হেরমান পেসেলা: আর্জেন্টিনীয় ফুটবলার

হেরমান আলেহো পেসেলা (জন্ম ২৭ জুন ১৯৯১) একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি ফিওরেন্টিনার হয়ে সেন্টার ডিফেন্ডার হিসেবে খেলেন।

হেরমান পেসেলা
হেরমান পেসেলা: ক্লাব ক্যারিয়ারি, আন্তর্জাতিক ক্যারিয়ার, অর্জন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হেরমান আলেজো পেসেলা
জন্ম (1991-06-27) ২৭ জুন ১৯৯১ (বয়স ৩২)
জন্ম স্থান বাহিয়া ব্লাঙ্কা, আর্জেন্টিনা
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফিওরেন্তিনা
(রিয়াল বেতিস থেকে লোন)
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
কিলোমেট্রো চিনকো
ইউভেন্তা উনিদা
২০০০-২০০৫ ওলিম্পো
২০০৫-২০০৯ রিভার প্লেট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯-২০১৫ রিভার প্লেট ৬৯ (৫)
২০১৫– রিয়াল বেতিস ৬১ (৪)
২০১৭– → ফিওরেন্তিনা (ধারে) ২৭ (১)
জাতীয় দল
২০০৯-২০১১ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ১৫ (০)
২০১১ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ (২)
২০১৭– আর্জেন্টিনা (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৯ অক্টোবর ২০১১ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ারি

প্রারম্ভিক ক্যারিয়ার

পেসেলা ক্লাব ওলিম্পোতে খেলার পর ২০০৫ সালে ১৪ বছর বয়সে রিভার প্লেটের যুবদলে যোগ ডেয়। ভালো খেলার সুবাদে কানাডায় অনুষ্ঠিত প্রাক-মৌসুমে খেলার সুযোগ পান।

রিভার প্লেট

পেসেলা ২০১১ সালের ১৮ অক্টোবরে সিনিয়র দলের হয়ে অভিষিক্ত হন, ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় তার দল। একই বছরের ২ মার্চে লিগে অভিষিক্ত হন, কালমেস এথলেটিকোর বিপক্ষে ম্যাচটিতে ০-০ গোলে করে তার দল।

২০১২ সালের ২ সেপ্টেম্বর প্রথম পেশাদার গোল করেন, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ২০১৪ সালের ১০ ডিসেম্বরে পেসেলা কোপা সুদামেরিকা ফাইনালে এথলেটিকো ন্যাশিওনালের বিপক্ষে গোল করেন, এতে ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় তার দল। সেটা ছিল তার প্রথম আন্তর্জাতিক টাইটেল।

রিয়াল বেতিস

২০১৫ সালের ১০ জুলাইয়ে পেসেলা লা লিগায় সদ্য উর্ত্তীন দল রিয়াল বেতিসে ৫ বছরের চুক্তিতে যোগ দেয়। ২৩ আগস্টে ভিলারিয়ালের বিপক্ষে অভিষেক হয়, ঘরের মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

আন্তর্জাতিক ক্যারিয়ার

পেসেলা ২০০৯ সালে আর্জেন্টিনার হয়ে টৌলন টুর্নামেন্টে খেলেন। এছাড়াও ২০১১ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়েন্সিপ এবং ২০১১ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। ২০১১ সালের ১ সেপ্টেম্বরে প্যান আমেরিকান গেমসে সুযোগ পান, ৫ ম্যাচে সেবার ২ টি গোল করেন।

২০১৮ সালের মে'তে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩৫ সদস্যের প্রাথমিক দলে সুযোগ ডাক পান।

অর্জন

  • প্রিমিয়ার বি ন্যাশনালঃ ২০১১-১২
  • আর্জেন্টিনা প্রিমিয়ার ডিভিশনঃ ২০১৩-১৪
  • কোপা সুদামেরিকাঃ ২০১৪
  • রিকোপা সুদামেরিকাঃ ২০১৫

তথ্যসূত্র

Tags:

হেরমান পেসেলা ক্লাব ক্যারিয়ারিহেরমান পেসেলা আন্তর্জাতিক ক্যারিয়ারহেরমান পেসেলা অর্জনহেরমান পেসেলা তথ্যসূত্রহেরমান পেসেলারক্ষণভাগের খেলোয়াড়

🔥 Trending searches on Wiki বাংলা:

সংস্কৃত ভাষাআব্দুল হামিদদ্বিতীয় বিশ্বযুদ্ধভারত বিভাজনভিটামিনবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাভারী ধাতুইসলামের পঞ্চস্তম্ভসহীহ বুখারীসিন্ধু সভ্যতাহিন্দুধর্মের ইতিহাসনেপালশব্দ (ব্যাকরণ)শ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২বিশেষ্যভেষজ উদ্ভিদসাইবার অপরাধনোয়াখালী জেলাইসলামের নবি ও রাসুলবাংলাদেশের নদীর তালিকাইসবগুলআল পাচিনোবাংলাদেশের রাষ্ট্রপতিমৌলিক পদার্থচৈতন্য মহাপ্রভুএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ঋতুআনন্দবাজার পত্রিকাসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাআবুল কাশেম ফজলুল হকসংযুক্ত আরব আমিরাতবেলজিয়ামউইকিপ্রজাতিচ সু-হিয়াংরফিকুন নবীবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহহেপাটাইটিস বিচিকিৎসকজয়তুনআশাপূর্ণা দেবীহনুমান (রামায়ণ)সাঁওতালআমযতিচিহ্নহৃৎপিণ্ডসৌদি আরবমাক্সিম গোর্কিপ্যারিসহিন্দুধর্মবেগম রোকেয়াআল্লাহইসলামি সহযোগিতা সংস্থাছিয়াত্তরের মন্বন্তরচতুর্থ শিল্প বিপ্লবহোমিওপ্যাথিবর্ডার গার্ড বাংলাদেশবিশ্বের ইতিহাসকাজী নজরুল ইসলামের রচনাবলিচেঙ্গিজ খানদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাজাতীয় স্মৃতিসৌধএইচআইভিইসলামে আদমখাদ্যকলি যুগজনতা ব্যাংক লিমিটেডবাস্তব সংখ্যাশ্রাবন্তী চট্টোপাধ্যায়ধর্মকোষ বিভাজনবলআসরের নামাজমোহনদাস করমচাঁদ গান্ধীআতাজন্ডিসরাজশাহী বিভাগ🡆 More