হেলেনা বোনাম কার্টার: ব্রিটিশ অভিনেত্রী

হেলেনা বোনাম কার্টার সিবিই (ইংরেজি: Helena Bonham Carter, জন্ম: ২৬শে মে ১৯৬৬) হলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি স্বল্প-ব্যয়ের আর্টহাউজ ও স্বাধীন চলচ্চিত্র থেকে শুরু করে বিশাল-ব্যয়ের হলিউড চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত। তিনি দুইবার একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, প্রথমবার দ্য উইংস অব ডাভ (১৯৯৭) চলচ্চিত্রে কেট ক্রয় চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার দ্য কিংস স্পিচ (২০১০) চলচ্চিত্রে রাজমাতা এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। দ্বিতীয় ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ২০১০ সালে এনিড টেলিভিশন চলচ্চিত্রে ব্রিটিশ লেখিকা এনিড ব্লাইটন চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কার লাভ করেন।

হেলেনা বোনাম কার্টার

Helena Bonham Carter
হেলেনা বোনাম কার্টার: কর্মজীবন, পুরস্কার ও সম্মাননা, তথ্যসূত্র
২০১১ সালে ৮৩তম একাডেমি পুরস্কারে বোনাম কার্টার
জন্ম (1966-05-26) ২৬ মে ১৯৬৬ (বয়স ৫৭)
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৩-বর্তমান
সঙ্গীকেনেথ ব্র্যানা (১৯৯৪-৯৯)
টিম বার্টন (২০০১-১৪)
সন্তান
পিতা-মাতারেমন্ড বোনাম কার্টার (পিতা)
এলেনা প্রপার দে কালেয়োন (মাতা)
আত্মীয়বোনাম কার্টার পরিবার
পুরস্কারপূর্ণ তালিকা

তার চলচ্চিত্র জীবন শুরু হয় লেডি জেন (১৯৮৬) চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে। যদিও তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র আ রুম উইথ আ ভিউ (১৯৮৫), যা লেডি জেন চলচ্চিত্রের পরে চিত্রায়ন শুরু হলেও তার দুই মাস পূর্বে মুক্তি পায়। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র ভূমিকা হল হ্যামলেট (১৯৯০)-এ অফেলিয়া, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড (২০১০)-এ রেড কুইন, গ্রেট এক্সপেক্টেশন্স (২০১২)-এ মিস হ্যাভিশ্যাম, সঙ্গীতধর্মী লে মিজেরাবল (২০১২)-এ মাদাম থেনার্দিয়ে।

নাট্যকলায় অবদানের জন্য ২০১২ সালে নববর্ষ সম্মাননায় তাকে কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) সম্মাননায় ভূষিত করা হয়। ২০১৪ সালে জানুয়ারি মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বোনাম কার্টারকে ব্রিটেনের জাতীয় হলোকস্ট কমিশনে নিয়োগ দেন।

কর্মজীবন

হেলেনা বোনাম কার্টার: কর্মজীবন, পুরস্কার ও সম্মাননা, তথ্যসূত্র 
২০১১ সালে ২৬ তম সান্তা বার্বারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হেলেনা বনহাম কার্টার।

বোনাম কার্টারের অভিনয়ের উপর কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না। তিনি একটি জাতীয় রচনা প্রতিযোগিতা (১৯৭৯) জয়ের পর সেই অর্থ দিয়ে অভিনয়শিল্পীদের স্পটলাইট ডিরেক্টরিতে যোগ দেন। তিনি ১৬ বছর বয়সে একটি টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে তার পেশাদার কর্মজীবন শুরু করেন। পাশাপাশি তিনি আ প্যাটার্ন অব রোজেস টেলিভিশন চলচ্চিত্রে ক্ষুদ্র ভূমিকায় কাজ করেন।

