সিয়েরা লিওন: পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র

সিয়েরা লিওন (/sɪˈɛərə lɪˈoʊni, -lɪˈoʊn/ (ⓘ)), আনুষ্ঠানিকভাবে সিয়েরা লিওন প্রজাতন্ত্র পশ্চিম আফ্রিকার একটি দেশ। ভূ-রাজনৈতিকভাবে সিয়েরা লিওনের উত্তর সীমান্তে গিনি, দক্ষিণ-পূর্ব সীমান্তে লাইবেরিয়া এবং দক্ষিণ-পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত। সিয়েরা লিওনের বৃক্ষহীন তৃণভূমি অঞ্চল থেকে রেইনফরেস্ট পর্যন্ত একটি বিচিত্র পরিবেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। সিয়েরা লিওনের মোট আয়তন ৭১,৭৪০ বর্গকিলোমিটার (২৭,৬৯৯ বর্গমাইল) এবং এর মোট জনসংখ্যা প্রায় ৬ মিলিয়ন (২০১১ জাতিসংঘ পরিসংখ্যান অনুসারে)। ফ্রিটাউন সিয়েরা লিওনের রাজধানী, সর্ব বৃহত্তম শহর এবং অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র। বো সিয়েরা লিওনের দ্বিতীয় বৃহত্তম শহর। ১ লক্ষের বেশি জনসংখ্যাভূক্ত অন্যান্য শহরসমূহ হল : কেনেমা, ম্যাকেনি, কাইদু। সিয়েরা লিওন উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিমাঞ্চল চারটি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত, যেগুলো আবার ১৪টি জেলায় বিভক্ত।

সিয়েরা লিওন প্রজাতন্ত্র

Republic of Sierra Leone
সিয়েরা লিওন: ইতিহাস, রাজনীতি, প্রশাসনিক অঞ্চলসমূহ
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
ফ্রিটাউন
০৮°৩০′০০″ উত্তর ১২°০৬′০০″ পশ্চিম
সরকারি ভাষাইংরেজি
জাতীয়তাসূচক বিশেষণসিয়েরা লিওনীয়
সরকারপ্রজাতন্ত্র
আর্নেস্ট বাই কোরোমা (অল পিপল'স কংগ্রেস)
• উপ-রাষ্ট্রপতি
আলহাজি সামুএল সাম-সুমানা (এপিসি)
• পার্লামেন্টের স্পিকার
আবেল নাথানিয়েল ব্যাঙ্কোল স্ট্রং (এপিসি)
উমু হাওয়া তেজান জাল্লোহ
আয়তন
• মোট
৭১,৭৪০ কিমি (২৭,৭০০ মা) (১১৭তম)
• পানি (%)
১.১
জনসংখ্যা
• ২০১৫ আদমশুমারি
৭,০৭৫,৬৪১ (১০৩তম)
• ঘনত্ব
৭৯.৪/কিমি (২০৫.৬/বর্গমাইল) (১১৪তমa)
জিডিপি (পিপিপি)২০১৭ আনুমানিক
• মোট
$১১.৫৫১ বিলিয়ন
• মাথাপিছু
$১,৭৬০
জিডিপি (মনোনীত)২০১৭ আনুমানিক
• মোট
$৪.০৮৮ বিলিয়ন
• মাথাপিছু
$৬২৩
জিনি (২০১১)৩৫.৪
মাধ্যম
মানব উন্নয়ন সূচক (২০১৫)হ্রাস ০.৪২০
নিম্ন · ১৭৯তম
মুদ্রালিওন (এসএলএল)
সময় অঞ্চলইউটিসি+০ (জিএমটি)
কলিং কোড২৩২
ইন্টারনেট টিএলডি.sl
২০০৭ সালের তথ্যের উপর ভিত্তি করে রাংকিং করা হয়েছে।
সিয়েরা লিওন: ইতিহাস, রাজনীতি, প্রশাসনিক অঞ্চলসমূহ
সিয়েরা লিওনের মধ্যে প্রধান জাতিগত গোষ্ঠীর বিবরণ

