কলাপাতা ভাত

কলা পাতা ভাত হচ্ছে দক্ষিণ ভারতের ভাত পরিবেশনের ঐতিহ্যবাহী পদ্ধতি। প্রাচীনকালে বাংলাদেশ সহ কলাগাছ জন্মে দক্ষিণ এশিয়ার অঞ্চলসমূহে বিবাহ, শ্রাদ্ধ, চল্লিশায় কলাপাতায় ভাত পরিবেশনের প্রচলন ছিলো। দক্ষিণ ভারত সংলগ্ন মালয়েশিয়া এবং সিংগাপুরেও অভিবাসী দক্ষিণ ভারতীয়দের কল্যাণে কলাপাতা ভাতের দেখা পাওয়া যায়। এখনও অনেক অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানে কলাপাতায় ভাত খাওয়া প্রচলিত আছে।

কলাপাতা ভাত
কলাপাতা ভাত
কলা পাতা ভাত
প্রধান উপকরণভাত, তরকারি, কলা পাতা

এছাড়াও কোনো কোনো গ্রাম্য অঞ্চলে আত্মীয়ের সমাবেশেও কলা পাতায় ভাত বেড়ে খাওয়া হয়।

বর্ণনা

কলাপাতা ভাতে কলা পাতার উপর সাদা ভাত পরিবেশন করা হয় সাথে থাকে সব্জি তরকারি, আচার, পাপড় এবং অঞ্চল ভেদের অন্যান্য সামগ্রী(সাধারণত টক, লবনাক্ত, মশলাযুক্ত)। কলাপাতা একবার ব্যবহারযোগ্য থালা হিসেবে ব্যবহার করা হয়। প্রশস্ত পাতা এবং সহজলভ্যতার কারণে কলাপাতা ব্যবহার করা হয়। জলাভূমি অঞ্চলে কলাপাতার বদলে পদ্মপাতায় ভাত পরিবেশন করা হয়। সাধারনত সব্জি ডাল ভাতের উপর দেওয়া হয়। অনেকসময় সিদ্ধ ডিম, ভাজা মাংস, মাছও দেওয়া হয়। অনেক স্থানে প্রথমে ডাল এবং পরে দই পরিবেশন করা হয়।

কলাপাতায় পরিবেশিত খাবার হাত দিয়ে খাওয়া হয়। দক্ষিণ ভারতে একটি রীতি প্রচলিত আছে। খাওয়া শেষে উক্ত ব্যক্তি তার পাতাটিকে ভেতরের দিকে ভাঁজ করবে যাতে যিনি খাওয়ালেন তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন হবে। শ্রাদ্ধে খাবার খেয়ে পাতাটিকে বাইরের দিকে ভাঁজ করা হয় পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের নিদর্শন হিসেবে। অন্য সময়ে পেছনের দিকে ভাঁজ করা দৃষ্টিকটু হিসেবে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

নিউটনের গতিসূত্রসমূহবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকিশোরগঞ্জ জেলাগীতাঞ্জলিরামশ্রীকৃষ্ণকীর্তনঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদ্রৌপদীচট্টগ্রাম বিভাগইসলাম ও অন্যান্য ধর্মবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাসিফিলিসরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মমাতারবাড়ি বন্দরআল নাসর ফুটবল ক্লাবসৈয়দ রেজাউল করিমশাবনূরপাবনা জেলাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রাশিয়ামহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামালদ্বীপফুলবিশেষণব্যাংকআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকাজী নজরুল ইসলামসিরাজগঞ্জ জেলাঋগ্বেদইসলামি সহযোগিতা সংস্থাসুফিবাদকাজী নজরুল ইসলামের রচনাবলি৩০ এপ্রিলবাংলাদেশ সেনাবাহিনীর পদবিগোলাপমুহম্মদ জাফর ইকবালদ্বিতীয় বিশ্বযুদ্ধরংপুর এক্সপ্রেসমৌর্য সাম্রাজ্যনয়নতারা (উদ্ভিদ)তামান্নাসালমান শাহচাঁদহস্তমৈথুনের ইতিহাসস্বাধীনতা দিবস (ভারত)হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরলিঙ্গ উত্থান ত্রুটিহিরো আলমবাংলাদেশ আওয়ামী লীগমদরাজনীতিতানজিন তিশাপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাঅরিজিৎ সিংপশ্চিমবঙ্গমেঘনাদবধ কাব্যবদরের যুদ্ধজয় বাংলা, বাংলার জয়ইসরায়েলবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকক্সবাজার জেলারবীন্দ্রজয়ন্তীপৃথিবীর ইতিহাসকক্সবাজারসিলেটসোনালী ব্যাংক লিমিটেডজনগণমন-অধিনায়ক জয় হেডেঙ্গু জ্বরশাহরুখ খানমমতা বন্দ্যোপাধ্যায়বাংলাদেশ বিমান বাহিনীলিটন দাসপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়শবনম বুবলিনীল বিদ্রোহআযানআইজাক নিউটনদারাজ🡆 More