ জামায়াতে ইসলামীমৈমনসিংহ গীতিকাপায়ুসঙ্গমঈদদ্য কোকা-কোলা কোম্পানিসুন্দরবননরসিংদী জেলাপহেলা বৈশাখশরৎচন্দ্র চট্টোপাধ্যায়বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বাংলাদেশের জেলাসতীদাহনোরা ফাতেহিদেলাওয়ার হোসাইন সাঈদীমুম্বইঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাআলী আকবর খানব্র্যাকপর্নোগ্রাফিউয়েফা চ্যাম্পিয়নস লিগধর্মআবু হানিফাফিলিস্তিনইব্রাহিম (নবী)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ফুটবল ক্লাব বার্সেলোনাআল্লাহ🡆 More