সিয়েরা লিওনে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি। দুটি বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী জাতিগোষ্ঠী হল তেমনে ও মেন্দে। তেমনে জাতিগোষ্ঠীকে দেশের উত্তরাঞ্চলে প্রাধান্য করতে দেখা যায়, যখন মেন্দেরা দক্ষিণ পূর্বাঞ্চলে তাদের কর্তৃত্ব বজায় রেখেছে। যদিও দাপ্তরিক ভাষা হিসাবে সরকারি প্রশাসন ও বিদ্যালয়সমূহে ইংরেজিতে কথা বলা হয়, তবুও দেশে এবং দেশের সকল বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ক্রিও ভাষা সবচেয়ে বেশি কথ্য ভাষা। বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ব্যবসা বাণিজ্য এবং একে অপরের সাথে সামাজিক যোগাযোগে ক্রিও ভাষা ব্যবহার করে।

সিয়েরা লিওন একটি নামমাত্র মুসলিম দেশ, যদিও খ্রিস্টান সংখ্যালঘুরা যথেষ্ট প্রভাবশালী। সাধারণভাবে দেশের মোট জনসংখ্যার ৬০% মুসলিম, ৩০% আদিবাসী বিশ্বাসী এবং ১০% খ্রিস্টান ধর্মীয়। যাহোক, সেখানে আদিবাসী বিশ্বাসের সংগঠিত ধর্মীয় সামঞ্জস্যতা অধিক। সিয়েরা লিওনকে বিশ্বের সবচেয়ে ধর্মীয় সহিষঞ্চু জাতি হিসাবে গণ্য করা হয়। মুসলিম ও খ্রিস্টানরা একে অপরের প্রতি সহযোগী ও শান্তিপূর্ণ আচরণ করে। সিয়েরা লিওনে ধর্মীয় সহিংসতা খুবই বিরল।

সিয়েরা লিওন খনিজ সম্পদের উপর নির্ভরশীল, বিশেষ করে হীরা, এটি অর্থনীতির প্রধান ভিত্তি। এছাড়াও রয়েছে অন্যতম পণ্য টাইটানিয়ামবক্সাইট, অন্যতম প্রধান পণ্য সোনা, এবং রয়েছে রুটাইল এর পৃথিবীর বৃহত্তম মজুদের একটি অংশ। সিয়েরা লিওনে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক হারবর। এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও সিয়েরা লিওনের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমায় বসবাস করে।

সিয়েরা লিওন ১৯৬১ সালে স্বাধীনতা অর্জন করে। সরকারের দুর্নীতি ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে সিয়েরা লিওনের গৃহযুদ্ধ হয় (১৯৯১ - ২০০২), যার জন্য এক দশকেরও বেশি সময় ধরে দেশে ধংসযজ্ঞ চলে। এ যুদ্ধে ৫০,০০০ বেশি মানুষ মারা যায়, দেশের অবকাঠামো প্রায় ধ্বংস করে, এবং দুই মিলিয়ন মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসাবে বাস্তুহারা হয়।

সাম্প্রতি ২০১৪ এবোলা প্রাদুর্ভাব সিয়েরা লিওনের দুর্বল স্বাস্থ্য সেবা কাঠামোর উপর জটিলতা সৃষ্টি করে, চিকিৎসা খাতে অবহেলিত মনোভাবের কারণে আরও অনেক মৃত্যু ঘটে। এটি একটি মানবিক সংকট সৃষ্টি করে এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ব্যাহত করে। দেশের গড় আয়ু ৫৭.৮ বছর, যা অত্যন্ত কম।

সিয়েরা লিওন জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি, ইকোওয়াস, কমনওয়েলথ সহ অনেক আন্তর্জাতিক সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত।

ইতিহাস

রাজনীতি

প্রশাসনিক অঞ্চলসমূহ

সিয়েরা লিওনে মোট চারটি প্রদেশ রয়েছে, এগুলো হল- উত্তরাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশ । এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় প্রদেশকে দুটি জেলায় এবং বাকি প্রদেশগুলোকে ১২ টি জেলায় ভাগ করে মোট ১৪ টি জেলা নিয়ে প্রশাসনিক অঞ্চল নির্ধারণ করা হয়েছে ।

