তাঁত: কাপড় তৈরীর যন্ত্র

তাঁত হচ্ছে এক ধরনের যন্ত্র যা দিয়ে তুলা বা তুলা হতে উৎপন্ন সুতা থেকে কাপড় বানানো যায়। তাঁত বিভিন্ন রকমের হতে পারে । খুব ছোট আকারের হাতে বহন যোগ্য তাঁত থেকে শুরু করে বিশাল আকৃতির স্থির তাঁত দেখা যায়। আধুনিক বস্ত্র কারখানা গুলোতে স্বয়ংক্রিয় তাঁত ব্যবহার করা হয়ে থাকে।

তাঁত: কাপড় তৈরীর যন্ত্র
একজন অসমীয়া মহিলা তাঁত ব্যবহার করছেন
তাঁত: কাপড় তৈরীর যন্ত্র
একজন হাঙ্গেরীয়ান মহিলা তাঁত ব্যবহার করছেন

সাধারণত তাঁত নামক যন্ত্রটিতে সুতা কুণ্ডলী আকারে টানটান করে ঢুকিয়ে দেয়া থাকে । লম্বালম্বি সুতাগুলিকে টানা এবং আড়াআড়ি সুতাগুলিকে পোড়েন বলা হয়। যখন তাঁত চালু করা হয় তখন নির্দিষ্ট সাজ অনুসারে সুতা টেনে নেয়া হয় এবং সেলাই করা হয়। তাঁতের আকার এবং এর ভেতরের কলা কৌশল বিভিন্ন রকমের হতে পারে। বাংলা তাঁত যন্ত্রে ঝোলানো হাতল টেনে সুতো জড়ানো মাকু(spindle) আড়াআড়ি ছোটানো হয়। মাকু ছাড়াও তাঁতযন্ত্রের অন্যান্য প্রধান অঙ্গগুলি হল - শানা, দক্তি ও নরাজ । শানার কাজ হল টানা সুতার খেইগুলিকে পরস্পর পাশাপাশি নিজ নিজ স্থানে রেখে টানাকে নির্দিষ্ট প্রস্থ বরাবর ছড়িয়ে রাখা। শানার সাহায্যেই কাপড় বোনার সময় প্রত্যেকটি পোড়েনকে ঘা দিয়ে পরপর বসানো হয়। শানাকে শক্ত করে রাখার কাঠামো হল দক্তি। একখানি ভারী ও সোজা চওড়া কাঠে নালী কেটে শানা বসানো হয় আর তার পাশ দিয়ে কাঠের উপর দিয়ে মাকু যাতায়াত করে। শানাটিকে ঠিক জায়গায় রাখার জন্য তার উপরে চাপা দেওয়ার জন্য যে নালা-কাটা কাঠ বসানো হয় তার নাম মুঠ-কাঠ। শানা ধরে রাখার এই দুখানি কাঠ একটি কাঠামোতে আটকে ঝুলিয়ে রাখা হয় । এই সমগ্র ব্যবস্থাযুক্ত যন্ত্রটির নাম দক্তি ।

শানায় গাঁথা আবশ্যকমত প্রস্থ অনুযায়ী টানাটিকে একটি গোলাকার কাঠের উপর জড়িয়ে রাখা হয়, একে বলে টানার নরাজ । আর তাঁতি যেখানে বসে তাঁত বোনে , সেখানে তার কোলেও একটী নরাজ থাকে- তার নাম কোল-নরাজ । টানার নরাজের কাজ হল টানার সুতাকে টেনে ধরে রাখা আর কোল-নরাজের কাজ হল কাপড় বোনার পর কাপড়কে গুটিয়ে রাখা ।

"তাঁত বোনা" শব্দ কটি এসেছে "তন্তু বয়ন" থেকে। তাঁত বোনা যার পেশা সে হল তন্তুবায় বা তাঁতী। আর এই তাঁতের উপর যারা বিশেষ কৌশল প্রয়োগ করে তাদেরকে ফেব্রিক ইঞ্জিনিয়ার বলা হয়।

তথ্যসূত্র

Tags:

কারখানাতুলাবস্ত্রযন্ত্র

🔥 Trending searches on Wiki বাংলা:

যোনি পিচ্ছিলকারকপাখিলোকসভা কেন্দ্রের তালিকাম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব৬৯ (যৌনাসন)সূর্য (দেবতা)বিটিএসহ্যালির ধূমকেতুবাংলাদেশমৌসুমীধর্মবাংলাদেশ সেনাবাহিনীঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েশরীয়তপুর জেলাবাংলা বাগধারার তালিকারাজ্যসভাইলিয়াস কাঞ্চনমেঘনাদবধ কাব্যবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাসত্যজিৎ রায়অষ্টাঙ্গিক মার্গআদমজলবায়ু পরিবর্তন অভিযোজনমিয়া খলিফানোয়াখালী জেলাধরিত্রী দিবসঅগ্ন্যাশয়চর্যাপদবিজ্ঞানবাংলাদেশের সংবিধানগোপালগঞ্জ জেলাঅস্ট্রেলিয়াভারতীয় জাতীয় কংগ্রেসমুহাম্মাদের স্ত্রীগণবাংলাদেশের নদীবন্দরের তালিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমলাশয়ের ক্যান্সারসিঙ্গাপুরআবুল কাশেম ফজলুল হকআলেকজান্ডারের ভারত আক্রমণইন্টার মিলানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলইসলামে বিবাহআলিলেবাননজাতীয় সংসদের স্পিকারদের তালিকাহনুমান (রামায়ণ)কৃষ্ণময়মনসিংহ বিভাগকরমচাঁদ উত্তমচাঁদ গান্ধীশ্রীকৃষ্ণকীর্তনমুহাম্মদ ইকবালআবদুল হামিদ খান ভাসানীছিয়াত্তরের মন্বন্তরঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাক্রিস্তিয়ানো রোনালদোইনডেমনিটি অধ্যাদেশনরেন্দ্র মোদীশাহ জাহানদোয়া কুনুতবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলফিলিস্তিনের ইতিহাসমনোবিজ্ঞানঢাকা বিভাগজাযাকাল্লাহইউনিলিভারপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)চাকমাইংরেজি ভাষামোশাররফ করিমবাংলা ভাষা আন্দোলনজয়া আহসানভারতের ইতিহাসগোপাল ভাঁড়ইশার নামাজঢাকা বিশ্ববিদ্যালয়দুবাই আমিরাতপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকা🡆 More