কেঠো মানিকজোড়: পাখির প্রজাতি

কেঠো মানিকজোড় (বৈজ্ঞানিক নাম: Mycteria americana) Ciconiidae (সিকোনিডাই) গোত্র বা পরিবারের অন্তর্গত Mycteria (মাইক্টেরিয়া) গণের অন্তর্গত এক প্রজাতির বড় আকারের জলচর পাখি। পূর্বে প্রজাতিটিকে কেঠো কাস্তেচরা নামে ডাকা হলেও প্রকৃতপক্ষে তা কাস্তেচরা নয়।

কেঠো মানিকজোড়
Mycteria americana
কেঠো মানিকজোড়: বিস্তৃতি, বিবরণ, স্বভাব
Pond, Tampa Bay, FL
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Ciconiiformes
পরিবার: Ciconiidae
গণ: Mycteria
প্রজাতি: M. americana
দ্বিপদী নাম
Mycteria americana
Linnaeus, 1758

কেঠো মানিকজোড়ের বৈজ্ঞানিক নামের অর্থ আমেরিকার পেটরা পাখি (গ্রিক mukter = পেটরা; লাতিন: americanus = আমেরিকার)। পাখিটি প্রায় সমগ্র দক্ষিণ আমেরিকাউত্তর আমেরিকার কিয়দংশে দেখা যায়। সারা পৃথিবীতে ১ কোটি ৪০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে যাচ্ছে। তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।

বিস্তৃতি

বিষূবীয় অঞ্চলের আশেপাশে কেঠো মানিকজোড়ের আবাস। দক্ষিণাংশ বাদে সমগ্র দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার দক্ষিণাংশের উপকূল, ক্যারিবীয় দ্বীপপুঞ্জমধ্য আমেরিকা জুড়ে এদের বিস্তৃত।

বিবরণ

কেঠো মানিকজোড় বেশ বড়সড় সাদা জলচর পাখি। এর দৈর্ঘ্য ৮৩-১১৫ সেন্টিমিটার, ডানার বিস্তার ১৪০-১৮০ সেন্টিমিটার। পরুষ মানিকজোড়ের ওজন ২.৫-৩.৩ কেজি। স্ত্রী মানিকজোড়ের ওজন ২.০-২.৮ কেজি। বড় পুরুষ মানিকজোড় ওজনে ৪.৫ কেজি পর্যন্ত হতে পারে। প্রাপ্তবয়স্ক পাখির মুখ পালকহীন ও চামড়া কালচে। ঘাড় ও গলাও পালকহীন এবং বাদামি-পাটকিলে রঙের। পিঠ দুধসাদা। দেহতলও সাদা। ডানার প্রান্ত-পালক কালো। ডানার কালো পালক-ঢাকনিতে সাদা ডোরা দেখা যায়। লেজের পালক কালচে ও সাদা মেশানো। চোখের রঙ গাঢ় বাদামি। লম্বা ঠোঁটের কালচে, তাতে হলদেটে ভাব থাকে। নিম্নমুখী ঠোঁটের আগা পাটকিলে। পা কালচে-ধূসর। পায়ের পাতা গোলাপি। স্ত্রী ও পুরুষ মানিকজোড় দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখি মলিন সাদা।