সিয়েরা লিওনের প্রশাসনিক অঞ্চলসমূহ
জেলা রাজধানী এলাকা (কিমি) প্রদেশ জনসংখ্যা (২০১৫ আদমশুমারী)
বোমবালি মাকেনি ৭৯৮৫ উত্তরাঞ্চলীয় ৬০৬১৮৩
কোইনাডুগু কাবালা ১২১২১ ৪০৮০৯৭
পোর্ট লোকো পোর্ট লোকো ৫৭১৯ ৬১৪০৬৩
টোঙ্কোলিলি মাগবুরাকা ৭০০৩ ৫৩০৭৭৬
কাম্বিয়া কাম্বিয়া ৩১০৮ ৩৪৩৬৮৬
কেনেমা কেনেমা ৬০৫৩ পূর্বাঞ্চলীয় ৬০৯৮৭৩
কোনো কইডু ৫৬৪১ ৫০৫৭৬৭
কাইলাহুন কাইলাহুন ৩৮৫৯ ৫২৫৩৭২
বো বো ৫২১৯ দক্ষিণাঞ্চলীয় ৫৭৪২০১
বোনথে মাট্ট্রু ৩৪৬৮ ২০০৭৩০
পুজেহুন পুজেহুন ৪১০৫ ৩৪৫৫৭৭
মোয়াম্বা মোয়াম্বা ৬৯০২ ৩১৮০৬৪
পশ্চিম শহুরে ফ্রিটাউন ১৩ পশ্চিমাঞ্চলীয় ১০৫০৩০১
পশ্চিম গ্রামীণ ওয়াটারলু ৫৪৪ ৪৪২৯৫১

অর্থনীতি

১৯৯০ সালের পর থেকে সিয়েরা লিওনের অর্থনীতি পড়তির দিকে চলতে থাকে । বিশেষ করে ১৯৯০ এর পর থেকে ২০০২ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে এর অর্থনৈতিক অবকাঠামো সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়ে । গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে সিয়েরা লিওনের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে । কিন্তু এসব কিছুই নির্ভর করছে সরকারের দুর্নীতি নিয়ন্ত্রণ নীতির উপরে, কেননা অনেকেই ধারণা করেন যে এই গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে সরকারের দুর্নীতি অনেক বড় একটা নিয়ামক হিসেবে কাজ করেছিল ।

সিয়েরা লিওনের মুদ্রার নাম লিওন। জাতীয় ব্যাংকের নাম ব্যাংক অফ সিয়েরা লিওন। সিয়েরা লিওন একটি কৃষি ভিত্তিক দেশ। দেশের মোট জিডিপির প্রায় ৫৮ শতাংশ আসে কৃষি থেকে। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রধান শস্য পণ্য হল ধান, প্রায় ৮৫ শতাংশ কৃষক ধান চাষ করেন। দেশে বছরে জনপ্রতি ৭৬ কেজি ধান খাওয়ার জন্য ব্যবহার করা হয়।

সিয়েরা লিওন খনিজ সম্পদের উপর নির্ভরশীল, বিশেষ করে হীরা, এটি অর্থনীতির প্রধান ভিত্তি। এছাড়াও রয়েছে অন্যতম পণ্য টাইটানিয়াম ও বক্সাইট, অন্যতম প্রধান পণ্য সোনা, এবং রয়েছে রুটাইল এর পৃথিবীর বৃহত্তম মজুদের একটি অংশ। সিয়েরা লিওনে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক হারবর। এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও সিয়েরা লিওনের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমায় বসবাস করে।

জনসংখ্যা

সিয়েরা লিওনের মোট জনসংখ্যা ৭৩ লক্ষ ৯৬ হাজার ১৯০ জন, যা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে ১০৩ তম । প্রায় ১৫.৪০% (২০০৪-২০১৪ সালের হিসাব) জনসংখ্যার হার নিয়ে এর প্রতি কিলোমিটার এলাকায় ৭৯.৪০ জন লোক বসবাস করে । গড় আয়ু ৫৭.৩৯ বছর, পুরুষ গড় আয়ু ৫৪.৮৫ বছর এবং মহিলা গড় আয়ু ৬০ বছর ।

