হায়াত বকশি বেগম: রাণী

হায়াত বকশি বেগম (মৃত্যু ফেব্রুয়ারি ২৬, ১৬৬৭) গোলকোন্ডা সুলতানতের ষষ্ঠ সুলতান মুহাম্মদ কুতুব শাহের রানী ছিলেন। ১৭২৬ সালে চৌদ্দ বছর বয়সে যখন তার পুত্র আবদুল্লাহ কুতুব শাহকে সুলতান করা হয়, তিনি তাঁর রাজত্বের প্রথম কয়েক বছর রিজেন্টের দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই রাজ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করে চলেছিলেন।

হায়াত বকশি বেগম
মৃত্যুফেব্রুয়ারি ২৬, ১৬৬৭
সমাধি
কুতুব শাহি সমাধি
দাম্পত্য সঙ্গীসুলতান মুহাম্মদ কুতুব শাহ
বংশধরআবদুল্লাহ কুতুব শাহ সহ ৩ জন
পিতামুহাম্মদ কুলি কুতুব শাহ

জীবনী

হায়াত বকশি বেগম: জীবনী, উত্তরাধিকার, তথ্যসূত্র 
তার নামানুসারে হায়াত বকশি মসজিদটির নামকরণ করা হয়েছে
হায়াত বকশি বেগম: জীবনী, উত্তরাধিকার, তথ্যসূত্র 
কুতুব শাহি সমাধিতে হায়াত বকশি বেগমের সমাধি
হায়াত বকশি বেগম: জীবনী, উত্তরাধিকার, তথ্যসূত্র 
হায়াত বকশি বেগমের সমাধি

প্রাথমিক জীবন

তিনি মুহাম্মদ কুলি কুতুব শাহের একমাত্র কন্যা ছিলেন। মুহাম্মদের কোন পুত্রসন্তান ছিল না, এবং তার কন্যাকে তার ভাস্তি সুলতান মুহাম্মদ কুতুব শাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সিংহাসনের উত্তরাধিকারী করার সিদ্ধান্ত নেন।

১৬০৭ সালে তিনি সুলতান মুহাম্মদকে বিয়ে করেন। ১৬১২ সালের ১৬ জানুয়ারিতে যখন মুহাম্মদ কুলি মারা গেলেন সুলতান মুহাম্মদ সিংহাসনে আরোহণ করেন এবং তিনি রানী হন। সুলতান মুহাম্মদ প্রায়শই পরামর্শের জন্য হায়াতের দিকে ফিরে আসতেন।

শাসন

১৬২৬ সালে সুলতান মুহাম্মদ মারা যান এবং হায়াতের পুত্র আবদুল্লাহ কুতুব শাহ সুলতান হয়। নতুন সুলতান হিসেবে তার বয়স ছিল চৌদ্দ বছর এবং হায়াত তাঁর রাজত্বের প্রথম কয়েক বছর রাজত্বক হিসাবে শাসন করেছিলেন এবং তাঁর মৃত্যুর আগ পর্যন্ত রাজ্যে যথেষ্ট প্রভাব ফেলতেন।

তিনি ২৬ ফেব্রুয়ারি, ১৬৬৭ সালে মারা যান। তাকে কুতুব শাহি সমাধিতে সমাধিস্থ করা হয়েছিল। তাঁর সমাধিটি একমাত্র মহিলার সমাধি যা রাজাদের সমাধির সমান।

উত্তরাধিকার

২০১৯ সালে, আইআইটি হায়দ্রাবাদ হায়াত বকশি বেগমকে নিয়ে মা সাহেবা - হায়দরাবাদের রানী নামে একটি ভার্চুয়াল রিয়ালিটি চলচ্চিত্র প্রকাশ করেছে।

তথ্যসূত্র

Tags:

হায়াত বকশি বেগম জীবনীহায়াত বকশি বেগম উত্তরাধিকারহায়াত বকশি বেগম তথ্যসূত্রহায়াত বকশি বেগমআবদুল্লাহ কুতুব শাহকুতুব শাহি রাজবংশসুলতান মুহাম্মদ কুতুব শাহ

🔥 Trending searches on Wiki বাংলা:

আবু হানিফাজিমেইলহাজার দুয়ারী রাজপ্রাসাদবঙ্গভঙ্গ আন্দোলনদীপু মনিমুসলিমপর্যায় সারণীপদ (ব্যাকরণ)আমাশয়কালবৈশাখীফিলিস্তিনআবু বকরআসাদুজ্জামান খাঁন কামালকুতুব মিনারমিয়ানমারতাজবিদএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)জানাজার নামাজসংযুক্ত আরব আমিরাতইউএস-বাংলা এয়ারলাইন্সফেসবুকবাংলাদেশের প্রধানমন্ত্রীপাবনা জেলাবেদশিল্প বিপ্লবইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমৌর্য সাম্রাজ্যএশিয়াভূমিকম্প৫০০ (সংখ্যা)দক্ষিণ কোরিয়াছৌ নাচবাংলাদেশ সেনাবাহিনীর পদবিভরিভারতের ভূগোলবঙ্গবন্ধু টানেললালসালু (উপন্যাস)কানাডাঅরিজিৎ সিংডায়াজিপামহুমায়ূন আহমেদউমর ইবনুল খাত্তাবক্ষুদিরাম বসুলিওনেল মেসিআন্তর্জাতিক শ্রম সংস্থাহাতিশুঁড়মার্কিন যুক্তরাষ্ট্রকর্ণ (মহাভারত)বাংলাদেশের রাষ্ট্রপতিবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাজনগণমন-অধিনায়ক জয় হেবাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকা১ মেছারপোকানোয়াখালী জেলাশব্দ (ব্যাকরণ)ইশার নামাজআরবি ভাষাবাংলাদেশ রেলওয়েপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাইসলামে আদমশেনজেন অঞ্চলকালো জাদুব্যাকটেরিয়াসৈয়দ মুজতবা আলীশাহানাজ খুশিমূত্রনালীর সংক্রমণতেজস্ক্রিয়তাখালিদ বিন ওয়ালিদসহীহ বুখারীমোশাররফ করিমসন্দ্বীপ উপজেলাফজরের নামাজপায়ুসঙ্গমব্যঞ্জনবর্ণতুলসীপথের পাঁচালীওমানজীবন🡆 More