হান্স জিমার

হান্স ফ্লোরিয়ান জিমার (জার্মান উচ্চারণ: হান্স ফ্লোরিয়ান ৎসিমার; জন্ম ১২ সেপ্টেম্বর ১৯৫৭) একজন মার্কিন সুরকার ও রেকর্ড প্রযোজক। তিনি ইলেকট্রনিক সঙ্গীতের শব্দের সাথে ঐতিহ্যবাহী ঐকতান বাদকদলের আয়োজনের সমন্বয়ের জন্য প্রসিদ্ধ। ১৯৮০-এর দশক থেকে তিনি ১৫০-এর অধিক চলচ্চিত্রের সুর করেছেন। তার উল্লেখযোগ্য কাজ হল দ্য লায়ন কিং, যার জন্য তিনি ১৯৯৫ সালে শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেছেন, ক্রিমসন টাইড, দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ধারাবাহিক, গ্ল্যাডিয়েটর, ডার্ক নাইট ত্রয়ী, ইনসেপশন, ইন্টারস্টেলার, এবং ডানকার্ক। তিনি চারটি গ্র্যামি পুরস্কার, তিনটি ক্ল্যাসিকাল ব্রিট পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি একাডেমি পুরস্কার অর্জন করেছেন। দ্য ডেইলি টেলিগ্রাফ তাদের শীর্ষ ১০০ জীবন্ত প্রতিভাবান ব্যক্তি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করে।

হান্স জিমার
২০১৮ সালে জিমার
২০১৮ সালে জিমার
প্রাথমিক তথ্য
জন্মনামহান্স ফ্লোরিয়ান জিমার
জন্ম (1957-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৫৭ (বয়স ৬৬)
ফ্রাঙ্কফুর্ট, পশ্চিম জার্মানি
পেশাসুরকার, রেকর্ড প্রযোজক
বাদ্যযন্ত্রপিয়ানো, কীবোর্ড, সিনথেসাইজার, গিটার, ব্যাঞ্জো
কার্যকাল১৯৭৭-বর্তমান
লেবেলরিমোট কনট্রোল প্রডাকশন্স, ব্লিডিং ফিঙ্গার্স মিউজিক
ওয়েবসাইটhanszimmer.com

প্রারম্ভিক জীবন

জিমার ১৯৫৭ সালের ১২ই সেপ্টেম্বর পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মাইনে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি কোনিংস্টাইন-ফাল্কেনস্টাইনে বসবাস করতেন। সেখানে তিনি বাড়িতে পিয়ানো শিখতেন, কিন্তু অল্প কিছুদিন আনুষ্ঠানিক শিক্ষা নেন কারণ তিনি আনুষ্ঠানিক শিক্ষার ধারা অপছন্দ করতেন। জিমার সুইজারল্যান্ডের ক্যান্টন বার্নের আন্তর্জাতিক বোর্ডিং স্কুল একোল দ্যুমানিতে পড়াশোনা করেন। কৈশোরে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে হার্টউড হাউজ স্কুলে পড়াশোনা করেন। শৈশবে তিনি এননিও মোররিকোনের চলচ্চিত্রের সুর দ্বারা প্রভাবিত হন এবং উল্লেখ করেন ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট চলচ্চিত্রের সুর তাকে চলচ্চিত্র সুরকার হওয়ার পিছনে অনুপ্রেরণা যোগিয়েছে।

কর্মজীবন

১৯৯৪ সালে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ দ্য লায়ন কিং চলচ্চিত্রের সুরারোপের জন্য জিমারকে প্রস্তাব দেয়। এটি জন্য তার প্রথম সুরারোপিত অ্যানিমেশন চলচ্চিত্র। এই কাজের জন্য জিমার একাধিক পুরস্কার অর্জন করেন, তন্মধ্যে রয়েছে শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার এবং দুটি গ্র্যামি পুরস্কার। ১৯৯৭ সালে এই সুরটি ব্রডওয়েতে এই চলচ্চিত্রের সঙ্গীতনাট্য সংস্করণের জন্য ব্যবহার করা হয়, যা ১৯৯৮ সালে শ্রেষ্ঠ সঙ্গীতনাট্য বিভাগে টনি পুরস্কার অর্জন করে। ২০১২ সালের এপ্রিল মাস পর্যন্ত দ্য লায়ং কিং-এর সঙ্গীতনাট্য সংস্করণটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী ব্রডওয়ে নাটক, যা $৮৫৩.৮ মিলিয়ন আয় করেছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পূর্বসূরী
টমাস নিউম্যান
২০১২-২০১৫
জেমস বন্ড চলচ্চিত্রের সুরকার
২০২০-বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি

টেমপ্লেট:হান্স জিমার

Tags:

হান্স জিমার প্রারম্ভিক জীবনহান্স জিমার কর্মজীবনহান্স জিমার তথ্যসূত্রহান্স জিমার বহিঃসংযোগহান্স জিমারইনসেপশনইন্টারস্টেলার (চলচ্চিত্র)একাডেমি পুরস্কারগ্র্যামি পুরস্কারগ্ল্যাডিয়েটর (২০০০-এর চলচ্চিত্র)ডানকার্ক (২০১৭-এর চলচ্চিত্র)দ্য ডেইলি টেলিগ্রাফশ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

ভালোবাসানিমতানজিন তিশাব্যাকটেরিয়াব্রিটিশ ভারতইসলামে যৌনতালালবাগের কেল্লাচীনসাইপ্রাসধানশব্দ (ব্যাকরণ)বর্তমান (দৈনিক পত্রিকা)আলবার্ট আইনস্টাইনবাংলা বাগধারার তালিকাসূরা ফালাকনদিয়া জেলাসুনীল গঙ্গোপাধ্যায়বিষ্ণুখন্দকার মোশতাক আহমেদবাংলার প্ৰাচীন জনপদসমূহইন্সটাগ্রামকুয়েতআবুল খায়ের গ্রুপবাংলাদেশের উপজেলাপৃথিবীটিকটকমারমাঅন্নদামঙ্গলভাইরাসরাজ্যসভামোহাম্মদ সাহাবুদ্দিনশিল্প বিপ্লবফেসবুকশামসুর রাহমানতাজউদ্দীন আহমদঅস্ট্রেলিয়াকলি যুগমৃণাল ঠাকুরইউরোঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাকুষ্টিয়া জেলাপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডটাঙ্গাইল জেলাসতীদাহবাংলাদেশ সেনাবাহিনীর পদবিসূরা নাসবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাখাদ্যএকতা এক্সপ্রেসছাগলজাপানসানি লিওনবাংলাদেশের উপজেলার তালিকাওমানচিকিৎসকরাধাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধআয়াতুল কুরসিবর্ডার গার্ড বাংলাদেশবাঙালি জাতিকিরগিজস্তানবাংলাদেশের শিক্ষামন্ত্রীফুলভারতীয় জনতা পার্টিরাদারফোর্ড পরমাণু মডেলঅযোধ্যামিয়ানমারসিলেটটাইটানিককাঠগোলাপমুজিবনগর স্মৃতিসৌধজনগণমন-অধিনায়ক জয় হেভূমি পরিমাপবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবপারমাণবিক অস্ত্রদেব (অভিনেতা)ঈদুল আযহাহোমিওপ্যাথিগজল🡆 More