আন্তর্জাতিক মান পুস্তক সংখ্যা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার (আইএসবিএন) (মাঝেমধ্যে এভাবে উচ্চারিত হয়: ) বা আন্তর্জাতিক মান পুস্তক সংখ্যা সমস্ত বইয়ের বারকোড চিহ্নিতকরণের জন্য ব্যবহৃত একটি অনন্য সংখ্যায়ন পদ্ধতি, যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে। ১৯৬৬ খ্রিষ্টাব্দে যুক্তরাজ্যে এই সংখ্যায়ন পদ্ধতি প্রবর্তন করা হয়। এর পত্তন করেন যুক্তরাজ্যের বই ও স্টেশনারি সামগ্রী বিক্রেতা ডব্লিউএইচ স্মিথ। প্রথমে এটি নয় ডিজিটের সংখ্যা ছিল এবং প্রাথমিক নাম ছিল স্ট্যান্ডার্ড বুক নাম্বারিং বা এসবিএন। ১৯৭৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। ১৯৭০ খ্রিষ্টাব্দে আন্তর্জাতিক মান সংস্থা এটিকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দেয়; এবং এর প্রমিত রূপ নির্ধারণ করা হয় আইএসও ২১০৮ -এর মাধ্যমে। এর অনুরুপ অন্য একটি সংখ্যায়ন পদ্ধতি হচ্ছে আইএসএসএন বা আন্তর্জাতিক মান ক্রমিক সংখ্যা যা মূলত পত্র-পত্রিকা এবং সাময়িকীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ২০০৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি ১ তারিখ থেকে আইএসবিএন -কে ১৩ ডিজিটের সংখ্যায় উন্নীত করা হয়েছে। এই সংখ্যায়নের সমস্ত দায়দায়িত্ব বহনকারী সংস্থা হচ্ছে: টিসি ৪৬/এসসি ৯। ১৯৯০ দশকের শেষার্ধে বাংলাদেশে প্রকাশনা শিল্পে আইএসবিএন প্রবর্তিত হয়। বাংলাদেশের জাতীয় গ্রন্থ কেন্দ্র প্রতিটি প্রকাশনা সংস্থার জন্য একটি সংখ্যাক্রম বরাদ্দ করে, যার ভিত্তিতে ঐ প্রকাশনা সংস্থা তার প্রকাশিত গ্রন্থের আন্তজার্তিক সংখ্যায়ন করে থাকে। এই সংখ্যা গ্রন্থের ক্রেডিট পাতায় মুদ্রিত হয়।

আন্তর্জাতিক মান পুস্তক সংখ্যা

বাংলাদেশে আইএসবিএন

বাংলাদেশে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আইএসবিএন দেওয়ার দায়িত্বপ্রাপ্ত। তবে তাদের দেওয়া আইএসবিএন কার্যকর নয়। এই বিষয়ে নাগরিক ক্ষোভ বহু বছর ধরে প্রকাশ হয়ে আসছে।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

আইএসএসএনআন্তর্জাতিক মান ক্রমিক সংখ্যাআন্তর্জাতিক মান সংস্থাজাতীয় গ্রন্থকেন্দ্রজানুয়ারি ১ডিজিটবাংলাদেশবারকোডযুক্তরাজ্য

🔥 Trending searches on Wiki বাংলা:

আলহামদুলিল্লাহজাযাকাল্লাহহরপ্পাআবু হানিফাযোনিলেহনমিয়া খলিফাফিলিস্তিনের ইতিহাসশরৎচন্দ্র চট্টোপাধ্যায়আল হিলাল সৌদি ফুটবল ক্লাবমার্কিন যুক্তরাষ্ট্রকৃত্রিম বুদ্ধিমত্তাউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাভারতের প্রধানমন্ত্রীদের তালিকাপ্রধান পাতাসাইপ্রাসবাংলাদেশের জনমিতিকোষ (জীববিজ্ঞান)কুরআনের সূরাসমূহের তালিকাওয়েব ধারাবাহিকদেব (অভিনেতা)বিষ্ণুঝড়মধ্যপ্রাচ্যঅশ্বত্থসিঙ্গাপুরসৌদি আরবগেরিনা ফ্রি ফায়ারভারতের সংবিধানজেল হত্যা দিবসনেপোলিয়ন বোনাপার্টকানাডাত্রিপুরাদিনাজপুর জেলাআদমভাষা আন্দোলন দিবসশাবনূরএল নিনোআশারায়ে মুবাশশারামোহাম্মদ সাহাবুদ্দিনপারমাণবিক অস্ত্রগোত্র (হিন্দুধর্ম)বাংলা ভাষা আন্দোলনসাহারা মরুভূমি১ (সংখ্যা)ব্রিটিশ রাজের ইতিহাসতুলসীবিকাশভারতের জনপরিসংখ্যানটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিদ্যাপতিশশাঙ্কফুলরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মআলেকজান্ডারের ভারত আক্রমণউসমানীয় সাম্রাজ্যসচিব (বাংলাদেশ)পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকাজন্ডিসবাংলাদেশকালবৈশাখীহিমেল আশরাফপেপসিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবিজরী বরকতুল্লাহবাংলাদেশের ভূগোলশ্রাদ্ধময়মনসিংহ জেলাজিয়াউর রহমানঅষ্টাঙ্গিক মার্গসূরা ফালাককুরআনবাংলাদেশের ইউনিয়নমারূপান্তরিত লিঙ্গমক্কাইউটিউবনদীবিহীন দেশগুলির তালিকা🡆 More