গ্রেগরীয় বর্ষপঞ্জি

গ্রেগরীয় বর্ষপঞ্জী, গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী, পাশ্চাত্য বর্ষপঞ্জী, বা খ্রিস্টীয় দিনপঞ্জিকা হল আন্তর্জাতিকভাবে প্রায় সর্বত্র স্বীকৃত বর্ষপঞ্জী/দিনপঞ্জিকা। ১৫৮২ সালের ২৪ ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রোগোরির এক আদেশানুসারে এই বর্ষপঞ্জীর প্রচলন ঘটে। সেই বছর কিছু মুষ্টিমেয় রোমান ক্যাথলিক দেশ গ্রেগোরিয় বর্ষপঞ্জী গ্রহণ করে এবং পরবর্তীকালে ক্রমশ অন্যান্য দেশসমূহেও এটি গৃহীত হয়। আর ব্রিটেন ও যুক্তরাষ্ট্র গ্রহণ করে ১৭৫২ সালের সেপ্টেম্বরে। তখন তারা তাদের ক্যালেন্ডার থেকে ১১ দিন বাদ দেয়। তাই ১৭৫২ সালের ক্যালেন্ডারে ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর এই ১১ টি দিন পাওয়া যায় না।

গ্রেগরীয় বর্ষপঞ্জি
এভিগার কালেন্ডার

পোপ ত্রয়োদশ গ্রেগরি কর্তৃক বর্ষপঞ্জী সংস্কারের প্রয়োজনীয়তা ছিল কারণ পূর্ববর্তী জুলিয়ান বর্ষপঞ্জীর গণনা অনুসারে একটি মহাবিষুব থেকে আরেকটি মহাবিষুব পর্যন্ত সময়কাল ধরা হয়েছিল ৩৬৫.২৫ দিন, যা প্রকৃত সময়কাল থেকে প্রায় ১১ সেকেন্ড কম। এই ১১ সেকেন্ডের পার্থক্যের ফলে প্রতি ৪০০ বছর অন্তর মূল ঋতু থেকে জুলিয়ান বর্ষপঞ্জীর প্রায় তিন দিনের ব্যবধান ঘটত। পোপ ত্রয়োদশ গ্রেগরির সময়ে এই ব্যবধান ক্রমশ বেড়ে দাঁড়িয়েছিল ১০ দিনের এবং ফলস্বরূপ মহাবিষুব ২১ মার্চের পরিবর্তে ১১ মার্চ পড়েছিল। যেহেতু খ্রিস্টীয় উৎসব ইস্টারের দিন নির্ণয়ের সাথে মহাবিষুব জড়িত সেহেতু মহাবিষুবের সাথে জুলিয়ান বর্ষপঞ্জীর এই ব্যবধান রোমান ক্যাথলিক গির্জার কাছে অনভিপ্রেত ছিল।

গ্রেগোরিয়ান বর্ষপঞ্জীর সংস্কার দু'টি ভাগে বিভক্ত ছিল: পূর্ববর্তী জুলিয়ান বর্ষপঞ্জীর সংস্কার এবং ইস্টারের তারিখ নির্ণয়ের জন্য গির্জায় ব্যবহৃত চান্দ্র পঞ্জিকার সংস্কার। জনৈক চিকিৎসক অ্যালয়সিয়াস লিলিয়াস কর্তৃক দেয় প্রস্তাবের সামান্য পরিবর্তন ঘটিয়ে এই সংস্কার করা হয়।

বর্ণনা

গ্রেগরীয় বর্ষপঞ্জী একটি সৌর পঞ্জিকা। গ্রেগরীয় বর্ষপঞ্জী গাণিতিক বর্ষ পঞ্জিকা। গ্রেগরীয় বর্ষপঞ্জীকাতে ১২টি মাসের উপস্থিতি রয়েছে।

ক্রমিক নাম দিন
জানুয়ারি ৩১
ফেব্রুয়ারি ২৮ বা ২৯
মার্চ ৩১
এপ্রিল ৩০
মে ৩১
জুন ৩০
জুলাই ৩১
আগস্ট ৩১
সেপ্টেম্বর ৩০
১০ অক্টোবর ৩১
১১ নভেম্বর ৩০
১২ ডিসেম্বর ৩১

ঘটনাপঞ্জী

গ্রেগরীয় বর্ষপঞ্জি

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

আমপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডমাআব্বাসীয় খিলাফতচিকিৎসকদর্শননরসিংদী জেলারূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডদিল্লিভীমরাও রামজি আম্বেদকরআব্দুল কাদের জিলানীপেশামিয়োসিসবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ইউরোপনামাজপানিঅমর সিং চমকিলারশীদ খানক্লিওপেট্রাসংস্কৃত ভাষাইউনিলিভারসিরাজগঞ্জ জেলাবিজরী বরকতুল্লাহসূরা নাসবাংলা বাগধারার তালিকাপাল সাম্রাজ্যহিন্দি ভাষারাজস্থান রয়্যালসইতালিমোহাম্মদ সাহাবুদ্দিনখালিদ বিন ওয়ালিদমহেন্দ্র সিং ধোনিরবি (কোম্পানি)ভাইরাসবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাআল্লাহষাট গম্বুজ মসজিদচীনচর্যাপদ১ (সংখ্যা)ডায়মন্ড হারবারমক্কালোকসভাবাংলাদেশ জামায়াতে ইসলামীপশ্চিমবঙ্গ সরকারসূর্যগ্রহণবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকামনসামঙ্গলমুহাম্মাদ ফাতিহঅগ্নিমিত্রা পালবঙ্গবন্ধু-১ওয়াহাবি আন্দোলনজনগণমন-অধিনায়ক জয় হেআবু হানিফাসাইপ্রাসভিটামিনরঘুপতি রাঘব রাজা রামক্ষুদিরাম বসুডায়াজিপামগারোমার্ক জাকারবার্গভারতসনাতন ধর্মমহামৃত্যুঞ্জয় মন্ত্রঅর্শরোগপর্যায় সারণিশেখ মুজিবুর রহমানলালনবাংলাদেশের জাতীয় পতাকাকিরগিজস্তানদুর্গাপূজাভৌগোলিক নির্দেশকমুসাইমাম বুখারীপরীমনিনিরাপদ যৌনতাহামাস🡆 More