১৭ জুন: তারিখ

১৭ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬৮তম (অধিবর্ষে ১৬৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৯৭ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

ঘটনাবলী

  • ৬৫৬ - খলিফা হজরত উসমান (রা.) বিদ্রোহী ঘাতকের হাতে নিহত হন।
  • ১৪৬২ - শুলে চড়ানোর জন্য কুখ্যাত ৩য় ভলাদ তুর্কী সম্রাট ২য় মাহমুদকে গুপ্তহত্যা করার প্রচেষ্টা চালান, এর ফলে মাহমুদ ওয়াল্লাচিয়া এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।
  • ১৪৯৭ - ডেপ্টফোর্ডের সেতুর যুদ্ধে ইংল্যান্ডের রাজা ২য় হেনরির সেনাদের হাতে মাইকেল আন গফের সেনাবাহিনীর পরাজয় ঘটে।
  • ১৫৬৭ - স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কটরানী ম্যারি বন্দী।
  • ১৫৭৬ - হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন।
  • ১৫৭৯ - স্যার ফ্রান্সিস ড্রেক নিউ আলবিত্তনে কর্তৃক ইংল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা।
  • ১৬৩১ - মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী এর মৃত্যু। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করান ।
  • ১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।
  • ১৭৭৫ - বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু।
  • ১৮৮৫ - নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়।
  • ১৯০৫ - লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়।
  • ১৯২৫ - জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৪০ - সোভিয়েত ইউনিয়ন লাতভিয়া দখল করে নিয়েছিল।
  • ১৯৪৩ - আমেরিকার রাজনীতিবিদ নিউট গিংগ্রিট জন্মগ্রহণ করেন। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন মনোনয়ন পদপ্রার্থী।
  • ১৯৪৪ - আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
  • ১৯৫৫ - পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন।
  • ১৯৬৭ - চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরী করে।
  • ১৯৯১ - দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণবৈষম্যের অবসান ঘটে।
  • ১৯৯৬ - দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয়।
  • ১৯৯৯ - কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দ. আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • আইসল্যান্ড এর জাতীয় দিবস।
  • বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস।

বহিঃসংযোগ

Tags:

১৭ জুন ঘটনাবলী১৭ জুন জন্ম১৭ জুন মৃত্যু১৭ জুন ছুটি ও অন্যান্য১৭ জুন বহিঃসংযোগ১৭ জুনঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

পারমাণবিক অস্ত্রকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টপথের পাঁচালীমালয়েশিয়াসালাহুদ্দিন আইয়ুবিলালনজার্মানিভালোবাসাবাংলাদেশের রাষ্ট্রপতিউয়েফা চ্যাম্পিয়নস লিগপ্রথম বিশ্বযুদ্ধঈসাজ্বীন জাতিমূত্রনালীর সংক্রমণবাংলা ভাষাদৌলতদিয়া যৌনপল্লিমহাস্থানগড়আলহামদুলিল্লাহনয়নতারা (উদ্ভিদ)গনোরিয়াউমর ইবনুল খাত্তাবচৈতন্য মহাপ্রভুইসরায়েলের জনসংখ্যার পরিসংখ্যানআয়াতুল্লাহবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাসহীহ বুখারীজীবনানন্দ দাশসুন্নি ইসলামজগদীশ চন্দ্র বসুসুলতান সুলাইমানএশিয়ামহাসাগরফোড়াফিলিস্তিনের জাতীয় পতাকাকামরুল হাসানআরবি ভাষাসূরা ফাতিহাইসলামি বর্ষপঞ্জিএইচআইভিঅশ্বত্থশ্রাবন্তী চট্টোপাধ্যায়ঈদুল আযহারাজশাহী বিভাগআহসান মঞ্জিলরবীন্দ্রসঙ্গীতদক্ষিণ কোরিয়াগেরিনা ফ্রি ফায়ারতাসনিয়া ফারিণআসমানী কিতাবভারতের জনপরিসংখ্যানগাজওয়াতুল হিন্দইসলামের ইতিহাসসাদ্দাম হুসাইনফিলিস্তিনের ইতিহাসএকতা এক্সপ্রেসউত্তম কুমারগাজীপুর ক্যান্টনমেন্ট কলেজথানকুনিবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাসেভেন আপমুহাম্মাদবিভিন্ন দেশের মুদ্রাপৃথিবীর বায়ুমণ্ডলমুম্বই ইন্ডিয়ান্সবাংলাদেশ সরকারি কর্ম কমিশনইসরায়েলের প্রধানমন্ত্রীসূরা ফালাকদক্ষিণারঞ্জন মিত্র মজুমদারজান্নাতবাংলার ইতিহাসথাইল্যান্ডসোনাআলবার্ট আইনস্টাইনরঙের তালিকারাষ্ট্রবিজ্ঞানচাহিদাদোয়া কুনুত🡆 More