শিক্ষার অধিকার: শিক্ষার সার্বজনীন অধিকার

মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ২৬তম পরিচ্ছেদ অনুযায়ী সমস্ত মানুষের শিক্ষার অধিকার আছে। এই শিক্ষা (ন্যূনতমপক্ষে প্রাথমিক স্তরে) বিনামূল্যের হবে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে। কারিগরি ও পেশাগত শিক্ষা সর্বসাধারণের জন্য সুলভ হবে এবং উচ্চশিক্ষা মেধার ভিত্তিতে সবার জন্য সমভাবে লভ্য হবে। শিক্ষার লক্ষ্য হবে মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাগুলির ব্যাপারে শ্রদ্ধা সুদৃঢ় করা। শিক্ষার কাজ হবে সমস্ত জাতি, বর্ণ ও ধর্মের লোকদের মধ্যে বোঝাপড়া, সহনশীলতা ও বন্ধুত্বকে উৎসাহিত করা, সমাজের উন্নয়ন এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষায় সহায়তা করা। শিশুকে কী শিক্ষা দেওয়া হবে, শিশুর বাবা-মা তা আগে থেকে নির্ধারণ করার অধিকার রাখেন।

শিক্ষার অধিকার: শিক্ষার সার্বজনীন অধিকার
শ্রেণিকক্ষে অনুপ্রেরণা, অধ্যয়নের উপাদানগুলিতে রাজনৈতিক বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা বা শিক্ষকরা যারা ছাত্রদের উদ্বুদ্ধকরণে তাদের ভূমিকা অবমাননা করে এমন শিক্ষার উদ্দেশ্যগুলির বিরুদ্ধে যায় যা চিন্তার স্বাধীনতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার চেষ্টা করে।

ইউনেস্কো ২০০০ সালে সবার জন্য শিক্ষা আন্দোলনটির সূচনা করে। এর ফলে একবিংশ শতাব্দীর প্রথম দুই দশকে শিক্ষাক্ষেত্রে শিশু-কিশোদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র

Tags:

মানবাধিকার সনদ

🔥 Trending searches on Wiki বাংলা:

ইউনিলিভারঝড়বাংলাদেশ সেনাবাহিনীর পদবিএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)গৌতম বুদ্ধকুতুব মিনারচর্যাপদের কবিগণবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রামমোহন রায়সাদ্দাম হুসাইনবাঙালি হিন্দু বিবাহকোণমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)হনুমান চালিশাবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩সূর্যবাংলাদেশের টেলিফোন নম্বরসমূহঅক্ষয় তৃতীয়াআশারায়ে মুবাশশারাতিলক বর্মাদক্ষিণ কোরিয়াযৌনপল্লিবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাহানিফ সংকেতসতীদাহশক্তিবাংলাদেশের উপজেলাঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০সৌরজগৎবাংলাদেশের কোম্পানির তালিকাব্রিটিশ রাজের ইতিহাসচীনক্যান্সারসুনীল নারাইনমালয়েশিয়াকুয়েতপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাভূমিকম্পকারিনা কাপুরলিঙ্গ উত্থান ত্রুটিভারতীয় সংসদরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরজোয়ার-ভাটাদিনাজপুর জেলাপশ্চিমবঙ্গহিমালয় পর্বতমালাকাঁঠালভারত বিভাজনগাজীপুর জেলাপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১মানব দেহসাজেক উপত্যকানিউটনের গতিসূত্রসমূহকৃষ্ণনিমপাকিস্তানপহেলা বৈশাখইরাকযোনিঢাকা বিভাগরক্তের গ্রুপবঙ্গভঙ্গ (১৯০৫)বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিগুগলসচিব (বাংলাদেশ)বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রউমাইয়া খিলাফতবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিবাল্যবিবাহবাংলাদেশ ছাত্রলীগকাঠগোলাপইরানসমাজকর্মকালো জাদুকবিতা🡆 More