সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ (ইংরেজি: Selena Gomez) (জন্ম: ২২শে জুলাই, ১৯৯২) একজন মার্কিন সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী। “বারনি এ্যন্ড ফ্রেন্ডস” টিভি সিরিজের মাধ্যমে সেলেনা প্রথমে আত্মপ্রকাশ করেন। এটি ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত চলে। সেলেনা গোমেজ স্পাই কিডস থ্রিডি গেম ওভার, ওয়াকার টেক্সাস র‍্যাঙ্গার ট্রায়াল বাই ফায়ার চলচ্চিত্রেও অভিনয় করেন। এছাড়া তিনি ডিসনি চ্যানেলের দ্য স্যুট লাইফ অফ জ্যাক এন্ড কোডি সিরিজেও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর তিনি ডিসনির উইজার্ডস অফ ওয়েভার্লি প্লেস সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন। এটি সাফল্য অর্জন করে এবং সেলেনা বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হন। পরবর্তিতে সেলেনা ডিসনি চ্যানেলের বিভিন্ন সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে জোনাস ব্রাদারস: লিভিং দ্য ড্রিম, ডিসনি চ্যানেল গেমস উল্লেখযোগ্য। ২০০৯ সালে সেলেনা প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম এবং উইজার্ডস অফ ওয়েভার্লি প্লেস দ্য মুভি চলচ্চিত্র দু'টিতে অভিনয় করেন। এরপর সেলেনা কিস অ্যান্ড টেল নামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের শীর্ষ দশে স্থান লাভ করে।

সেলেনা গোমেজ
২০২২ সালে গোমেজ
২০২২ সালে গোমেজ
প্রাথমিক তথ্য
জন্মনামসেলেনা মেরি গোমেজ
জন্ম (1992-07-22) ২২ জুলাই ১৯৯২ (বয়স ৩১)
গ্র্যান্ড প্রেইরি, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরনপপ সঙ্গীত, ডান্স সঙ্গীত, ইলেক্ট্রো পপ, dubstep, pop rock (early)
পেশাঅভিনেত্রী, সঙ্গীত শিল্পী, ফ্যাশন ডিজাইনার
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল২০০২–বর্তমান
লেবেলহলিউড রেকর্ডস, ইন্টারস্কোপ
ওয়েবসাইটselenagomez.com

ডিসনির বাইরে সেলেনা র‍্যামোনা অ্যান্ড বিজাস চলচ্চিত্রে অভিনয় করেন। সেলেনা ও তার সঙ্গীত দল তাদের দ্বিতীয় অ্যালবাম এ ইয়ার উইথআউট রেইন প্রকাশ করে। এটি বিলবোর্ডের শীর্ষ ৫ এ স্থান লাভ করে। ২০১১ সালে আরেক টিন সঙ্গীত তারকা জাস্টিন বিবার-এর সাথে সেলেনা গোমেজের সম্পর্কের খবর গণমাধ্যমে বহুল প্রচারিত হয়। এই দুইজনকে গণমাধ্যমে "জেলিনা" নামে অভিহিত করে। ২০১১ সালে সেলেনা মন্টে কার্লো এবং দ্য মাপেটস চলচ্চিতে অভিনয় করেন। একই বছরে তিনি হোয়েন দ্য সান গোজ ডাউন অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের লাভ ইউ লাইক এ লাভ সং গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই অ্যালবামটি প্রকাশের পরে সেলেনা গোমেজ অভিনয়ে আরও মনোযোগ ও সময় দেবার জন্য তার সঙ্গীত চর্চায় কিছুটা বিরতি দেন। ২০১২ সালে হোটেল ট্রান্সিলভানিয়া এবং স্প্রিং ব্রেকার্স চলচ্চিত্র দু'টিতে অভিনয় করেন।

সঙ্গীতে বিরতি দেবার কথা বললেও সেলেনা ২০১২ এর অক্টোবরে প্রকাশ করেন যে তিনি তার প্রথম একক অ্যালবামের কাজ করছেন। ২০১৩ এর ৮ই এপ্রিল অ্যালবামটির শীর্ষ গান কাম এন্ড গেট ইট প্রকাশিত হয়। বিলবোর্ড হট ১০০ তালিকার শীর্ষ দশে গানটি স্থান অর্জন করে। জুনে অ্যালবামের দ্বিতীয় গান স্লো ডাউন প্রকাশিত হয়। সেলেনা এর প্রথম একক অ্যালবাম, স্টারস ড্যান্স,, ২৩শে জুলাই ২০১৩তে মুক্তি পায়। অ্যালবামটি প্রকাশের পর সেলেনা গোমেজ আবার বলেন যে তিনি দ্বিতীয়বারের মত সঙ্গীতে বিরতি নেবেন। ২৪শে নভেম্বর ২০১৪তে মুক্তি পায় তার সংকলন অ্যালবাম ফর ইউ । এরপরই তিনি ইন্টারস্কোপের সাথে নতুন রেকর্ড কন্ট্রাক্ট সাক্ষর করেন। তার দ্বিতীয় একক অ্যালবাম রিভাইভাল ০৯ই অক্টোবর, ২০১৫তে মুক্তি পাবে। বিনোদন জগতের বাইরে সেলেনা গোমেজ জনকল্যাণমূলক এবং সামাজিক ও পরিবেশ সংক্রান্ত কাজে জড়িত।

