সুইজারল্যান্ড: ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র

সুইজারল্যান্ড (জার্মান: die Schweiz, ফরাসি: la Suisse, ইতালীয়: Svizzera, রোমানশ: Svizra) আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন, পশ্চিম-মধ্য ইউরোপ একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্রাংক এবং বাৎসরিক স্থূল দেশজ উৎপাদনের পরিমাণ ৫১২.১ বিলিয়ন সুইস ফ্রাংক (২০০৭ খ্রিষ্টাব্দ)। এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের অন্যতম।

সুইস কনফেডারেশন

Five official names
সুইজারল্যান্ডের জাতীয় পতাকা
পতাকা
সুইজারল্যান্ডের জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: Unus pro omnibus, omnes pro uno (লাতিন ভাষায়
"একের জন্য সব, সবের জন্য এক"
জাতীয় সঙ্গীত: Swiss Psalm
 সুইজারল্যান্ড-এর অবস্থান (কমলা) on the European continent-এ (সাদা)
 সুইজারল্যান্ড-এর অবস্থান (কমলা)

on the European continent-এ (সাদা)

রাজধানীবের্ন (যুক্তরাষ্ট্রীয় রাজধানী)
বৃহত্তম নগরীজুরিখ
সরকারি ভাষাজার্মান, ফরাসি, ইতালীয়, রোমানশ
সরকারগণতন্ত্র যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র
• যুক্তরাষ্ট্রীয় পরিষদ
M. Leuenberger
P. Couchepin
S. Schmid
M. Calmy-Rey
C. Blocher
H.-R. Merz
D. Leuthard
স্বাধীনতা
• স্থাপন
১ আগস্ট ১২৯১
• বাসেল সন্ধির (১৪৯৯)
২২ সেপ্টেম্বর ১৪৯৯
• স্বীকৃতি
২৪ অক্টোবর ১৬৪৮
• পুনঃস্থাপিত
৭ আগস্ট ১৮১৫
• যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র
১২ সেপ্টেম্বর ১৮৪৮
• পানি (%)
৪.২
জনসংখ্যা
• ২০০৬ আনুমানিক
৭,৫০৭,০০০ (৯৪)
• ২০০০ আদমশুমারি
৭,২৮৮,০১০
জিডিপি (পিপিপি)২০০৫ আনুমানিক
• মোট
$২৬৪.১ বিলিয়ন (৩৯)
• মাথাপিছু
$৩২,৩০০ (১০)
জিডিপি (মনোনীত)২০০৫ আনুমানিক
• মোট
$৩৬৭.৫ বিলিয়ন (১৮)
• মাথাপিছু
$৫০,৫৩২ ()
জিনি (২০০০)৩৩.৭
মাধ্যম
মানব উন্নয়ন সূচক (২০০৬)অপরিবর্তিত ০.৯৪৭
ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · 
মুদ্রাসুইস ফ্রাংক (CHF)
সময় অঞ্চলইউটিসি+1 (CET)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+2 (CEST)
কলিং কোড+৪১
ইন্টারনেট টিএলডি.ch
সুইজারল্যান্ড: ইতিহাস, রাজনীতি, প্রশাসনিক অঞ্চলসমূহ
বাসেল বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় (১৪৬০)

২০০৬ খ্রিষ্টাব্দে জনসংখ্যা ছিল প্রায় পৌণে এক কোটি। এদেশে মানুষের মাথাপিছু বাৎসরিক আয় ৬৭,৮২৩ সুইস ফ্রাংক (২০০৭ খ্রিষ্টাব্দ)। আইনত সুইজারল্যান্ডের কোনও রাজধানী না থাকলেও দেশটির কার্যত রাজধানী হচ্ছে বের্ন। অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হলো জুরিখ এবং জেনেভা। জুরিখের দিকের লোকেরা জার্মান এবং জেনেভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে রূপে ভূষিত করেছে। বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ।Tax Justice Network সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান দিয়েছে।

সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজোড়া। অবশ্য সুইস ব্যাংকসমূহ কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাত। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১লা জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। ছয় বৎসরের জন্য গঠিত মন্ত্রীপরিষদের একেক জন মন্ত্রী পালাক্রমে এক বৎসরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

ইতিহাস

রাজনীতি

দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১লা জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। ছয় বৎসরের জন্য গঠিত মন্ত্রীপরিষদের একে জন মন্ত্রী পালাক্রমে এক বৎসরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক অঞ্চলসমূহ

সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে। ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল যাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল। বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।

