দেব-দূত

স্বর্গীয় দূত বা দেব-দূত বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত ঐশ্বরিক আত্মা ও অতিপ্রাকৃতিক কাল্পনিক ব্যক্তিত্ববিশেষ। গ্রীক শব্দ এঞ্জেলোস থেকে এঞ্জেল শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে বার্তাবাহক। বিভিন্ন ধর্মগ্রন্থে দেব-দূত শব্দটি বারংবার এসেছে। ঈশ্বরের সেবক এবং স্বর্গ-মর্ত্যের মধ্যকার মধ্যস্থতাকারীরূপে তাকে উপস্থাপন করা হয়েছে।

দেব-দূত

বই-পুস্তক, চলচ্চিত্রে দেব-দূতকে প্রায়শঃই এক জোড়া পাখনা সহযোগে এবং উজ্জ্বল আলোকচ্ছটা নিয়ে আবির্ভূত হবার দৃশ্যধারনের মাধ্যমে চিত্রিত করা হয়েছে। পাখার মাধ্যমে তাদের দ্রুতিগতিময়তা এবং উজ্জ্বল আলোকচ্ছটার মাধ্যমে ঐশ্বরিক উপস্থিতি নির্দেশ করা হয়। তিনি স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ নানা লিঙ্গ, বয়সের আকার-আকৃতি নিয়ে পৃথিবীতে আসেন।

বৈশিষ্ট্যাবলী

দেব-দূত অত্যন্ত শক্তিধর, প্রাণবন্ত আত্মার অধিকারী হিসেবে ঈশ্বরের আদেশ প্রতিপালন করেন এবং তার গুণগান করেন। তারা কখনো কখনো মানব রূপ ধারণ করে মানুষের কাছাকাছি আবির্ভূত হয়ে থাকেন। তিনি বা তারা ঐশ্বরিক বার্তা সহকারে ঈশ্বরের পছন্দসই ব্যক্তির কাছে ব্যক্তিগতভাবে মনুষ্য রূপ ধারণ করে উপস্থিত হন কিংবা স্বপ্নে দেখা দেন। বাইবেলে স্বর্গীয় দূতকে মাইকেল বা প্রধান রাজপুত্র; গ্যাব্রিয়েল, যিনি কুমারী মাতা মেরিকে প্রভু যীশুর মাতা হবার কথা বলেছেন এবং ক্যাথলিক বাইবেলে রাফায়েল নামে উল্লেখ করা হয়েছে।

প্রকারভেদ

দেব-শিশু হিসেবে তারা পাখনা মেলে আবির্ভূত হন।এজিকিয়েল তাদের পাখনায় সৃষ্ট শব্দকে খরস্রোতা পানির গর্জন ধ্বনির সাথে তুলনা করেছেন। সেরাফিয়াম বা জ্বলন্ত দেবদূতেরও পাখা রয়েছে ও উচ্চ শ্রেণীর দেব-দূত হিসেবে পরিচিত। তারা ঈশ্বরের গুণগান ও স্তবক পাঠ করে থাকেন। তারা খুবই উচ্চ শব্দ করে মন্দির কাঁপিয়ে তোলেন। এছাড়াও, সর্বোচ্চ শ্রেণীর দেব-দূত হিসেবে রয়েছেন আর্কের্ঞ্জেল। তারা সাধু-পুরোহিত হয়ে ক্যাথলিক চার্চে অবাধ বিচরণ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Christian angelic hierarchy

Tags:

দেব-দূত বৈশিষ্ট্যাবলীদেব-দূত প্রকারভেদদেব-দূত তথ্যসূত্রদেব-দূত বহিঃসংযোগদেব-দূতআত্মাগ্রীকধর্মগ্রন্থসেবক

🔥 Trending searches on Wiki বাংলা:

পরীমনিথ্যালাসেমিয়াজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরচর্যাপদসৌদি আরবভ্লাদিমির পুতিনঢাকা বিশ্ববিদ্যালয়বিশ্বের মানচিত্রমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাযৌন ওষুধআয়ুশ বদোনিবাংলাদেশের স্বাধীনতা দিবসকাজল আগরওয়ালবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলফরাসি বিপ্লবের কারণকম্পিউটার কিবোর্ডজ্বীন জাতিলিভারপুল ফুটবল ক্লাবয়মিশরপ্রধান পাতাবাংলাদেশের সরকারি ছুটির দিনমানুষবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা২০২৪আল জাজিরাভারতের ইতিহাসতরমুজসূরা কাফিরুনকাজাখস্তানবাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাফিলিস্তিনিপহেলা বৈশাখলগইনমণিপুরী (জাতি)মুহাম্মাদের বংশধারাস্বপ্নপুরী (বিনোদন উদ্যান)শিয়া-সুন্নি সম্পর্কঋতুআওরঙ্গজেবফিলিস্তিনের জাতীয় পতাকাবাংলাদেশীপ্রথম ওরহানগিনেস বিশ্ব রেকর্ডনামাজের নিয়মাবলী২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগমৌসুমীচেন্নাই সুপার কিংসআসামপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাঅশোক (উদ্ভিদ)তাজমহলঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরউহুদের যুদ্ধভগবদ্গীতা২০২৪ কোপা আমেরিকাটিনের তলোয়ারদেশ অনুযায়ী ইসলামনেপালহিন্দুসুন্দরবনমহেরা জমিদার বাড়িশাবনূরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশের কোম্পানির তালিকাবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাবৌদ্ধধর্মবাংলাদেশ ছাত্রলীগরচিন রবীন্দ্রকুরআনের সূরাসমূহের তালিকাভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাযৌন প্রবেশক্রিয়ারামকৃষ্ণ পরমহংসবাংলা লিপিইসরায়েলের ইতিহাসপ্রথম বিশ্বযুদ্ধপ্রিমিয়ার লিগদর্শন🡆 More