প্রাথমিক জীবন

সেলেনা গোমেজ ১৯৯২ সালের ২২শে জুলাই টেক্সাসের গ্র্যান্ড প্রেইরিতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম রিকার্ডো জোয়েল গোমেজ এবং মায়ের নাম অ্যামান্ডা ডন ম্যান্ডি কর্নেট। গোমেজের নামকরণ করা হয় বিখ্যাত শিল্পী সেলেনার অনুসারে। গোমেজের পাঁচ বছর বয়সে তার বাবা-মার বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর গোমেজ তার মায়ের সাথেই থাকত। তার দুটি বোন আছে।

গোমেজের বিনোদন জগতে কাজ করার আগ্রহ সৃষ্টি হয় তার মার মঞ্চ নাটকের প্রস্তুতি দেখে। তিনি বিভিন্ন চরিত্রের জন্য অডিশন দিতে থাকেন। “বারনি এ্যন্ড ফ্রেন্ডস” এর অডিশনের সময় তার ডেমি লোভাটোর সাথে দেখা হয়। ২০০২ সালে তারা দুজন একসাথে অনুষ্ঠানে সুযোগ পায়। গোমেজ অনুষ্ঠানের ১৪ পর্বে অভিনয় করেন। ২০০৩ সালে তিনি স্পাই কিডস থ্রি-ডি: গেম ওভার চলচ্চিত্রে একটি ছোট ভূমিকায় অভিনয় করেন। ২০০৬ সালে তিনি “দ্য স্যুট লাইফ অফ জ্যাক অ্যান্ড কোডি” সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করে।

ডিস্কের তালিকা

সেলেনা গোমেজ এন্ড দ্য সিন এর সদস্য হিসেবে

  • কিস অ্যান্ড টেল (২০০৯)
  • এ ইয়ার উইথআউট রেইন (২০১০)
  • হোয়েন দ্য সান গোজ ডাউন (২০১১)

একক শিল্পী হিসেবে

  • স্টারস ড্যান্স (২০১৩)
  • রিভাইভাল (২০১৫)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সেলেনা গোমেজ প্রাথমিক জীবনসেলেনা গোমেজ ডিস্কের তালিকাসেলেনা গোমেজ তথ্যসূত্রসেলেনা গোমেজ বহিঃসংযোগসেলেনা গোমেজইংরেজি ভাষামার্কিন

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলা স্বরবর্ণচৈতন্য মহাপ্রভুঘোড়াআইসোটোপরাজশাহীপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাদুর্গাপূজাইব্রাহিম (নবী)মাইটোসিসসুনীল গঙ্গোপাধ্যায়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ইন্টার মিলানবুধ গ্রহধর্মসরকারি বাঙলা কলেজশান্তিনিকেতনহিন্দুধর্মের ইতিহাসওয়ালটন গ্রুপমাহরামপেশাকবিতাগাঁজা (মাদক)রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)গোলাপঅর্থনৈতিক সম্পর্ক বিভাগইমাম বুখারীঅভিস্রবণচাহিদাভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহবাংলাদেশে পেশাদার যৌনকর্মবাংলাদেশ সেনাবাহিনীর পদবিমমতা বন্দ্যোপাধ্যায়বাংলাদেশ সেনাবাহিনীকক্সবাজার সমুদ্র সৈকতসূর্যঅসহযোগ আন্দোলন (১৯৭১)আল হিলাল সৌদি ফুটবল ক্লাবন্যাটোকমনওয়েলথ অব নেশনসপুলিশইসরায়েলের ইতিহাসমানিক বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারভাষাক্লিওপেট্রাবঙ্গবন্ধু-১বেল (ফল)জীববৈচিত্র্যবাংলাদেশের উপজেলাইতালিপেপসিকম্পিউটার কিবোর্ডরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রপায়ুসঙ্গমআন্তর্জাতিক মাতৃভাষা দিবসনাটোর জেলাসেলজুক সাম্রাজ্যবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাবাংলার প্ৰাচীন জনপদসমূহভূত্বকশিশ্ন বর্ধনবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাব্যাকটেরিয়াবটউদ্ভিদকোষবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকাযৌতুকফিলিস্তিনব্যাংক সমন্বয়ম্যালেরিয়াদুধব্রিক্‌সরশিদ চৌধুরীপ্লাস্টিক দূষণচণ্ডীমঙ্গলরিয়াজশচীন তেন্ডুলকর🡆 More