স্বভাব

কেঠো মানিকজোড় নদীর পাড়, জলমগ্ন মাঠ, হ্রদ, কাদাচর, লবণ চাষের জমিতে ও নদীর মোহনায় বিচরণ করে। সচরাচর জোড়ায় কিংবা ছোট দলে থাকে। অগভীর পানিতে হেঁটে ঠোঁট খুলে কাদায় ঢুকিয়ে এরা খাবার খুঁজে বেড়ায়। ঠোঁটে মাছ বা অন্যান্য খাবারের অস্তিত্ব টের পেলেই এরা সাথে সাথে ঠোঁট বন্ধ করে ফেলে। খাদ্যতালিকায় রয়েছে মাছ, ব্যাঙ, চিংড়ি, কাঁকড়া, জলজ পোকামাকড় ও ছোট সরীসৃপ। পানির ধারে এরা প্রায়ই একপায়ে ঠায় দাঁড়িয়ে বিশ্রাম করে। ওড়ার সময় প্রলম্বিত পা ও গলা কিছুটা নিচের দিকে ঝুঁকে থাকে। বৃত্তাকারে ধীরলয়ে ওড়ে, ক্রমে ওপরে উঠে যায়। গলায় তেমন শব্দ নেই। ভয় পেলে, উত্তেজিত হলে, আনন্দিত হলে বা বিপদে পড়লে দু'ঠোঁটে বাড়ি মেরে ঠক ঠক শব্দ তোলে। প্রজনন ঋতুতে এক গাছে বা পাশাপাশি একাধিক গাছে অনেকগুলো পাখি মিলে কলোনি করে বাসা করে। এসব কলোনিতে পানকৌড়ি ও অন্যান্য বকও বাসা করে।

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

Tags:

কেঠো মানিকজোড় বিস্তৃতিকেঠো মানিকজোড় বিবরণকেঠো মানিকজোড় স্বভাবকেঠো মানিকজোড় তথ্যসূত্রকেঠো মানিকজোড় গ্রন্থপঞ্জিকেঠো মানিকজোড় বহিঃসংযোগকেঠো মানিকজোড়

🔥 Trending searches on Wiki বাংলা:

ক্বিবলা পরিবর্তনকালমেঘকৃষ্ণনারায়ণগঞ্জ জেলাজয়া আহসানবুদ্ধ পূর্ণিমাভ্লাদিমির লেনিনসাঁওতাললগইনরাষ্ট্রবিজ্ঞানবাংলাদেশের জনমিতিম্যাকবেথকাজলরেখাজনি সিন্সআন্তর্জাতিক মাতৃভাষা দিবসসৈয়দ সায়েদুল হক সুমনপ্রথম উসমানআমার সোনার বাংলাকৃত্রিম বুদ্ধিমত্তাসজনেব্যবসাইসলাম ও হস্তমৈথুনকালেমাবাংলাদেশের জনগণের মৌলিক অধিকাররামহিমালয় পর্বতমালামলাশয়ের ক্যান্সারভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহচেঙ্গিজ খানমিয়া খলিফাভারতের সংবিধানজান্নাতবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনবাংলাদেশের নদীবন্দরের তালিকাধূমকেতুপ্রার্থনা ফারদিন দীঘিলোকনাথ ব্রহ্মচারীসমকামিতাহনুমান জয়ন্তীজন্ডিসদ্য কোকা-কোলা কোম্পানিঅর্থনীতিবাংলাদেশের টেলিফোন নম্বরসমূহজার্মানি০ (সংখ্যা)সহীহ বুখারীজব্বারের বলীখেলাকম্পিউটার কিবোর্ডভারতের ইতিহাসফজরের নামাজমুহাম্মাদের স্ত্রীগণএইচআইভি/এইডসহুমায়ূন আহমেদবিন্দুঅকাল বীর্যপাতহৃৎপিণ্ডভাইরাসনারীদৈনিক ইনকিলাবজলবায়ু পরিবর্তন অভিযোজননামের ভিত্তিতে মৌলসমূহের তালিকাকারিনা কাপুরব্যষ্টিক অর্থনীতিমেহজাবীন চৌধুরীহিট স্ট্রোকশিশ্ন বর্ধনঅভিজিৎ গঙ্গোপাধ্যায়ডিএনএবাংলার প্ৰাচীন জনপদসমূহগুগলপানিচক্রভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০বাংলাদেশের উপজেলাটাঙ্গাইল জেলাহরিচাঁদ ঠাকুরবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহমহামৃত্যুঞ্জয় মন্ত্রদর্শনবাংলাদেশের সংবাদপত্রের তালিকা🡆 More