২৫ জানুয়ারি: তারিখ

২৫ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫তম দিন। বছর শেষ হতে আরো ৩৪০ (অধিবর্ষে ৩৪১) দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ১৪৯৪ - প্রথম ফার্দিনান্দের মৃত্যুর পর দ্বিতীয় আলফনসো নেপলসের রাজ সিংহাসনে আরোহণ করেন।
  • ১৬৬২ - ব্রিটিশ সেনাবাহিনীর জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে।
  • ১৮০২ - ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন।
  • ১৮৩১- - পোল্যান্ডের স্বাধীনা ঘোষণা করা হয়।
  • ১৮৭১ - জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।
  • ১৮৯০ - নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।
  • ১৮৯৯ - প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।
  • ১৯১৫ - আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।
  • ১৯১৭ - ২৫ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে। 
  • ১৯১৮ - ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রাশিয়া থেকে আলাদা হয়। 
  • ১৯১৯ - লিগ অব ন্যাশনস্-এর প্রতিষ্ঠা হয়।
  • ১৯৪২ - থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪৮ - সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন।
  • ১৯৫০ - ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়।
  • ১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।
  • ১৯৬৩ - জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে প্রথমবারের মত বাইতুল মোকারম জামে মসজিদে নামাজ পড়া হয়।
  • ১৯৬৪ - পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়।
  • ১৯৬৫ - ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় চেকোস্লাভিয়াটোঙ্গা
  • ১৯৭৫ - চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার কায়েম হয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
  • ১৯৭৫ - বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) ব্যবস্থার প্রবর্তন।
  • ১৯৭৯ - চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে।

জন্ম

মৃত্যু

  • ৪৭৭ - ভান্ডালসের রাজা গেন্সেরিক।
  • ১৮৫২ - রাশিয়ান এডমিরাল মানচিত্রাঙ্কনবিদ ও এক্সপ্লোরার ফেবিয়ানগটলিয়েব ভনবেলিংশাউসেন।
  • ১৮৬৮ - রামগোপাল ঘোষ, ইয়ং বেঙ্গল গ্রুপের নেতা, সফল ব্যবসায়ী, বাগ্মী ও সমাজ সংস্কারক।
  • ১৯০৮ - ইংরেজ লেখক অউইডা।
  • ১৯৫৪ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।(জ.২১/০৩/১৮৮৭)
  • ১৯৫৭ - আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি।
  • ১৯৭৯ - অনন্ত সিং, চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ।(জ.০১/১২/১৯০৩)
  • ১৯৮২ - রাশিয়ান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ মিখাইল সুসলভ।
  • ১৯৯০ - আমেরিকান অভিনেত্রী আভা গার্ডনের।
  • ২০০৪ - হাঙ্গেরিয়ান ফুটবলার মিক্লস ফেহের।
  • ২০০৫ - আমেরিকান স্থপতি ফিলিপ জনসন।
  • ২০১০ - ইরাকি জেনারেল, রাজনীতিবিদ ও প্রতিরক্ষা মন্ত্রী আলী হাসান আল-মজিদ।
  • ২০১৫ - গ্রিক গায়ক, গীতিকার ও খাদ প্লেয়ার ডেমিস রউসোস।
  • ২০২১ - বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.)।(জ. ১২/০১/১৯৩৬)

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

২৫ জানুয়ারি ঘটনাবলী২৫ জানুয়ারি জন্ম২৫ জানুয়ারি মৃত্যু২৫ জানুয়ারি ছুটি ও অন্যান্য২৫ জানুয়ারি বহিঃসংযোগ২৫ জানুয়ারিঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলালিংকশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাভালোবাসাআর্সেনাল ফুটবল ক্লাবজাতীয় স্মৃতিসৌধগুগলমালদ্বীপরাজশাহী বিশ্ববিদ্যালয়শিশ্ন বর্ধনহস্তমৈথুনবাংলা ভাষা আন্দোলননরেন্দ্র মোদীঅপু বিশ্বাসপূবালী ব্যাংক পিএলসিবাঙালি হিন্দুদের পদবিসমূহপিঁয়াজআসসালামু আলাইকুমজহির রায়হানহেপাটাইটিস বিপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাচড়ক পূজাআরতুগ্রুলইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাবেলি ফুলকাবাওজোন স্তরসুন্নি ইসলামরূপান্তরিত লিঙ্গহামাসলালবাগের কেল্লাপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডদৈনিক ইত্তেফাকএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মমতা বন্দ্যোপাধ্যায়পথের পাঁচালীদুধসংযুক্ত আরব আমিরাতআখড়াই গানঊনসত্তরের গণঅভ্যুত্থানবগুড়া জেলাসেভেন আপবাংলাদেশ সরকারি কর্ম কমিশনহনুমান চালিশাওয়ার্ল্ড ওয়াইড ওয়েবমাআলেকজান্ডারের ভারত আক্রমণডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রদোয়া কুনুতহুমায়ূন আহমেদসৌদি রিয়ালযক্ষ্মাচাঁদবিমান বাংলাদেশ এয়ারলাইন্সকম্পিউটার কিবোর্ডদুরুদউমাইয়া খিলাফত২০২২–২৩ উয়েফা চ্যাম্পিয়নস লিগসম্প্রসারিত টিকাদান কর্মসূচিআল্লাহহৃৎপিণ্ডআলবার্ট আইনস্টাইনরামকৃষ্ণ পরমহংসশনি (দেবতা)পহেলা বৈশাখহাতিশুঁড়ব্রিটিশ ভারতভারতীয় জনতা পার্টিদিল্লিমাগীরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের খেলোয়াড়ের তালিকাঢাকাতাসনিয়া ফারিণকালোজিরাসচিব (বাংলাদেশ)হরমোন🡆 More