১৩ এপ্রিল: তারিখ

১৩ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৩তম (অধিবর্ষে ১০৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৬২ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

ঘটনাবলী

  • ১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।
  • ১৭৭২ - ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।
  • ১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশিত হয়। (১লা বৈশাখ,সংবৎ ১৯১২)
  • ১৮৯৩ - গোকুলচন্দ্র নাগদীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
  • ১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৪৮ - ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের রাজধানী করা হয়।
  • ১৯৬৪ - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন।
  • ১৯৬৬ - বিমান দূর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাক ২য় রাষ্ট্রপতি আবদুস সালাম আরিফ মারা যান।
  • ১৯৭৫ - লেবাননের গৃহ যুদ্ধের সময় খৃষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়।
  • ১৯৭৫ - বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।
  • ১৯৯৭ - আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
  • ২০০৪ - সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে।
  • ২০২৩ - পশ্চিমবঙ্গের কলকাতায় এক বিশাল শঙ্খের আকারের বিশ্বমানের অডিটোরিয়াম ধনধান্য-র উদ্বোধন হয়।

জন্ম

  • ১৫১৯ - ক্যাথরিন ডি’ মেডিকি, ফ্রান্সের দ্বিতীয় হেনরি এর ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী।
  • ১৫৭০ - গায় ফাওকেস, ইংরেজ সৈনিক ও বারূদ চক্রান্ত পরিকল্পনাকারী।
  • ১৭৪৩ - টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।
  • ১৯০৬ - স্যামুয়েল বেকেট, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক।
  • ১৯০৯ - প্রখ্যাত কণ্ঠ শিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী।(মৃ.১৯৭৫)
  • ১৯২২ - জুলিয়াস নয়েরে, তাঞ্জানিয়া শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
  • ১৯৩৯ - শেমাস্‌ হীনি, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার।
  • ১৯৪০ - জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক।
  • ১৯৪১ - মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
  • ১৯৪৯ - ক্রিস্টোফার হিচেনস, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক।
  • ১৯৫০ - রন পেরলমান, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
  • ১৯৬০ - রুডি ফোলার, সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • ১৯৬৩ - গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।
  • ১৯৭৮ - কার্লেস পুয়ল, তিনি স্প্যানিশ ফুটবলার।
  • ১৯৮৩ - ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, চিলির ফুটবলার।
  • ১৯৮৪ - এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, ডেনিশ ফুটবলার।
  • ১৯৮৮ - অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, ব্রাজিলিয়ান ফুটবলার।

মৃত্যু

  • ০৮১৪ - ক্রুম, বুলগেরিয় শাসক।
  • ১৬৯৫ - জাঁ ডে লা ফন্টাইনে, ফরাসি লেখক ও কবি।
  • ১৮৮২ - ব্রুনো বাউয়ের, জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক।
  • ১৯৪৪ - বাংলার খ্যাতনামা সাংবাদিক আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্লকুমার সরকার। (জ.১৮৮৪)
  • ১৯৪৫ - আর্নেস্ট কাসিরের, পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ।
  • ১৯৫৬ - এমিল নল্ডে, ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ।
  • ১৯৬৬ - জর্জ দুহামেল, ফরাসি লেখক।
  • ১৯৭৩ - বলরাজ সাহনি, খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। (জ.১৯১৩)
  • ১৯৭৫ - ফ্রাঙ্কইস টম্বাল্বায়ে, চাঁদের সৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।
  • ১৯৯৩ - ওয়ালেস স্টেগ্নার, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক।
  • ২০১৫ - এডুয়ার্ডো গালেয়ানো, উরুগুয়ের সাংবাদিক ও লেখক।
  • ২০১৫ - গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।( জ.১৬/১০/১৯২৭)

ছুটি ও অন্যান্য

  • চৈত্র সংক্রান্তি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

১৩ এপ্রিল ঘটনাবলী১৩ এপ্রিল জন্ম১৩ এপ্রিল মৃত্যু১৩ এপ্রিল ছুটি ও অন্যান্য১৩ এপ্রিল তথ্যসূত্র১৩ এপ্রিল বহিঃসংযোগ১৩ এপ্রিলঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

অকালবোধনবৃষ্টিকম্পিউটার কিবোর্ডচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানমৌর্য সাম্রাজ্যকাজী নজরুল ইসলামের রচনাবলিইরানের রাজনীতিসামরিক ব্যয় অনুযায়ী দেশের তালিকাইয়াবা (মাদকদ্রব্য)সর্বজিৎ সিংবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকলি যুগভারতের জনপরিসংখ্যানবিশ্বের মানচিত্ররঙের তালিকালিঙ্গ উত্থান ত্রুটিজলদস্যুতামালয়েশিয়াপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমইন্ডিয়ান প্রিমিয়ার লিগহোয়াটসঅ্যাপমুনাফিকমুরগিব্যবস্থাপনাএম. চিন্নাস্বামী স্টেডিয়ামকালেমাসিলেটআসসালামু আলাইকুমবায়ার ০৪ লেভারকুজেনবঙ্গবন্ধু-১রবীন্দ্রসঙ্গীতইস্তেখারার নামাজলিওনার্দো দা ভিঞ্চিতাপপ্রবাহইসরায়েল–হামাস যুদ্ধআবুল কাশেম ফজলুল হককোষ (জীববিজ্ঞান)হিমেল আশরাফ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপচেন্নাই সুপার কিংসকাঠগোলাপত্রিপুরাবিমল করপূর্ণিমা (অভিনেত্রী)মহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাগুগলমোশাররফ করিমইশার নামাজআইনবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীইসরায়েলের জনসংখ্যার পরিসংখ্যানইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপৃথিবীর ইতিহাসগনোরিয়াবাংলাদেশের কোম্পানির তালিকাইতালিবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মনামাজআন্তর্জাতিক মাতৃভাষা দিবসআনন্দবাজার পত্রিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেললোকনাথ ব্রহ্মচারীবাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকাবিটিএসগাজওয়াতুল হিন্দহিন্দি ভাষাইংরেজি ভাষাইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসূর্যগ্রহণইসরায়েলের প্রধানমন্ত্রীশ্বেতকণিকালোকসভা কেন্দ্রের তালিকাসৌদি আরবমুজিবনগর দিবস🡆 More