সুইজারল্যান্ডের রাজধানী বের্ন। এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর। শহরটি আরে নদীর বাঁক দ্বারা তিন দিকে বেষ্টিত একটি উঁচু শৈলান্তরীপের ওপর অবস্থিত। সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানী "বার্ন" হলেও সবচেয়ে পরিচিত শহরগুলো হল "জুরিক" এবং "জেনেভা"।

ভূগোল

সুইজারল্যান্ডের আয়তন ৪১ হাজার ২৮৫ বর্গকিলোমিটার। সুইজারল্যান্ডকে জুরা, সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আল্পস পর্বতমালা এই তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়।

অর্থনীতি

বৈশ্বিক উদ্ভাবন সূচক এ এই দেশ শীর্ষ স্থানে রয়েছে।এদেশে মানুষের মাথাপিছু বাৎসরিক আয় ৬৭,৮২৩ সুইস ফ্রাংক (২০০৭ খ্রিষ্টাব্দ)। বার্ন শহরটি সুইজারল্যান্ডের রাজধানী। অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হলো জুরিখ এবং জেনেভা।

জনসংখ্যা

২০১৬ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে ৮৩ লাখ ৭২ হাজারের অধিক মানষ বসবাস করে। সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন। এরা মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ। এছাড়া মুসলমান, সনাতন, ইহুদীসহ অন্যরা নিজ নিজ ধর্ম পালন করে।

সংস্কৃতি

সুইজারল্যান্ড বহুভাষী রাষ্ট্র এবং এখানে চারটি রাষ্ট্র ভাষা রয়েছে- জার্মান, ফরাসি, ইতালীয় এবং রোমানীয়। বাকিরা স্পেনীয়, পর্তুগিজ আর তুর্কী ভাষায় কথা বলে।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Tags:

সুইজারল্যান্ড ইতিহাসসুইজারল্যান্ড রাজনীতিসুইজারল্যান্ড প্রশাসনিক অঞ্চলসমূহসুইজারল্যান্ড ভূগোলসুইজারল্যান্ড অর্থনীতিসুইজারল্যান্ড জনসংখ্যাসুইজারল্যান্ড সংস্কৃতিসুইজারল্যান্ড তথ্যসূত্রসুইজারল্যান্ড আরও দেখুনসুইজারল্যান্ড বহিঃসংযোগসুইজারল্যান্ডইউরোপীয় ইউনিয়নইতালীয় ভাষাজার্মান ভাষাফরাসি ভাষামধ্য ইউরোপসুইস ফ্রাংকস্থলবেষ্টিত রাষ্ট্র

🔥 Trending searches on Wiki বাংলা:

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সূরা বাকারাআয়াতুল্লাহমিঠুন চক্রবর্তীলোকনাথ ব্রহ্মচারীস্কোপোলামিনদিনেশ কার্তিকরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবশেখ হাসিনাসোনালী ব্যাংক পিএলসিরাজনীতিওয়াহাবি আন্দোলনগাঁজা (মাদক)ওয়ালাইকুমুস-সালামপাবনা জেলালিওনার্দো দা ভিঞ্চিবাংলাদেশীবাংলাদেশের মন্ত্রিসভাগোপাল ভাঁড়মোটু পাতলুমূত্রনালীর সংক্রমণআকিকাহিন্দি ভাষাটাইটানিকতেল আবিবএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)সামরিক ব্যয় অনুযায়ী দেশের তালিকাইউএস-বাংলা এয়ারলাইন্সঐশ্বর্যা রাইবাংলাদেশের জনমিতিমিজানুর রহমান আজহারীআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাপানাম নগরসূরা নাসবিদায় হজ্জের ভাষণবদরের যুদ্ধওবায়দুল কাদেররোহিত শর্মানাটকইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিমৌসুমীফেনী জেলাফরাসি বিপ্লবকৃষ্ণমেঘনাদবধ কাব্যরাষ্ট্রবিজ্ঞানবাবরলাঙ্গলবন্দইসরায়েল–ফিলিস্তিন সংকট ২০২১ক্যাটরিনা কাইফইমাম বুখারীবাঘপ্রধান ধর্মাবলম্বী গোষ্ঠীসমূহরাশিয়াবনলতা সেন (কবিতা)মহাভারতবাউল সঙ্গীতসিরাজগঞ্জ জেলাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরভারতীয় জনতা পার্টিবাংলাদেশে পালিত দিবসসমূহমিষ্টিমইনুদ্দিন চিশতীরক্তদুরুদগাজারজনীকান্ত সেনপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকান্যাটোভাইরাসহাদিসবাংলাদেশের ইউনিয়নপূর্ণিমা (অভিনেত্রী)তাজমহলধর্ষণ🡆 More