মলদোভায় ইসলাম

মলদোভাতে মুসলমানদের একটি ছোট্ট সম্প্রদায় রয়েছে, যার সংখ্যা কয়েক হাজার।

মলদোভায় ইসলাম
ইউরোপে ইসলাম
দেশের জনসংখ্যা অনুযায়ী শতকরা হার
  ৯০–১০০%
  ৭০–৮০%
কাজাখস্তান
  ৫০–৭০%
  ৩০–৫০%
উত্তর মেসেডোনিয়া
  ১০–২০%
  ৫–১০%
  ৪–৫%
  ২–৪%
  ১–২%
  < ১%

২০০৫ সালে, ইউরোপীয় সুরক্ষা ও সহযোগিতা সংস্থার সুপারিশ সত্ত্বেও তালগাত মাসায়েভের নেতৃত্বাধীন মুসলিমদের আধ্যাত্মিক সংস্থাটি নিবন্ধন করা হয়নি।

২০১১ সালের মার্চ মাসে, মলদোভার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটি এনজিও, ইসলামিক লিগ অফ মলদোভা (লিগা ইসলামিক দ্বীন মলদোভা) মলদোভা বিচার মন্ত্রণালয় দ্বারা মলদোভায় প্রথম আইনত স্বীকৃত মুসলিম সংস্থা হিসাবে নিবন্ধিত হয়েছিল। সংস্থাটি ২০০৮ সালে নিবন্ধনের জন্য আবেদন করেছিল।

মলদোভার অর্থোডক্স চার্চ ইসলামের স্বীকৃতির বিরোধিতা করে এবং রক্ষণশীল দলগুলোর সাথে প্রতিবাদে যোগ দেয়।

২০১১ সালের হিসাবে আনুষ্ঠানিকভাবে মলদোভাতে মাত্র ২ হাজার মুসলমান ছিল। তবে মলদোভা ইসলামিক লিগের প্রধান সের্গিউ সোচারিকা বলেন যে এই সংখ্যাটি ১৭,০০০ এর কাছাকাছি ছিল, অতীতে ইসলাম দমনের কারণে তারা সবাই মুসলমান হিসাবে নিবন্ধিত ছিল না।

জনসংখ্যার উপাত্ত

২০১৪ সালের মলদোভার আদমশুমারি অনুসারে মলদোভাতে ২,০০৯ জন মুসলমান বাস করেন, ২০০৪ সালের আদমশুমারিতে ১,৬৬৭ জন মুসলমান ছিলেন। মুসলমানদের বেশিরভাগই কিশিনেভে (৯৮৫ জন) বাস করেন, তার পরে গাগুজিয়া (১৭৬ জন), বালৎসি (৭৬ জন), আনেনি নই (৬৮ জন) এবং কাহুল (৫৪ জন) রয়েছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

মলদোভা

🔥 Trending searches on Wiki বাংলা:

তাজমহলমালয়েশিয়ারাজনীতি১৮৫৭ সিপাহি বিদ্রোহবাংলাদেশ সুপ্রীম কোর্টমোহাম্মদ সাহাবুদ্দিনজি২০করোনাভাইরাসবাঁশগাণিতিক প্রতীকের তালিকামানব দেহকারকচন্দ্রযান-৩ট্রাভিস হেডজলবায়ুশিক্ষাদীন-ই-ইলাহিবৃষ্টিঢাকা বিভাগনেতৃত্বব্রাহ্মণবাড়িয়া জেলামেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)ইংরেজি ভাষাবিদ্রোহী (কবিতা)ইসনা আশারিয়াসিরাজউদ্দৌলাআমকালো জাদুবাংলাদেশের বিমানবন্দরের তালিকাজ্বীন জাতিরবীন্দ্রসঙ্গীতবিভিন্ন দেশের মুদ্রাঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসাহারা মরুভূমিসুনামগঞ্জ জেলানোরা ফাতেহিভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ধানজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাতক্ষকসমাজবিজ্ঞানবাংলা শব্দভাণ্ডারসাতই মার্চের ভাষণক্রিয়েটিনিনসাপউদ্ভিদকোষবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহসুভাষচন্দ্র বসুবিসিএস পরীক্ষাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলচট্টগ্রাম জেলাবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)বর্তমান (দৈনিক পত্রিকা)ভারতবঙ্গভঙ্গ আন্দোলনকৃত্তিবাসী রামায়ণমহাভারতরেওয়ামিলভারতের সংবিধানবাংলাদেশের সংবাদপত্রের তালিকাসাধু ভাষাআল মনসুরতাপপ্রবাহলোহিত রক্তকণিকামহাত্মা গান্ধীকাতারবাংলাদেশ জামায়াতে ইসলামীস্নায়ুযুদ্ধ২০২৪ কোপা আমেরিকাবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২জাহাঙ্গীরব্রাজিলযৌনসঙ্গম🡆 More