সাহারা মরুভূমি

সাহারা ( আরবি: الصحراء الكبرى, aṣ-ṣaḥrāʼ al-kubrá, উচ্চারণ: আস্‌সাহ্‌রাʼ আল্-কুব্‌রা বা ‘মহান মরুভূমি’ ) হলো বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন ৯২,০০০,০০কিলোমিটার ৩৬,০০০,০০ বর্গমাইল।

সাহারা ও মধ্য প্রাচ্যের এই ভিডিওটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অভিযান ২৯ এর অভিযাত্রীদের দ্বারা নেওয়া হয়েছিল।
সাহারা মরুভূমি
পশ্চিমা লিবিয়ার তদর্ট আকাকাস মরুভূমি যা সাহারার অংশ

বিস্তৃতি

মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, চাদ, সুদান, নাইজার, মালি, মৌরিতানিয়া প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভূমি বিস্তৃত।

খনিজ পদার্থ

সাহারার লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। তা ছাড়া এই মরুভূমিতে তামা, লোহা, ফসফরাস ইত্যাদি অনেক খনিজ দ্রব্যও আছে।

আবহাওয়া

সাহারা মরুভূমি 
১৯৭৭ থেকে ২০০০ পর্যন্ত আফ্রিকার আবহাওয়া।

অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়। বার্ষিক গড় বৃষ্টিপাত ৩ ইঞ্চির বেশি হয় না। দিনে প্রচন্ড গরম ও রাতে ঠান্ডা(প্রায় ৪°সে.)। কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমে থাকতে দেখা যায়। শীতকাল থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা ১০ ডিগ্রী সে. থেকে ৪৩ ডিগ্রী সে. পর্যন্ত ওঠানামা করে। লিবিয়ার আল‍-আজিজিয়া পৃথিবীর উষ্ণতম স্থান।

অধিবাসী

অধিকাংশই বেদুঈন। তারা ছাগল, ভেড়া, ও উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। খেজুর, গম, যব ইত্যাদি চাষ করে। স্থানীয় তুয়ারেগ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে।

গাছপালা

মরুভূমির কোনো কোনো জায়গায় ঘাস, গুল্ম ও ছোট গাছ জন্মে। পানির সন্ধানে উদ্ভিদ গুলোর মূল মাটির খুব গভীরে পৌঁছায় এবং অনেকক্ষেত্রেই বাতাস থেকে পাতার মাধ্যমে পানি গ্রহণ করে। আর্টেজীয় কূপের সাহায্যে জলসেচ করে কৃষিকাজ করা হয়।‌ এখান কার মানুষ রা যাযাবর।

পশুপাখী

সাপ, গিরগিটি ও খেঁকশিয়ালের মত প্রাণী বাস করে। যাযাবর ও পণ্যবাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে।একে 'মরুভূমির জাহাজ' বলা হয়। ৭০ প্রজাতির স্তন্যপায়ী, ৯০ প্রজাতির পাখি, ১০০ প্রজাতির সরীসৃপ আর কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বসবাস সাহারায়।

পূর্বাবস্থা

১০,০০০ বছর আগে সাহারার আবহাওয়া অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল, বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে শুষ্ক মরুভূমি, এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন (গুহাচিত্র ও পাথরের যন্ত্রপাতি) পাওয়া গেছে যা থেকে বোঝা যায় ঐ এলাকা থেকে এক সময়ে সহজে পানির নাগাল পাওয়া যেত।[তথ্যসূত্র প্রয়োজন] এই এলাকায় হাতি ,জিরাফ ও অন্যান্য প্রাণী বাস করত।

তথ্যসূত্র

সাহারা মরুভূমি  আফ্রিকা বিষয়ক এই নিবন্ধটি অসম্পুর্ণ, আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।

Tags:

সাহারা মরুভূমি বিস্তৃতিসাহারা মরুভূমি খনিজ পদার্থসাহারা মরুভূমি আবহাওয়াসাহারা মরুভূমি অধিবাসীসাহারা মরুভূমি গাছপালাসাহারা মরুভূমি পশুপাখীসাহারা মরুভূমি পূর্বাবস্থাসাহারা মরুভূমি তথ্যসূত্রসাহারা মরুভূমিঅ্যান্টার্কটিকাআরবি ভাষামরুভূমিসুমেরু অঞ্চল

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের স্বাধীনতা দিবসবাংলাদেশ সশস্ত্র বাহিনীঢাকাউইকিপিডিয়াকুরআনমামানব দেহহোলিকাইমাম বুখারীপুরুষে পুরুষে যৌনতাইতিহাসমুক্তিবাহিনীলিওনেল মেসিমুহাম্মাদের সন্তানগণসুফিয়া কামালসংযুক্ত আরব আমিরাতক্রোমোজোমবিটিএসমহিবুল হাসান চৌধুরী নওফেলবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহবসন্ত উৎসববাংলাদেশের প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের তালিকাপাকিস্তানউপনয়নবিতর নামাজখন্দকার মোশতাক আহমেদতামান্না ভাটিয়াযুক্তরাজ্যবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবআমার দেখা নয়াচীনপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাভূমি পরিমাপচেঙ্গিজ খানমোশাররফ করিমপাকিস্তানের আত্মসমর্পণের দলিলপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪এইচআইভি/এইডসপ্রাণ-আরএফএল গ্রুপচীনকোপা আমেরিকাইসলামের নবি ও রাসুলনারীইউএস-বাংলা এয়ারলাইন্সলোকসভা কেন্দ্রের তালিকাতাওরাতশবে কদরসত্যজিৎ রায়খাদ্যবাংলার নবজাগরণকাজী নজরুল ইসলামগুগলঅপারেশন সার্চলাইটনামের ভিত্তিতে মৌলসমূহের তালিকাকক্সবাজাররোকেয়া প্রাচীসেজদার আয়াতএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)সার্বজনীন পেনশনশুক্রাণুশাকিব খানভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহসিঙ্গাপুরফিলিস্তিন জাতীয় ফুটবল দলসুফিবাদএম. এ. চিদম্বরম স্টেডিয়ামইহুদি ধর্মকিরগিজস্তানমক্কাজানাজার নামাজ২০২৪ কোপা আমেরিকাজীববৈচিত্র্যবাংলাদেশের ইউনিয়নবাজি (২০২১-এর চলচ্চিত্র)বাংলা উইকিপিডিয়াবাংলাদেশের বিভাগসমূহ🡆 More