সংস্কৃতি

ভাষা

ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা।[১] এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত। এদের মধ্যে মেন্দে ভাষা ও তেমনে ভাষা উল্লেখযোগ্য। প্রায় ১০% লোক ইংরেজি ভাষাভিত্তিক একটি ক্রেওল ভাষা ক্রিও-তে কথা বলেন। এই ক্রেওলটি সিয়েরা লিওনের প্রায় সবার দ্বিতীয় ভাষা। মেন্দা ভাষা দক্ষিণাঞ্চলে, তেমনে ভাষা মধাঞ্চলে এবং ক্রিও ভাষা প্রায় সর্বত্র সার্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাংকা হিসেবে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

২০০২ সালে, সিয়েরা লিওনে জাতিসংঘ কাফেলার অধীনে সিয়েরা লিওনিয়ান গৃহযুদ্ধে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কর্তৃক অবদানের পর, আহমদ তেজান কাব্বাহের হুকুমত ডিসেম্বর ২০০২ সালে বাংলা ভাষাকে সিয়েরা লিওনের সম্মানসূচক রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

    সরকারী
    সাধারণ তথ্য
    সংবাদ মিডিয়া
    পর্যটন
    অন্যান্য

Tags:

সিয়েরা লিওন ইতিহাসসিয়েরা লিওন রাজনীতিসিয়েরা লিওন প্রশাসনিক অঞ্চলসমূহসিয়েরা লিওন অর্থনীতিসিয়েরা লিওন জনসংখ্যাসিয়েরা লিওন সংস্কৃতিসিয়েরা লিওন আরও দেখুনসিয়েরা লিওন তথ্যসূত্রসিয়েরা লিওন বহিঃসংযোগসিয়েরা লিওনআটলান্টিক মহাসাগরকেনেমাগিনিচিত্র:En-us-Sierra Leone.oggপশ্চিম আফ্রিকাপশ্চিমাঞ্চল, সিয়েরা লিওনফ্রিটাউনলাইবেরিয়াসাহায্য:আধ্বব/ইংরেজিসিয়েরা লিওনের জেলাসমূহ

🔥 Trending searches on Wiki বাংলা:

নামাজবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকাহরমোনপানিপথের প্রথম যুদ্ধশান্তিনিকেতনকুমিল্লাপানিবাংলাদেশের উপজেলার তালিকাভিসাজগদীশ চন্দ্র বসুমহাদেশবাংলাদেশের নদীবন্দরের তালিকাচট্টগ্রামহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরইহুদিবেলি ফুলমলাশয়ের ক্যান্সারসংস্কৃত ভাষাকারকবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাপদ্মা নদীকিরগিজস্তানসূরা ইয়াসীনভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহসহজ পাঠ (বই)পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাবাংলাদেশের জেলাসমূহের তালিকাদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকামহামৃত্যুঞ্জয় মন্ত্রকলাকালোজিরাদারাজসৌদি রিয়ালসিরাজগঞ্জ জেলাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বিমান বাংলাদেশ এয়ারলাইন্সহস্তমৈথুনচর্যাপদক্রিয়েটিনিনআবহাওয়ানেপোলিয়ন বোনাপার্টঈদুল আযহাজার্মানিছিয়াত্তরের মন্বন্তরবহুব্রীহি সমাসদুরুদজাতীয় স্মৃতিসৌধবিদ্যাপতিলালবাগের কেল্লাসিঙ্গাপুরব্রহ্মপুত্র নদচাঁদপুর জেলাচৈতন্যভাগবতউপজেলা পরিষদসমাজবিজ্ঞানমুসাফিরের নামাজপেপসিবাবরভরিগাঁজা (মাদক)মাইকেল মধুসূদন দত্তঐশ্বর্যা রাইপৃথিবীজোট-নিরপেক্ষ আন্দোলনমৌলিক পদার্থের তালিকাহিট স্ট্রোকহনুমান (রামায়ণ)আলোক বর্ষশিয়া ইসলামচেন্নাই সুপার কিংসসচিব (বাংলাদেশ)বেদান্তসারহিন্দুধর্মজীববৈচিত্র্যগুলঞ্চ🡆 More