চলচ্চিত্র বোনাম কার্টারের প্রথম মুখ্য ভূমিকায় কাজ ছিল লেডি জেন (১৯৮৬)। এতে তিনি নাম ভূমিকায় কাজ করে সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করেন। তার প্রথম আলোচিত সাফল্য ছিল আ রুম উইথ আ ভিউ (১৯৮৫)। লেডি জেন-এর পরে ছবিটির কাজ শুরু হয়, কিন্তু দুই মাস পূর্বে মুক্তি পায়। তিনি ১৯৮৬-৮৭ সালে মিয়ামি ভাইস ধারাবাহিকের কয়েকটি পর্বে ডন জনসন অভিনীত চরিত্রে প্রেমিকার ভূমিকায় এবং ১৯৮৭ সালে ডার্ক বোগার্ডের বিপরীতে দ্য ভিশন, স্টুয়ার্ট গ্রেঞ্জারের বিপরীতে আ হ্যাজার্ড অব হার্টস্‌ এবং জন গিলগুডের বিপরীতে গেটিং ইট রাইট চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১০ সালে বোনাম কার্টার টম হুপার পরিচালিত দ্য কিংস স্পিচ চলচ্চিত্রে রাজমাতা এলিজাবেথ চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারএকাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি তার প্রথম বাফটা পুরস্কার জয়লাভ করলেও একাডেমি পুরস্কারে মেলিসা লিওর কাছে পরাজিত হন। ২০১২ সালে তিনি ভিক্টর হুগোর উপন্যাস লে মিজেরাবল অবলম্বনে নির্মিত সঙ্গীতধর্মী চলচ্চিত্র লে মিজেরাবল-এ মাদাম থেনার্দিয়ে চরিত্রে অভিনয় করেন।

পুরস্কার ও সম্মাননা

  • কমান্ডার (২০১২)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

হেলেনা বোনাম কার্টার কর্মজীবনহেলেনা বোনাম কার্টার পুরস্কার ও সম্মাননাহেলেনা বোনাম কার্টার তথ্যসূত্রহেলেনা বোনাম কার্টার বহিঃসংযোগহেলেনা বোনাম কার্টারইংরেজি ভাষাএমি পুরস্কারদ্য কিংস স্পিচশ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারসিবিইস্বাধীন চলচ্চিত্র২৬ মে

🔥 Trending searches on Wiki বাংলা:

নিবিড় পরিচর্যা কেন্দ্রলালনখুলনা বিভাগপ্রীতি জিনতাপদার্থবিজ্ঞানমৌলিক পদার্থের তালিকাএইডেন মার্করামকার্বন ডাই অক্সাইডরাগ (সংগীত)সূরা ক্বদরসিলেট বিভাগজীববৈচিত্র্যআলিহৃৎপিণ্ডআহসান হাবীব (কার্টুনিস্ট)শ্রীকৃষ্ণকীর্তনশক্তিগুগল ম্যাপসবাংলাদেশের কোম্পানির তালিকাঐশ্বর্যা রাইআমার দেখা নয়াচীনব্রাজিল বনাম জার্মানি (২০১৪ ফিফা বিশ্বকাপ)বাংলাদেশ জামায়াতে ইসলামীএন্দ্রিক ফেলিপেআইসোটোপশিয়া ইসলামপূর্ণ সংখ্যামোহাম্মদ সাহাবুদ্দিনঅ্যান্টিবায়োটিকব্রিক্‌সতাজউদ্দীন আহমদকুলম্বের সূত্রবেদদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাবৌদ্ধধর্মফরাসি বিপ্লবইসলামের পঞ্চস্তম্ভএকাদশ রুদ্রবাংলাদেশে পালিত দিবসসমূহচীনশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসাইপ্রাসজার্মানিসালোকসংশ্লেষণরমজান (মাস)মোবাইল ফোনভীমরাও রামজি আম্বেদকরব্রহ্মপুত্র নদবাংলাদেশের জেলাসমূহের তালিকাবুর্জ খলিফাভগবদ্গীতারোডেশিয়াচোখকুতুব মিনারকোটিডাচ্-বাংলা ব্যাংক পিএলসিরুকইয়াহ শারইয়াহআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাপলাশসমাজমেঘনাদবধ কাব্যক্লিওপেট্রাপদ্মা নদীমাইকেল মধুসূদন দত্তদর্শনতারাবীহমালদ্বীপউসমানীয় সাম্রাজ্যবঙ্গবন্ধু-১বাংলাদেশের রাষ্ট্রপতিবাংলা সাহিত্যসিকিমকবিতাবাংলাদেশ ব্যাংকতরমুজঅ্যান্টিকিথেরা যন্ত্রকৌশলমুখমৈথুনভূমি পরিমাপ🡆 More